কুমিল্লা নগরীতে পিস্তল গুলিসহ একজন গ্রেফতার

Daily Inqilab কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার

০৯ মার্চ ২০২৩, ০৯:০৮ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০১:৫৯ এএম

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকা থেকে পিস্তল ও গুলিসহ শামসুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডের মোগলটুলি এলাকার মোসলেম উদ্দিনের পুত্র শামসুদ্দিনের বসত ঘরে অভিযান চালিয়ে শয়ন বালিশের নিচে থাকা দেশীয় তৈরি একটি বিশেষায়িত দোনালা পিস্তল (ডাবল ব্যারল ও ডাবল ট্রিগার) এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন