রাজবাড়ীতে ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপির মানববন্ধন

Daily Inqilab রাজবাড়ী জেলা সংবাদদাতা

১১ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০৫ পিএম

শনিবার দুপুর পৌনে ১২টায় রাজবাড়ী আজাদী ময়দানের বিএনপি অফিসের প্রবেশপথে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ জহুরুল হক শাহাজাদা মিয়া।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু প্রমুখ। এসময় রাজবাড়ী জেলার ৫টি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, জাতীয় পার্টি গণতন্ত্রকে ধ্বংস করেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুর্ণরুদ্ধার করলেও আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। আগামীতে এ গণতন্ত্রকে উদ্ধার করবেন তারেক রহমান। এ জন্যই শেখ হাসিনা বলেছেন কাঁদো বাঙালি কাঁদো, তার এ কথার কান্না বাঙালির থামছে না। আজ বাজারে গেলে মানুষের চোঁখে কান্না ছাড়া কিছু নেই। দ্রব্যমুল্যের উর্ধগতিতে নার্ভিশ^াসের সৃষ্টি হয়েছে। বাংলার মাটিতে তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না, আমরা হতে দিবো না। এর ফয়সালা রাজপথেই হবে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন