দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৩-৪ ডিগ্রী ওপরে
০৮ এপ্রিল ২০২৩, ০৪:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১০ পিএম

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় চৈত্রের অসল রূপে দক্ষিণাঞ্চলের রোজাদারদের কষ্ট সব বর্ণনার বাইরে। শণিবার বরিশালে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছে উঠে যায়। ভোলা ও খেপুপাড়াতেও তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রী ছুতে চলেছে। যা স্বাভাবিকের প্রায় ৩-৪ ডিগ্রী সেলসিয়াস বেশী। বিদায়ী শীত মৌসুমে তাপমাত্রার পারদ স্বাভবিকের ৩ ডিগ্রী নিচে নামার পরে গ্রীষ্মের আগেই লাগামহীনভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট আর দূর্ভোগ ক্রমশ বাড়ছে। এমনকি গত তিনদিন ধরে জরুরী প্রয়োজন ছাড়া দুপুর থেকে বেশীর ভাগ মানুষই ঘরের বাইরে বের হচ্ছেন না।
চলতি মাসের শুরুতে মাত্র ৪৮ ঘন্টার ব্যাবধানে বরিশালে তাপমাত্রার পারদ ৮ডিগ্রী সেলসিয়াস ওপরে উঠে গত সোমবার দুপুরে ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াসে বৃদ্ধি পেয়ে চৈত্রের আসল রূপে ফেরার পরে মঙ্গলবারও তা অব্যাহত ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে তা ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। শুক্রবারেও তা ৩৫.৪ ডিগ্রী সেলসিয়াসে স্থির থাকলেও শণিবারে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। শণিবার দুপুর ৩টায় বরিশালে তাপমাত্রার পারদ মৌসুমের সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। অথচ আবহাওয়া বিভাগের মতে, এ সময়ে বরিশালে সর্বোচ্চ স্বাভবাবিক তাপমাত্রা থাকার কথা ৩৩.৩ ডিগ্রী সেলসিয়াস।
আবহওয়ার পূর্বাভাসে ভোলা ও খেপুপাড়া সহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার কথা জানিয়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানান হয়েছে। তবে রোববার সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের কথাও বলেছে আবহাওয়া বিভাগ।
এবার মধ্য মার্চে চৈত্রের শুরু থেকে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ছিল। সাথে দক্ষিণের মৃদু হাওয়ায় আবহাওয়া ছিল অত্যন্ত সহনীয়। এমনকি এবার রোজার শুরু থেকে অত্যন্ত মনরম পরিবেশেই দক্ষিণাঞ্চলের রোজাদারগন সিয়াম পালন করছিলেন।
কিন্তু গত শণিবার দুপুরে বরিশালে ২৬.৪ ডিগ্রী সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা রোববার দুপুরে ৩২.৩ ডিগ্রীতে উঠে যায়। সোমবার দুপুর থেকেই আবহাওয়া চৈত্রের আদলে ফিরতে শুরু করে তাপমাত্রার পারদ ৩৪.৩ ডিগ্রীতে স্থির হয়। মঙ্গলবার দুপুরেও বরিশাল মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার তা ৩৫.৮ ও শুক্রবারে ৩৫.৪ ডিগী সেলসিয়াসে স্থির হলেও ঐদিনই ভোলা ও খেপুপাড়াতে তা ছিল ৩৬.৪ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল স্বাভবাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রী বেশী। কিন্তু শণিবার দুপুরে বরিশালেই তাপমাত্রা মৌসুমের সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াসে উঠে গেছে।
অপরদিকে গত দুদিন ধরে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে সর্বনি¤œ তাপমাত্রা স্বাভাবিকের ১-২ ডিগ্রী সেলসিয়াস নিচে রয়েছে। সকাল থেকে দুপুর পেরিয়ে এ খড়তাপের পরে গত কয়েকদিন ধরে বিকেল ৪টার দিকেই বরিশাল সহ দক্ষিণাঞ্চলের আকাশে হালকা মেঘের আনাগোনায় রোজাদারদের অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই দিচ্ছে। তবে শণিবার অঅকাশে মেঘের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
এদিকে গত মাসে সারা দেশে স্বাভবাবিকের চেয়ে ৭৭.৬% বেশী বৃষ্টি হলেও বরিশালে স্বাভাবিক ৫৩ মিলিমিটারের স্থলে ৭৫ মিলি বৃষ্টি হয়েছে। যা ছিল স্বাভাবিকের ৪১ % বেশী। গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এর বয়ে আনা প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চল সয়লাব হবার পরে টানা সাড়ে ৪ মাস এ অঞ্চলে কোন বৃষ্টি হয়নি। তবে মার্চের শেষ ভাগে চৈত্রের মধ্যভাগের মাঝারী বর্ষণে দক্ষিণাঞ্চলের জনজীবন শিক্ত হলেও সাথে ফুসে ওঠা সাগরের জোয়ারের প্লাবনে এ অঞ্চলে তরমুজ সহ বেশ কয়েকটি অর্থকারী ফসলের জন্য যথেষ্ঠ বিপর্যয় ডেকে এনেছে। এবারো সারাদেশে আবাদকৃত তরমুজের ৭৫%-এর উৎপাদন হয়েছে দক্ষিণাঞ্চলে। তবে গত কয়েকদিনের বৃষ্টিপাত আবাদকৃত বোরো এবং পাট ছাড়াও চলমান আউশের জন্য যথেষ্ঠ ইতিবাচক ফল দিচ্ছে।
আবহাওয়া বিভাগ থেকে চলতি মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক ১৩২ মিলিমিটারের স্থলে ১২০Ñ১৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনা বলা হলেও শণিবার বিকেল পর্যন্ত মাসের প্রথম ৮ দিনে কোন বৃষ্টি হয়নি। তবে এপ্রিলের শুরু থেকে গত ৮ দিনে দক্ষিণাঞ্চল যুড়ে বৃষ্টির কোন দেখা নেই। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণাঞ্চলের দুরবর্তি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকার কথা জানিয়ে রোববার সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় সামান্য পরিবর্তনের কথাও বলেছে আবহাওয়া বিভাগ। ৮-৪-২০২৩.
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কানাইঘাটে রাস্তা ও খালে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা : বন্দোবস্ত বাতিলের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধ

আখাউড়ায় পৌর টোলকে 'না', সড়ক অবরোধ

বাউফল খাল পূনঃখনন উদ্বোধন

সুদানে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জি৭-ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

তদন্তের কমিটির কাজ চলমান অবস্থায় ডা: শামীমকে ওএসডি

প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মুফতি মো. বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতারণার মামলা

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়

মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না-ও নিতে পারে এনসিপি: নাহিদ

সাতক্ষীরায় আট কোটি টাকার ট্রাক ভর্তি ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্য আটক

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, নতুন রেকর্ড

রাবিতে ১৫ বছরের দুর্নীতি-অনিয়মের খোঁজে বিশেষ কমিটি, টার্গেটে নিয়োগ ও উন্নয়ন প্রকল্প

বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম, শীর্ষে রয়েছে আরও যেসব দেশ

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

এবার রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

ইসরায়েলের প্রস্তাবে রাজি নয় হামাস, চায় স্থায়ী যুদ্ধবিরতি

বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

লক্ষ্মীপুরে অবৈধভাবে চিপস-চানাচুর-আইসক্রিম তৈরি, দুই কারখানার ৩ লাখ টাকা জরিমানা