খাগড়াছড়ি ভেঙে পড়া সেতু নির্মান করছে সেনাবাহিনী
১০ মার্চ ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০০ এএম
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মাইনী নদীতে ভেঙে পড়া বেইলি সেতুটি পুনঃস্থাপন করতে তিন সপ্তাহ সময় লাগতে পারে। তবে এ সময় মাইনী নদী দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (২০ ইসিবি) তত্ত্বাবধানে সেখানে অস্থায়ী বেইলি সেতু ও দুই পাশে বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে। আগামীকাল শনিবার বিকেলের মধ্যে ওই অস্থায়ী সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ২০ ইসিবির কর্মকর্তারা।
এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক মাইনী নদীর বেইলি সেতু পার হওয়ার সময় এটি ভেঙে পড়ে। সেতুটির দৈর্ঘ্য ১১০ মিটার বলে জানা গেছে। দুর্ঘটনার পরদিন থেকে অস্থায়ী বেইলি সেতু ও দুই পাশে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে ২০ ইসিবি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম জানিয়েছেন, মাইনী সেতুটি ভেঙে যাওয়ার পর দীঘিনালার বাবুছড়া, কবাখালী, রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট ও সাজেকগামী পর্যটকবাহী ছোট ছোট যানবাহনগুলো এক কিলোমিটারের দূরের থানা বাজার নতুন সেতু দিয়ে পারাপার হচ্ছে। তবে সেতুটি ছোট হওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ভারী যানবাহনগুলো দুই কিলোমিটার দূরে হাচিনসপুর এলাকার নতুন নির্মাণ করা সেতুর দুই পাশে সাময়িক সড়ক তৈরি করে পারাপার করা হচ্ছে।
সকালে মাইনী সেতু এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা ভেঙে যাওয়া বেইলি সেতুর নাট-বল্টু খোলায় ব্যস্ত। সেতুর পাশেই চলছে অস্থায়ী আরেকটি বেইলি সেতু তৈরির কাজ। সেতুর দুই পাশে বিকল্প সড়ক তৈরির জন্য বুলডোজার, এক্সকাভেটর দিয়ে নদীর চরে সড়ক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বড় বড় ট্রাকে সেতু তৈরির জন্য আনা হয়েছে পাটাতন ও বিভিন্ন সরঞ্জাম।
২০ ইসিবির উপ-অধিনায়ক মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম জানান, ‘ভেঙে পড়া বেইলি সেতুটি পুনরায় স্থাপন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সেতুটি পুনরায় স্থাপনের জন্য নদীর মাঝখানে আরসিসি পাকা পিলার তৈরি করতে হবে। তাই এটি তৈরিতে কিছুটা সময় লাগবে। তবে মাইনী নদী দিয়ে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী বেইলি সেতু ও বিকল্প সড়ক নির্মাণ করা হচ্ছে। আশা করছি কাল শনিবারের মধ্যে অস্থায়ী বেইলি সেতু ও বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। ’
উল্লেখ্য, মাইনী নদীর বেইলি সেতুটি দিয়ে দীঘিনালার বাবুছড়া, বড়াদম, রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট, সাজেক পর্যটন এলাকার যানবাহনসহ ঢাকা, চট্টগ্রামের বাস চলাচল করে। ৭ মার্চ সকাল সাড়ে ১০টায় পাথরবোঝাই ১০ চাকার একটি বড় ট্রাক সেতু পার হওয়ায় সময় সেতুর একটি অংশ ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এর আগে ২০১৭ সালের ২৭ অক্টোবর বিকেলে সেতুটি দিয়ে কাঠবোঝাই ট্রাক পার হতে গিয়ে সেতুটি ভেঙে গিয়েছিল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত