কুমিল্লায় তারেক রহমানের বক্তব্য প্রচার করার ঘটনায় ২২ নেতাকর্মী আটক
০৫ এপ্রিল ২০২৩, ০৮:২৫ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৩ পিএম
কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠান থেকে দলের ২২ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বক্তব্য প্রচারের সময় বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রেখে ভিডিও সংযোগ বিচ্ছিন্ন করেন তারেক রহমান। পরে অনুষ্ঠান স্থল হতে দলের ২২ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে মঙ্গলবার রাতে জানতে চাইলে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, তারা (টাউন হলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা) পুলিশকে নিয়ে কটূক্তি করেছে। পুলিশের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছে। পরে সেখান থেকে ২২ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, এদিন বিকেলে যুবদলের কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। প্রতিনিধি সভা চলাকালে বিকাল সাড়ে ৫টার দিকে লন্ডন থেকে স্কাইপে সংযুক্ত হয়ে নেতৃবৃন্দের বক্তব্য শুনতে শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। এরপর ঘোষণা করা হয় বক্তব্য রাখবেন তারেক রহমান। ঘোষণার সাথে সাথেই টাউন হলে সঙ্গীয় ফোর্সসহ প্রবেশ করেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাগচি। এসময় তিনি অনুষ্ঠানস্থলে গিয়ে স্কাইপ সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। তখন উপস্থিত নেতাকর্মীরা হুলস্থল শুরু করেন। প্রায় ৫ মিনিট বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গেলে বক্তব্য শুরু করেন তারেক রহমান। কিন্তু কিছুক্ষণ পরই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেনসহ পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করেন। ফের শুরু হয় হুলস্থুল। এভাবে কিছুক্ষণ চলার পর তারেক রহমান তার বক্তব্য শেষ করে স্কাইপ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর সেখান থেকে চলে আসেন পুলিশ কর্মকর্তাগণ।
পরে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, পুলিশ দিয়ে বাধা দিয়ে আন্দোলন থামিয়ে রাখা যাবে না। আমরা এখানে ছোট্ট পরিশরে ইফতার আয়োজন করেছি, এতেও বাধা দিচ্ছেন। আগামী রমজানে তারেক রহমান দেশবাসীকে সাথে নিয়ে ইফতার করবেন বলেও জানান তিনি।
এর আগে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ আলম, লালমাই উপজেলা যুবদল নেতা কবির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরীফ সওদাগর, কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা অনি,কাফি,অর্ণব, শরিফ, রবি, প্রীতম, মেহেদী, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ওমর ফারুক সবুজসহ ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘বদলি’ নামা রোনালদোর গোলে জিতল পর্তুগাল
সুইজারল্যান্ডকে উড়িয়ে নেশন্স কাপে জয়ের ধারায় স্পেন
নাটকীয় প্রত্যাবর্তনে দারুণ জয়ের পথে শ্রীলঙ্কা
রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বাড়িতে হামলা লুটপাট
হরিরামপুরে ৫ হাজার শতক ফসলি জমি পদ্মায় বিলীন
সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ করাতকল পাচার হচ্ছে বনের কাঠ
রাউজানে ঈদে মিলাদুন্নবী মাহফিল
পবিপ্রবিতে নিপীড়নবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন
ধামরাইয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে খামারিদের মানববন্ধন
দৌলতপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার
ঘাটাইল ও ফরিদগঞ্জ থেকে ৩ লাশ উদ্ধার
দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
বন্দরে আ.লীগ-জাপার ১৯৬ জনের বিরুদ্ধে মামলা
কলাপাড়ায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
কুমিল্লায় ১৪৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি
ছাত্র-জনতার আন্দোলন ও আবাবিল কাহিনী
ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ হতে পারবে?
সৈয়দপুরে আবারও আওয়ামী লীগের ৩০০ নেতা কর্মীর নামে মামলা