দোয়ারাবাজারে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
০৯ মার্চ ২০২৩, ০৭:২৪ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১০:০৫ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিখোঁজের ১ দিন পর মো নুর মিয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মারপশি খালের উত্তর পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত মো নুর মিয়া উপজেলার সুরমা ইউনিয়নের মারপশি গ্রামের মৃত ইছাক আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানাযায়, নিহত মো নুর মিয়া গত বুধবার (৮ মার্চ)সকাল ৮টার দিকে ভিক্ষা করার জন্য বাড়ী হইতে বাহির হয়ে বাড়ীতে ফেরত না যাওয়ার অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মারপশি খালের উত্তর পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান পরিবারের কোন অভিযোগ না থাকায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
আরও পড়ুন