খাগড়াছড়ি ভেঙে পড়া সেতু নির্মান করছে সেনাবাহিনী
১০ মার্চ ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০০ এএম

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মাইনী নদীতে ভেঙে পড়া বেইলি সেতুটি পুনঃস্থাপন করতে তিন সপ্তাহ সময় লাগতে পারে। তবে এ সময় মাইনী নদী দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (২০ ইসিবি) তত্ত্বাবধানে সেখানে অস্থায়ী বেইলি সেতু ও দুই পাশে বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে। আগামীকাল শনিবার বিকেলের মধ্যে ওই অস্থায়ী সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ২০ ইসিবির কর্মকর্তারা।
এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক মাইনী নদীর বেইলি সেতু পার হওয়ার সময় এটি ভেঙে পড়ে। সেতুটির দৈর্ঘ্য ১১০ মিটার বলে জানা গেছে। দুর্ঘটনার পরদিন থেকে অস্থায়ী বেইলি সেতু ও দুই পাশে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে ২০ ইসিবি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম জানিয়েছেন, মাইনী সেতুটি ভেঙে যাওয়ার পর দীঘিনালার বাবুছড়া, কবাখালী, রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট ও সাজেকগামী পর্যটকবাহী ছোট ছোট যানবাহনগুলো এক কিলোমিটারের দূরের থানা বাজার নতুন সেতু দিয়ে পারাপার হচ্ছে। তবে সেতুটি ছোট হওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ভারী যানবাহনগুলো দুই কিলোমিটার দূরে হাচিনসপুর এলাকার নতুন নির্মাণ করা সেতুর দুই পাশে সাময়িক সড়ক তৈরি করে পারাপার করা হচ্ছে।
সকালে মাইনী সেতু এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা ভেঙে যাওয়া বেইলি সেতুর নাট-বল্টু খোলায় ব্যস্ত। সেতুর পাশেই চলছে অস্থায়ী আরেকটি বেইলি সেতু তৈরির কাজ। সেতুর দুই পাশে বিকল্প সড়ক তৈরির জন্য বুলডোজার, এক্সকাভেটর দিয়ে নদীর চরে সড়ক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বড় বড় ট্রাকে সেতু তৈরির জন্য আনা হয়েছে পাটাতন ও বিভিন্ন সরঞ্জাম।
২০ ইসিবির উপ-অধিনায়ক মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম জানান, ‘ভেঙে পড়া বেইলি সেতুটি পুনরায় স্থাপন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সেতুটি পুনরায় স্থাপনের জন্য নদীর মাঝখানে আরসিসি পাকা পিলার তৈরি করতে হবে। তাই এটি তৈরিতে কিছুটা সময় লাগবে। তবে মাইনী নদী দিয়ে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী বেইলি সেতু ও বিকল্প সড়ক নির্মাণ করা হচ্ছে। আশা করছি কাল শনিবারের মধ্যে অস্থায়ী বেইলি সেতু ও বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। ’
উল্লেখ্য, মাইনী নদীর বেইলি সেতুটি দিয়ে দীঘিনালার বাবুছড়া, বড়াদম, রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট, সাজেক পর্যটন এলাকার যানবাহনসহ ঢাকা, চট্টগ্রামের বাস চলাচল করে। ৭ মার্চ সকাল সাড়ে ১০টায় পাথরবোঝাই ১০ চাকার একটি বড় ট্রাক সেতু পার হওয়ায় সময় সেতুর একটি অংশ ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এর আগে ২০১৭ সালের ২৭ অক্টোবর বিকেলে সেতুটি দিয়ে কাঠবোঝাই ট্রাক পার হতে গিয়ে সেতুটি ভেঙে গিয়েছিল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ঢাকায় মার্কিন সিনেটর চার্লস পিটার্স

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করে বিচার বিভাগের ওপর

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ আজ?

ড. ইউনূস এর মতো সরকার প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার :জামায়াত নেতা ড. ইকবাল

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না

কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা

প্রেষনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল সহ ৪ দফা দাবীতে সিলেটে বেবিচক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

নিষিদ্ধ সময়ে মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে কমলনগরের দুই নেতা!

ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, পুড়িয়ে দেয়া হয়েছে চারটি মোটরসাইকেল

বিএনপিকে আবার মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে: তারেক রহমান

পাঠদান পদ্ধতির আধুনিকায়ন জরুরি

পিলখানা ম্যাসাকার তদন্ত কমিশন : রিপোর্টের জন্য জনগণের রুদ্ধশ্বাস অপেক্ষা

অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হবে

শান্তিরক্ষীই যুদ্ধ

পূর্ণ শক্তি