তারাকান্দায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
১৬ মার্চ ২০২৩, ১২:২৯ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৬:২৪ পিএম

ময়মনসিংহের তারাকান্দা বাজারে লাগা আগুনে তিনটি মুদি দোকান পুড়ে গেছে।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে মুদি দোকানগুলোতে লাগা আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।দোকানগুলোতে থানা সকল পণ্য সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
১৬ মার্চ (বৃহস্পতিবার)ভোর ৬ টায় প্রথমে আগুনলাগার বিষয়টি নজরে আসে স্থানীয় ব্যবসায়ীদের।বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকান্ড সংগঠিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস(ফুলপুর)এর সদস্যগন।এরপর ফায়ার সার্ভিসের সদস্যগন,পুলিশ সদস্যরা ও স্থানীয় ব্যবসায়ীদের ঘন্টাব্যাপী চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তারাকান্দা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আঃ মালেক ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে,তারাকান্দা বাজারের বাসস্টেশন সংলগ্ন কাচারী রোডের আবু বক্কর সিদ্দিক, মোঃহারুন মিয়া মেম্বার ও মজিবুর রহমানের তিনটি দোকান এই অগ্নিকান্ডে পুড়ে গেছে।তবে কোন দোকানটি বা কোথা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শহীদুল্লাহ(৪০)জানান,সকাল ৬ টার দিকে অগ্নিকান্ডের বিষয়টি টের পাওয়া যায়।তিনটি দোকানই সম্পূর্ণ পুড়ে গেছে।এই আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।ফায়ার সার্ভিসসহ সকলের ঘন্টাব্যাপী চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন