দক্ষিণ সুরমায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Daily Inqilab বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা

০৮ মার্চ ২০২৩, ০৭:৩১ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

বিশ্বনাথের সীমান্তবর্তী সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আলী নগর গ্রামস্ত মেসার্স হাজী শেখ হরমুজ আলী ফিলিং স্টেশন এর পিছনে একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দক্ষিণ সুরমা উপজেলার আলী নগর গ্রামের মেসার্স হাজী শেখ হরমুজ আলী ফিলিং স্টেশনের পিছনে মৃত হাজী শেখ হরমুল আলীর পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় একজন পুরুষ ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও পিবিআই সিলেটের একটি টিম ঘটনাস্থলে যায় এবং মৃতের আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মৃত ব্যক্তির হাতের আঙ্গুল পঁচে যাওয়ায় ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি।
দক্ষিন সুরমা মডেল থানার ওসি কামরুল হাসান জানান, মৃত দেহের সমস্থ শরীর অর্ধগলিত এবং শরীরের অধিকাংশে পচনশীল অবস্থায় চামড়া উঠানো। মৃত দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় সনাক্ত করণের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা অব্যহত আছে। লাশের ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন