ভবন উদ্বোধনে এমপির বিলম্বে রাতে বাড়ি ফিরেছে মাদরাসা শিক্ষার্থীরা
০৯ মার্চ ২০২৩, ০৭:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম
বিকেল চারটায় মাদরাসার ভবন উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য। আর তাই শিক্ষার্থীদের দুপুরের পর থেকেই মাদরাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে স্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেন প্রতিষ্ঠান প্রধান। বিকেল গড়িয়ে সন্ধ্যা ৭টার দিকে সংসদ সদস্য আসেন অনুষ্ঠানস্থলে।কিন্তু দীর্ঘক্ষণ দুপুরের খাবার না খাইয়ে অনুষ্ঠানস্থলে বসিয়ে রাখা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ বোধ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আসার আগ মুহূর্তে অসুস্থবোধ করা বেশ কিছু শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন মাদরাসা অধ্যক্ষ। আর বাকি শিক্ষার্থীদের নিয়ে ভবন উদ্বোধনের অনুষ্ঠান চলে রাত আটটা পর্যন্ত। রাতে ছাত্ররা কোনরকমে বাড়ি ফিরলেও ভয় আর শঙ্কা নিয়ে রাত আটটার পর অনুষ্ঠানস্থল থেকে বাড়ি ফিরতে হয়েছে মাদরাসা ছাত্রীদের।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার লহ্মীপুর সিনিয়র মাদরাসার চারতলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে।স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ৭ মার্চ বিকেল চারটার দিকে মাদরাসার একটি ভবন উদ্বোধনের সময় নির্ধারণ থাকলেও তিনি রাজনৈতিক কর্মসূচির কারণে মাগরীবের পর সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন এবং অনুষ্ঠান চলে রাত প্রায় আটটা পর্যন্ত। এদিকে ভবন উদ্বোধনের দিন দুপুর থেকে দীর্ঘসময় অনুষ্ঠানে বসে থেকে অনেক শিক্ষার্থী অস্বস্তি ও অসুস্থ বোধ করার বিষয়টি নিয়ে গত দুইদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলতে থাকে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ বলেন, এমপি মহোদয় উপজেলা সদরে ৭ মার্চের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি বিকালে আসার কথা থাকলেও ব্যবস্ততার কারণে মাগরিবের পড়ে সন্ধ্যায় এসেছেন। অনুষ্ঠান বিলম্বে হবে জানতে পেরে ছোট শিক্ষার্থীদের (৬ষ্ঠ-৭ম) বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মাদরাসা থেকে খাবারের ব্যবস্থা করা হয়নি, বিরতির সময় অনেকেই বাড়ি থেকে খেয়ে এসেছে। রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে। ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরতে কোন সমস্যা হয়নি।
একাধিক অভিভাবক জানান, সকাল ৯টায় অনেকেই বাড়ি থেকে মাদরাসার ক্লাশে যায়। দুপুরে মাদরাসা ছুটির পর তাদের অনুষ্ঠানে থাকার জন্য বসিয়ে রাখা হয়। শুনেছি বিকেলে মধ্যে অনুষ্ঠান শেষ হবে। কিন্তু রাত আটটায় ছেলে-মেয়েরা বাড়ি ফিরেছে। মেয়েরা ভয়ভীীত নিয়ে রাতে বাড়ি ফিরেছে। তাদের বাড়ি ফিরতে মাদরাসা থেকে কোন গাইডেন্স ছিল না। এভাবে শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা রাত পর্যন্ত বসিয়ে রেখে অনুষ্ঠান করা অমানবিক। এব্যাপারে সবাইকে সময় সচেতন হওয়া উচিত বলে অভিবাবকরা মন্তব্য করেন।
এ বিষয়ে এমপি ডা. প্রাণ গোপালের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা