ভবন উদ্বোধনে এমপির বিলম্বে রাতে বাড়ি ফিরেছে মাদরাসা শিক্ষার্থীরা
০৯ মার্চ ২০২৩, ০৭:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম

বিকেল চারটায় মাদরাসার ভবন উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য। আর তাই শিক্ষার্থীদের দুপুরের পর থেকেই মাদরাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে স্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেন প্রতিষ্ঠান প্রধান। বিকেল গড়িয়ে সন্ধ্যা ৭টার দিকে সংসদ সদস্য আসেন অনুষ্ঠানস্থলে।কিন্তু দীর্ঘক্ষণ দুপুরের খাবার না খাইয়ে অনুষ্ঠানস্থলে বসিয়ে রাখা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ বোধ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আসার আগ মুহূর্তে অসুস্থবোধ করা বেশ কিছু শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন মাদরাসা অধ্যক্ষ। আর বাকি শিক্ষার্থীদের নিয়ে ভবন উদ্বোধনের অনুষ্ঠান চলে রাত আটটা পর্যন্ত। রাতে ছাত্ররা কোনরকমে বাড়ি ফিরলেও ভয় আর শঙ্কা নিয়ে রাত আটটার পর অনুষ্ঠানস্থল থেকে বাড়ি ফিরতে হয়েছে মাদরাসা ছাত্রীদের।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার লহ্মীপুর সিনিয়র মাদরাসার চারতলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে।স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ৭ মার্চ বিকেল চারটার দিকে মাদরাসার একটি ভবন উদ্বোধনের সময় নির্ধারণ থাকলেও তিনি রাজনৈতিক কর্মসূচির কারণে মাগরীবের পর সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন এবং অনুষ্ঠান চলে রাত প্রায় আটটা পর্যন্ত। এদিকে ভবন উদ্বোধনের দিন দুপুর থেকে দীর্ঘসময় অনুষ্ঠানে বসে থেকে অনেক শিক্ষার্থী অস্বস্তি ও অসুস্থ বোধ করার বিষয়টি নিয়ে গত দুইদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলতে থাকে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ বলেন, এমপি মহোদয় উপজেলা সদরে ৭ মার্চের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি বিকালে আসার কথা থাকলেও ব্যবস্ততার কারণে মাগরিবের পড়ে সন্ধ্যায় এসেছেন। অনুষ্ঠান বিলম্বে হবে জানতে পেরে ছোট শিক্ষার্থীদের (৬ষ্ঠ-৭ম) বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মাদরাসা থেকে খাবারের ব্যবস্থা করা হয়নি, বিরতির সময় অনেকেই বাড়ি থেকে খেয়ে এসেছে। রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে। ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরতে কোন সমস্যা হয়নি।
একাধিক অভিভাবক জানান, সকাল ৯টায় অনেকেই বাড়ি থেকে মাদরাসার ক্লাশে যায়। দুপুরে মাদরাসা ছুটির পর তাদের অনুষ্ঠানে থাকার জন্য বসিয়ে রাখা হয়। শুনেছি বিকেলে মধ্যে অনুষ্ঠান শেষ হবে। কিন্তু রাত আটটায় ছেলে-মেয়েরা বাড়ি ফিরেছে। মেয়েরা ভয়ভীীত নিয়ে রাতে বাড়ি ফিরেছে। তাদের বাড়ি ফিরতে মাদরাসা থেকে কোন গাইডেন্স ছিল না। এভাবে শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা রাত পর্যন্ত বসিয়ে রেখে অনুষ্ঠান করা অমানবিক। এব্যাপারে সবাইকে সময় সচেতন হওয়া উচিত বলে অভিবাবকরা মন্তব্য করেন।
এ বিষয়ে এমপি ডা. প্রাণ গোপালের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে, প্রাণ গেল কৃষকের

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মামলা দেয়ার কথা বলে টাকা চাইবার কারবার করবেন না : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

আফগানিস্তান, পাকিস্তান, ভুটানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প

ঈদগাঁওতে সন্ত্রাসীদের গুলিতে নিহত-১, আহত-৫

বিভিন্ন দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’

গাজায় ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক আলা হাশিমের মৃত্যু

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

বাবা খ্রিস্টান, মা হিন্দু তবু কেন মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া!

নিকলীতে ২২ হাজার শিশুকে দেওয়া হয়েছে ভিটামিন এ

আছিয়ার বাড়িতে জামায়াত আমির, আর্থিক সহায়তাসহ পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

মির্জাপুরে মহাসড়কে উল্টে যাওয়া ট্রাক সরাতে গিয়ে শ্রমিক নিহত হাইওয়ে ওসি সার্জেন্টসহ চার পুলিশ আহত

যানজট নিরসনের আইডিয়া দেয়ার জন্য বৃত্তি দিচ্ছে দুবাই

ট্রাম্পের আহ্বানের পর পুতিনের সিদ্ধান্ত, ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের ডাক

দোল পূর্ণিমা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান

কেরানীগঞ্জে মৌসুমি ব্রিকসে ভ্রাম্যমান আদালতের অভিযান

পেঁয়াজ চাষে ব্যাপক সাফল্য শ্রীপুরের মুন্সী জাহাঙ্গীরের