ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

জাবির ইতিহাস বিভাগের নতুন শিক্ষক নিয়োগে বিতর্ক ও অসন্তোষ

Daily Inqilab জাবি সংবাদদাতা

১৪ মার্চ ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনজন নতুন শিক্ষক নিয়োগ নিয়ে চরম বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে।

গত রবিবার (১২ মার্চ) ইতিহাস বিভাগের নতুন তিনজন শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ড সম্পন্ন হয়েছে। বিগত ২৩/১২/২০১৮ ও ১৮/০২/২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এ নিয়োগ বোর্ড সম্পন্ন হয়।

বিভাগ সূত্রে জানা যায়, প্রার্থীদের মধ্যে ৩ জনকে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করেছে নিয়োগ বোর্ড। পরবর্তী সিন্ডিকেট সভায় এই সুপারিশ অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন ইতিহাস বিভাগের ৩৫ ব্যাচের ছাত্র শামসুদ্দোহা মনি, ৪০ ব্যাচের ছাত্র সারাফত আদনান বিপ্লব ও ৪২ ব্যাচের শারমিন সুলতানা।

অধিক যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বিভাগীয় সভাপতি ও প্রভাবশালী শিক্ষকদের পূর্ব নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দেয়ায় অসন্তোষ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভাগের একাধিক শিক্ষক।

সংশ্লিষ্ট সূত্র জানান, সুপারিশপ্রাপ্ত সরাফত আদনান বিপ্লব প্রথম বর্ষে ফলাফল খারাপ করায় পরবর্তী ব্যাচের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়েছেন। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৩.৬৭ পেয়েছেন। শারমিন সুলতানা এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪৪, এইচএসসি পরীক্ষায় ৪.৫০, স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.৫৯ ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩.৬৭ পেয়েছেন। অপর প্রার্থী শামসুদ্দোহা মনি এসএসসি পরীক্ষায় ৪.৮৩, এইচএসসি পরীক্ষায় ৪.৩৩ স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ৩.৫০ পেয়েছিলেন।

বিভাগের শিক্ষকরা জানান, প্রার্থীদের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল ধারী ছাত্রী ৪৩ ব্যাচের মারিয়া আক্তারকে বাদ দেয়া হয়েছে। মারিয়া আক্তার এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫, স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.৭৬ ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩.৭৭ পেয়েছিলেন। এছাড়াও সুপারিশপ্রাপ্ত তিনজনের চেয়েও আরো অনেক যোগ্য প্রার্থীরা আবেদন করেছিলেন। কিন্তু যোগ্যতাকে মূল্যায়ন না করে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা আরো জানান, প্রায় ৩ বছর ও ৫ বছর আগে এ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছিল। সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নিয়োগ সম্পন্ন না হয়ে দীর্ঘ সময় পার হলে এবং বিভাগের নতুন ব্যাচ পাশ করে বের হলে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। অথচ ইতিহাস বিভাগে সভাপতি ও কতিপয় শিক্ষক নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে পুরোনো বিজ্ঞপ্তি অনুসারেই নিয়োগ সম্পন্ন করতে যাচ্ছে। এতে ৪৪ ও ৪৫ ব্যাচ থেকে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পায়নি।

শিক্ষকরা জানান, নিয়োগকৃত প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াতপন্হী শিক্ষার্থী রয়েছেন। তাদের পরিবারও বিএনপি জামায়াতপন্হী রাজনীতির সাথে জড়িত। এমন প্রার্থী নিয়োগের মাধ্যমে বিভাগকে মূলত স্বাধীনতাবিরোধী শক্তির ঘাঁটিতে পরিণত করা হচ্ছে।
জানা যায়, নিয়োগ কার্ড ইস্যু না করে, সাক্ষাৎকারের সময় শুধু মেসেজ দিয়ে জানানো হয়েছে। যা নিয়োগ বিধিমালার লঙ্ঘন। এর ফলে অনেকেই আসতেই পারেন নি। এমনকি অর্ধেকেরও বেশি আবেদনকারী উপস্থিত হতে পারেনি। এছাড়াও পাঁচ বছরের আগের বিজ্ঞাপনে আবেদনকারী অনেকে বিদেশেও আছে, এতে আবেদনকারীরা অসন্তোষ প্রকাশ করেছে।
এসব বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক খোঃ লুৎফুল এলাহী বলেন, শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যাদের সুপারিশ করা হয়েছে শোনা যাচ্ছে, তাদের চেয়ে ভালো ফলাফলধারী অনেকজন আবেদন করেছে। অযোগ্যদের নিয়োগ দেওয়াটা হতে পারে আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা আদর্শিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কিন্তু কিসের ভিত্তিতে তাদের সুপারিশ করা হয়েছে সেটা খতিয়ে দেখার দাবিদার।
তিনি আরো বলেন, আবেদনকারীদের মধ্যে বিভাগের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীকেও বাদ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। একাধিক রিসার্চ পেপার থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।
অধ্যাপক এলাহী বলেন, শুনতে পাচ্ছি শারমিন সুলতানাকে সুপারিশ করা হয়েছে। কিন্তু উনি যে বিজ্ঞাপনের ভিত্তিতে আবেদন করেছেন। সেটার আবেদনের শেষ সময় ছিলো ২৩-১২-২০১৮ তারিখ। কিন্ত তাদের স্নাতকোত্তর এর ফলাফল প্রকাশিত হয় ০৭-০১-২০১৯ তারিখে। তারপরও কিভাবে সে আবেদন করতে পারলো এবং আবেদনপত্র নিয়োগবোর্ডে গেলো, এটা ভাবার বিষয়। ফলাফল পাওয়ার আগে আবেদন করারও কোনো সুযোগ নেই। তাকে যদি সুপারিশ ও সর্বশেষে নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা হবে বিভাগের ও জাতির জন্য অকল্যাণকর।
অভিযোগের বিষয়ে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে ইতিহাস বিভাগের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
এ বিষয়ে জানতে জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অসহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সঙ্কেত

অসহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সঙ্কেত

রাউজানে ইসতেস্কার নামাজ আদায়

রাউজানে ইসতেস্কার নামাজ আদায়

খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফরিদপুর বিশাল বিক্ষোভ সমাবেশ

খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফরিদপুর বিশাল বিক্ষোভ সমাবেশ

'বিগত ১৫ বছরে সাংবাদিকদের ওপরে হামলা-মামলা ভয়াবহ রূপ ধারণ করেছে'

'বিগত ১৫ বছরে সাংবাদিকদের ওপরে হামলা-মামলা ভয়াবহ রূপ ধারণ করেছে'

বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা, আটক ৪

বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা, আটক ৪

চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা

চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন স্থানে ইসতেস্কার নামাজ আদায়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন স্থানে ইসতেস্কার নামাজ আদায়

পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা : সিলেট বিভাগে বিএনপির ৯ নেতা আজীবনের জন্য বহিস্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা : সিলেট বিভাগে বিএনপির ৯ নেতা আজীবনের জন্য বহিস্কার

রাজবাড়ীতে রেল মন্ত্রীর চাচাতো ভাই চেয়ারম্যান প্রার্থী

রাজবাড়ীতে রেল মন্ত্রীর চাচাতো ভাই চেয়ারম্যান প্রার্থী

অর্থ আত্মসাতের মামলা : ফের গ্রেফতারি পরোয়ানা রাশেদ বিন আমানের বিরুদ্ধে

অর্থ আত্মসাতের মামলা : ফের গ্রেফতারি পরোয়ানা রাশেদ বিন আমানের বিরুদ্ধে

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে : শেখ হাসিনা

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে : শেখ হাসিনা

হিলিতে গরু বোঝায় ভটভটি ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই যুবকের

হিলিতে গরু বোঝায় ভটভটি ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই যুবকের

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪২ দশমিক ৪

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪২ দশমিক ৪

পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর বিনির্মাণে কুসিক মেয়রের আহ্বান

পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর বিনির্মাণে কুসিক মেয়রের আহ্বান

দৌলতখানে ইস্তিস্কার নামাজ আদায়, বৃষ্টির জন্য প্রার্থনা

দৌলতখানে ইস্তিস্কার নামাজ আদায়, বৃষ্টির জন্য প্রার্থনা

শুটারগান ও কার্তুজসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

শুটারগান ও কার্তুজসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

শেরপুরে হাতির আক্রমণে নিহত হয় এক কৃষক

শেরপুরে হাতির আক্রমণে নিহত হয় এক কৃষক