ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম
লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। কিন্তু ব্যাটাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বাগে পেয়েও তাই শিরোপা ছুঁয়ে দেখা হলো না বাংলাদেশের।
কুয়ালামপুরের বেউয়েমাস ওভালে রোববার সকালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।
ভারতকে ১১৭ রানে আটকে দেয় বাংলাদেশের মেয়েরা। কিন্তু লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৪ রান থেকে ৭৬ রানে গুটিয়ে যায় দলটি।
আসরে এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে একটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ, ভারতের বিপক্ষে।
প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৩৫। কিন্তু পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি আসেনি, ওঠেনি ওভারে ৬ রানও। এ সময় আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।
শেষ ৪৮ বলে দরকার ছিল ৬৩ রান। হাতে ৬ উইকেট থাকায় লক্ষ্যটা তখনও অসম্ভবও ছিল না। কিন্তু এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে মেয়েরা। ১৮.৩ ওভারে ৭৬ রানে থেমে যায় ইনিংস।
ব্যাট হাতে দুই অঙ্কে যেতে পারেন কেবল কিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস (৩০ বলে ২২) ও ওপেনার ফাহমিদা ছোঁয়া (২৪ বলে ১৮)। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ২০ রানের জুটি গড়েন এই দুজন।
ভারতের পক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন শুক্লা। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেটও তার।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ভারতকে একশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর গোঙ্গারি তৃষা। ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে ত্রিশ ছুঁয়ে তিনি খেলেন ৫২ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই ভারতীয় ওপেনারের হাতে ওঠে ফাইনালের সেরার পুরস্কার।
পঞ্চম ওভারে দুই উইকেট নেন ফারজানা ইয়াসমিন। তৃতীয় উইকেটে ম্যাচের সর্বোচ্চ ৪১ রানের জুটি গড়েন তৃষা ও নিকি প্রাসাদ। এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম।
ফিফটি করা তৃষাকেও থামান ফারজানা। ৪৭ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে ২ ছক্কা মারেন ভারতীয় ওপেনার। শেষ দিকে মিথিলা ভিনোদ, আয়ুশি শুক্লাদের ব্যাটে ১১৭ রানে পৌঁছায় ভারত।
বাংলাদেশের পক্ষে ৩১ রানে ৪ উইকেট নেন ফারজানা। নিশিতা ২ উইকেট নেন ২৩ রানের বিনিময়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, কামালিনি ৫, সানিকা ০, প্রাসাদ ১২, ঈশ্বরি ৫, ভিনোদ ১৭, শুক্লা ১০, জোশিথা ২*, শাবনাম ৪*; নিশিতা ৪-০-২৩-২, ফারজানা ৪-০-৩১-৪, আনিসা ৪-০-১২-০, হাবিবা ৪-০-২০-১, ফাহমিদা ৪-০-৩০-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ৭৬ (ফাহমিদা ১৮, ঈভা ০, সুমাইয়া ৮, জুয়াইরিয়া ২২, সুমাইয়া ৪, সাদিয়া ৫, মাওয়া ৩, হাবিবা ১, ফারজানা ৫*, নিশিতা ১, আনিসা ০; শাবনাম ২-০-৮-০, জোশিথা ২-০-১১-১, সিসোদিয়া ৩-০-১২-২, শুক্লা ৩.৩-০-১৭-৩, ভিনোদ ১-০-৫-০, ইয়াদাভ ৪-০-১৩-২, তৃষা ৩-০-১০-০)
ফল: ভারত ৪১ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: গোঙ্গারি তৃষা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর