নয় জোড়া ঈদ স্পোশাল ট্রেন, একটিও পাচ্ছেনা রাজশাহী
২৮ মার্চ ২০২৩, ০৭:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের চাপের কথা বিবেচনায় নিয়ে প্রতিবারের ন্যায় এবারো বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ। এবারের ঈদে নয় জোড়া বিশেষ ট্রেন চলবে। তবে এসব ট্রেনের একটিও পাচ্ছে না রাজশাহী। রেলওয়ে পশ্চিমাঞ্চলের আওতাধীন অন্য দুই বিভাগীয় শহর রংপুর ও খুলনা পায়নি বিশেষ ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মধ্যে শুধু রেলমন্ত্রীর নির্বাচনী এলাকা পঞ্চগড় ও ঢাকা-চিলাহাটি রুটে দুটি বিশেষ ট্রেন চলবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর বিশিষ্টজনেরা। তাঁরা বলছেন, রাজশাহী হলো শিক্ষানগরী। এই শহরের অসংখ্য শিক্ষার্থীকে ঈদের সময় বাড়ি যেতে হয়। এ জন্য অন্তত বিশেষ ট্রেন দেওয়ার দরকার ছিল। কিন্তু ট্রেন দেওয়া হয়েছে শুধু মন্ত্রীর এলাকায়। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিক্ষানগরী হিসেবে এই ট্রেনের ব্যবস্থা যদি না নেয় তাহলে বৈষম্য করছে। রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন অফিস-আদালতের যাঁরা এখানে চাকরি করেন তাঁদের জন্য অবশ্যই এই বিশেষ ট্রেন দেওয়া উচিত। যদি এই ট্রেন না দেওয়া হয় তাহলে রাজশাহীর মানুষের সঙ্গে বৈষম্য করা হবে।
জামাত খান বলেন, ‘এখানকার জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব। তাঁরা সেইভাবে সংশ্লিষ্টদের চাপ দিতে পারেন না। আরও বেশিসংখ্যক রেল চালু হওয়া দরকার। রেলমন্ত্রীকে একটা বিশেষ ধন্যবাদ দিতে হয় যে উনি ওনার অবহেলিত এলাকার ট্রেন যোগাযোগটা উন্নত করছেন। এটা ভালো, হোক। কিন্তু রাজশাহী একটা বিভাগীয় শহর, এখানে তো অবহেলিত হতে পারে না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘রাজশাহীতো এখন অবহেলিত ও বঞ্চিত নগরী। সমগ্র উত্তরাঞ্চলই বঞ্চনার শিকার। গত ২০ বছরে আমরা যদি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসাব ধরি, মেগা প্রকল্পের হিসাব ধরি, একনেকে গত ২০ বছরে যত প্রকল্প পাস হয়েছে তা যদি জেলাভিত্তিক বণ্টন করা হয়, দেখা যাবে সবচেয়ে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের এই সব জেলা। এটা একটা বঞ্চনার শিকার, অন্যতম কারণ হচ্ছে উত্তরাঞ্চলের জনপ্রতিনিধিদের মধ্যে একতা নেই। একতাবদ্ধ হয়ে তাঁরা এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করেন না। কাজেই রেলের যে ঘটনা তা এর থেকে বিচ্ছিন্ন কিছু নয়।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘রাজশাহীতে ঈদ স্পেশাল ট্রেন না থাকার বিষয়টি এখনো নিশ্চিত না আমি। যদি এই রুটে ট্রেন না দিয়ে থাকে তবে তা অবশ্যই দুঃখজনক। কেননা রাজশাহী অঞ্চলের প্রচুর লোকজন চাকরির সুবাদে ঢাকায় থাকেন। এই সুযোগটা যদি তাঁরা না পান তাহলে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্তৃপক্ষ ব্যর্থ। তারা রাজশাহীতে বসে রাজশাহীবাসীর জন্য ট্রেন না দিয়ে থাকলে চরম অন্যায় ও প্রতারণা করছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘এবার ঈদে রেলের পশ্চিমাঞ্চলের জন্য দুটি বিশেষ ট্রেনের বরাদ্দ হয়েছে। একটি পঞ্চগড় ও অন্যটি চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে। রাজশাহী ও খুলনা বিভাগে কোনো বিশেষ ট্রেন থাকছে না।
জিএম বলেন, ‘কোনো এলাকায় ট্রেন দেওয়ার আগে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। যে এলাকায় বেশি প্রয়োজন সেই এলাকাতেই ট্রেন দেওয়া হয়েছে। #
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শীতে কাহিল উত্তরাঞ্চল
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
ক্রিসমাসকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত স্পেন
সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১২ মাসে ১২ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
বেনাপোলে আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
গফরগাঁওয়ে বালুভর্তি লড়ি চাপায় যুবকের মৃত্যু
‘ধর্ম যার যার উৎসব সবার’ উক্তি সম্পূর্ণ ইসলামবিরোধী'
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে সমালোচনা ট্রাম্পের
সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে
জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন
অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন
লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
৭২ সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন শেখ মুজিব মাওলানা মামুনুল হক
নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: জয়শঙ্কর
ঠাকুরগাঁও সুগার মিলে মাড়াই কার্যক্রম উদ্বোধন
তাহেরির মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ
শিক্ষার্থীরা যেমন ছাত্ররাজনীতি চায়