হুথি-ইসরাইল সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জানিয়ে সানা বিমানবন্দরে হামলাকে ‘বিশেষভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, মহাসচিব ইয়েমেন ও ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরাইলি বিমান হামলা বিশেষভাবে উদ্বেগজনক। বৃহস্পতিবার ইয়েমেনের সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হুথিরা ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপ করার একদিন পর এ হামলা চালানো হলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানান, হামলার সময় তিনি বিমানবন্দরে ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, তাদের এক বিমান সদস্য এই হামলায় আহত হয়েছেন। বিমানবন্দরে হামলার ঘটনায় নিহতের সংখ্যা তিনজন এবং ‘আরও কয়েক ডজন আহত’ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস ইয়েমেনে মানবিক ত্রাণ কার্যক্রমের জন্য পরিবহন ব্যবস্থায় বোমা ফেলার হুমকিতে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। ওই স্থানের মোট জনসংখ্যার ৮০ শতাংশ ত্রাণের ওপর নির্ভরশীল।
মুখপাত্র বলেন, ‘মহাসচিব এ অঞ্চলে আরও সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের বন্দর ও সানা বিমানবন্দরে বিমান হামলা মানবিক কার্যক্রমের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এই অঞ্চলে লাখ লাখ মানুষের জীবন রক্ষায় আশু সহায়তা প্রয়োজন।
জাতিসংঘ মহাসচিব সংঘাতে জড়ানো হুথি বিদ্রোহীদের নিন্দা জানিয়ে বলেন, ‘হুথি বিদ্রোহীরা যা করছে তা এ অঞ্চলে বেসামরিক নাগরিক, আঞ্চলিক স্থিতিশীলতা ও সামুদ্রিক চলাচলের স্বাধীনতার জন্য হুমকি।’ ইসরাইলের বিরুদ্ধে ইরানের ‘প্রতিরোধ অক্ষ’ (মেহভার-ই মোকাভেমাত) জোটের মধ্যে হুথিরাও রয়েছে। সূত্র : এএফপি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী