বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ আহত-১
০৯ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১০:১২ এএম

ফরিদপুর বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজনের নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা দুর্ঘটনার ঘটনা ঘটে বলে জানাগেল।
এ সময় ঘটনাস্থলেই শামিম মোল্যা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যায়, এবং সুমাইয়া নামক ১৯ বছর বয়সী এক নারীও হাসপাতাল নেওয়ার পর মারা যায়।
এ ছাড়াও অপর আরোহী শফিকুল ইসলাম (২২) উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত-আহতরা তিনজনই বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারন-মধ্যেরগাতী এলাকার বাসিন্দা।
জানা যায়, বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্যার ছেলে রাজমিস্ত্রী শামিম মোল্যা, চাচাতো ভাই মফিজুল ইসলাম ও তাদের বেয়াইন সুমাইয়া ইসলাম মোটরসাইকেল যোগে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বেড়াতে যাচ্ছিলেন। তারা শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।
বিভাগ : বাংলাদেশ
আরও পড়ুন