বিসিবির বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম অর্ন্তজাতিক ক্রিকেট ভেন্যু বাতিল
০৮ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম অর্ন্তজাতিক ক্রিকেট ভেন্যু বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমরেড অ্যাড.সাইফুল ইসলাম পল্টু ও সদস্যসচিব অ্যাড. দিলরুবা নূরী ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এর পর দুটি আর্ন্তজাতিক ম্যাচ অনুষ্টিত হয়। এর পর আর্ন্তজাতিক ম্যাচ না হলেও নিয়মিত নানা-বয়স ভিক্তিক ঘরোয়া ক্রিকেট অনুষ্টিত হয়ে আসছে। গত ২রা মার্চ বৃহস্পতিবার এন.এস সি সচিব বরাবর পাঠানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা আমরা জানতে পারি এবং আমরা দেখলাম ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহারসহ স্টেডিয়ামে থাকা রোলার, সুপার সপার, পিচ কাভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিং রুমের আসবাব ঢাকায় নিয়ে যায় বিসিবি। বিসিবি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ তুলেছে, তা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্রীড়া সংস্থার ব্যর্থতার দায় বগুড়াবাসী নিতে পারে না।
নেতৃবৃন্দ আরও বলেন যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে যখন খেলাধুলার প্রসার প্রয়োজন তখন এই ধরণের হটকারী সিদ্ধান্ত জনগণ মেনে নিবেনা। তাই নেতৃবৃন্দ অনতিবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু ফিরিয়ে আনতে বগুড়া জেলা প্রশাসক কে দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান। সেইসাথে চাঁন্দু স্টেডিয়াম ক্রিকেট ভেন্যু ফিরিয়ে দিবার দাবিতে বিগত কয়েকদিন যাবৎ বগুড়া একজন মুক্তিযোদ্ধার সন্তান ইউটিউব চ্যানেল- চ্যানেল বগুড়ার স্বত্বাধিকারী রুমেল সাতমাথা মজিব মঞ্চে অনশন করছেন তার এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেন।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন