পাত্রের বয়স ৭০, পাত্রীর ৩৫: ফেসবুকে ভাইরাল
২৫ মার্চ ২০২৩, ১১:৫৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৯ পিএম
৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাওলাদার শওকত আলী। কনে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের বাসিন্দা শাহিদা বেগম নাজু (৩৫)। দু'জনের বয়সের পার্থক্য দ্বিগুণ হলেও পরিবারের সিদ্ধান্তে গাঁটছড়া বেধেছেন তারা।
গত ১৮ মার্চ শাহিদা বেগমকে বিয়ে করেন শওকত আলী। দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী রামপাল সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। বাবা মারা যাওয়ার পরে পরিবারে হাল ধরতে এবং ভাই-বোনদের বড় করতে গিয়ে তার সংসার করা হয়ে ওঠেনি। তবে চাকরি থেকে অবসরের পর তিনি একাকিত্ব বোধ করেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শওকতের ছোট ভাই আব্দুল হালিম খোকন বলেন, আমরা সব ভাই-বোন তার কাছে মানুষ হয়েছি। সারা জীবন তিনি আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছে। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। এ কারণে আমাদের ভাই অবসরে যাওয়ার পর অনেকটা একাকী হয়ে পড়েন। আমরা অনেক জোড়াজোড়ি করলে শেষ পর্যন্ত তিনি বিয়ে করতে রাজি হন।
মোংলার মিঠাখালি ইউনিয়নের বাসিন্দা শাহিদা বেগম নাজু (৩৫) এক কন্যা সন্তানের জননী। বেশ কিছুদিন আগে তার স্বামী মারা যান। পরে পরিবারিক সিদ্ধান্তে তিনি শওকত আলীকে বিয়ে করতে রাজি হন বলে জানিয়েছেন তার স্বজনরা।
এ ঘটনার পর থেকেই সোস্যাল মিডিয়ায় নেটিজনদের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করতে দেখা যায়। তবে বেশিরভাগই তাদের দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন। আবার অনেকে বিরূপ মন্তব্য করেন।
আহসান হাবীব নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ, জীবনটা বরকাত ও নেয়ামাতে ভরিয়ে দিন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম (আ.) এর পরিবারের মতো নেক সন্তান দিয়ে তাদের জীবনটাতে পূর্ণতা দিন মাবুদ।
মো. আজাদ নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ, সুন্দর লাগছে। মানুষ একা বাস করতে পারে না। তাই সর্বাবস্থায় দরকার সহযোগি-সহসাথি। দোয়া করি দাম্পত্য জীবনের অনাবিল সুখ-দুঃখের দোলাচালে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে।
সাইদ তরিকুল নামে একজন লিখেছেন, আল্লাহ তাদের শুখে শান্তিতে রাখুক আমিন। পিয়াল আহমেদ নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবন সুখের হোক।
আহসান উল্লাহ নামে একজন লিখেছেন, চাচা অনেক ভালো কাজ করছেন নিজের একাকিত্ব দূর করার জন্য বিয়ে করে। দুজনের জন্য শুভ কামনা রইল।
রাফিজা নামে একজন লিখেছেন, আমি সকল একা মানুষের সঙ্গি খুজে নেওয়ার অধিকারের পক্ষে। কিন্তু বয়সের পার্থক্য বেশি হলে এক জেনারেশনের মানুষ আরেক জেনারেশনের মানুষের মনের খবর নাও বুঝতে পারে। সেই কারনেই কাছাকাছি বয়সে বিয়ে করাটা বুদ্ধিমানের কাজ মনে করি।
সামছুজ্জোহা নামে একজন লিখেছেন, এই ভদ্র লোক নেহাত পাগল না হলে ৭০ বছর বয়সে এসে ৩৫ বছরের মাঝ বয়সী নারীকে বিবাহ করেন? যদি ভদ্র মহিলা ৫০-৬০ এর মাঝে হত তবে বলতাম ঠিক আছে। আসলে আবেগ আর বাস্তবতা এক নয় একটু বাস্তবতা দিয়ে বিচার করেন। এই ভদ্র পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, যাক ভালো থাকুক তারা, জানিনা কতদিন থাকতে পারবেন, কেননা সময় সঠিকভাবে বিচার করে।
শরিফ নামে একজন লিখেছেন, টাকা এমন এক জিনিস বাঘের চোখও পাওয়া যায়। শিহাব নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন। শাহাবুদ্দিন নামে একজন লিখেছেন, দোয়া রইল তাদের দাম্পত্য জীবন ভালো কাটুক।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সন্তান প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিন
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
খানবাহাদুর আহ্ছানউল্লা : শিক্ষায় তার অবদান
ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে?
ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
না ফেরার দেশে সুজুকি কোম্পানির সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি
প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে
মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান
টুইটার থেকে এক্স, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ
সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা অক্ষত আছেন ডব্লিউএইচও প্রধান
জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন
ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
হুথি-ইসরাইল সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
প্রশ্ন : কেউ ৫০০০ টাকায় একটি আবাদী জমি ভাড়া নিল। বছরে ৫০০ টাকা ভাড়া বাবদ কাটা হবে। তিন বছর পর ১৫০০ টাকা ভাড়া কেটে বাকি ৩৫০০ টাকা ফেরত দিল। এ নিয়ম বৈধ কিনা?