সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ বিশ্ব জাকের মঞ্জিলে

রাতভর এবাদত বন্দেগীর মাধ্যমে দক্ষিণাঞ্চলে পবিত্র লাইলাতুল বরাত পালিত

Daily Inqilab বরিশাল ব্যুরো

০৮ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৬ এএম

রাতভর পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, মিলাদ, জিকির এবং নিকট জনের মাজার শরিফ জিয়ারত সহ এবাদত বন্দেগীর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। এ উপলক্ষে অনেক ধর্মপ্রাণ মুসলমান ৩ দিনের রোজাও পালন করছেন।
শবে বরাত উপলক্ষে বরিশালের চক বাজার জামে এবাদুল্লাহ মছজিদে ৩ দিনের তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল শেষ হয় সোমবার রাতে। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন এ মাহফিলে তাফসীর করেন। এ মছজিদে বিপুল সংখ্যক মুসুল্লী এশার নামজ বাদ শবে বরাতের নফল নামাজ সহ বিভিন্ন এবাদত বন্দেগীতেদ অংশ নেন।

শবে বরাতের এবাদত বন্দেগীতে অংশ গ্রহনের লক্ষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন দরবার শরিফ সহ মসজিদে মুসুল্লীয়ানগনের ভিড় লক্ষ্য করা গেছে। নগরীর জামে এবাদুল্লাহ মছজিদ ছাড়াও কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররাম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদ ও দরবারে লাইলাতুল বরাতের নামাজ, মিলাদ সহ নানা ধরনের এবাদত বন্দেগীতে অংশ নেন মুসুল্লীয়ানগন। এছাড়াও লাইলাতুল বরনাতের অসিলা নিয়ে নিকটজনের রুহের মাগফিরাত কামনা করে বরিশালের কেন্দ্রীয় মুসলিম গোরস্থান সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মুসলিম গোরস্থানে রাভরই জিয়ারতে অংশ নিয়েছেন হাজার হাজার মুসুল্লীয়ান।

পবিত্র শবে বরাতের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ ঘটে বিশ্ব জাকের মঞ্জিলে। সারা দেশের মত দক্ষিণাঞ্চল থেকেও বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান এ দরবার শরিফে সমবেত হয়ে রাতভর এবাদত বন্দেগী সহ পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতে অংশ নেন।
বিশ্ব জাকের মঞ্জিলে মঙ্গলবার মাগরিব নামাজের ফরজ ও সুন্নত নামাজ বাদে দু রাকাত করে ৬ রাকাত নফল নামাজ আদায় এবং দোয়া মোনাজাতের পরে ফাতেহা শরিফ পাঠন্তে পুনরায় দোয়া মোনাজাতের মাধ্যমে শবে বরাতের এবাদত বন্দেগীর কার্যক্রম শুরু হয়। এ দরবার শরিফে রাতভর পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ, জিকির, মিলাদ এবং ওয়াজ নসিহত অব্যাহত ছিল। ।

রাত ৩টায় রহমতের সময় থেকে পুনরায় কোরআন তেলাওয়াত, মিলাদ জিকির এবং মোরাকাবা-মোসাহেদা’র পরে ফজর নামাজ আদায় করা হয়। বুধবার বাদ ফজর ফাতেহা শরিফ পাঠন্তে দোয়া মোনাজাত এবং খতম শরিফ আদায় করা হয়ঢ। বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে অখেরী মোনাজাতের মাধ্যমে শবে বরাতের কার্যক্রম সম্পন্ন হয়েছে এ দরবার শরিফে।

প্রতি বছরের ন্যায় এবারো সারা দেশ থেকে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানবৃন্দ বিশ^ জাকের মঞ্জিলে সমবেত হয়ে পবিত্র লাইরাতুল বরাতের রজনীতে এবাদত বন্দেগীতে অংশ নেন। এ উপলক্ষে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাস কাফেলা নিয়েও বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান বিশ^ জাকের মঞ্জিলে পৌছেন।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন