৩ এপ্রিল থেকে তীব্র তাপ প্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন অতিষ্ট; ১৩ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস
১৩ এপ্রিল ২০২৩, ০৬:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম

১৩ এপ্রিল বেলা ৩টায় তীব্র তাপ প্রবাহেও চুয়াডাঙ্গা শহরের অদুরে ঘোড়ামারা ব্রীজের কাছে একটি মাঠে কাজ করেই চলেছে কৃষক বদর উদ্দিন। তিনি তার অর্ধ বিঘা জমিতে আখ লাগিয়েছেন। লাগানো আখের চারপাশে আগাছা জন্মেছে। কিন্তু বেশ কদিন থেকে এ জেলায় তীব্র তাপ প্রবাহের কারনে সেগুলো পরিস্কার করার মত কোন শ্রমিক তিনি পাচ্ছেন না। তাই নিরুপায় হয়ে তাকেই কোদাল ধরে আগাছা পরিস্কার করতে হচ্ছে।
তিনি এ প্রতিবেদককে বলেন, রোদে কাজ করা খুবই কষ্টদায়ক হচ্ছে। কিন্তু করার কিছুই নেই। একটু কাজ করছি, আবার গাছের ছায়ায় এসে বসছি। রোজার মাসে অতি তাপমাত্রার কারনে মাঠে কাজ করা বেশ কষ্টদায়ক হচ্ছে।
ঠিক এমনই কষ্টের কথা জানালেন, শহরের কোর্ট এলাকায় রিক্সাচালক সাবান আলী। তিনি বলেন, রোজার মাসে রিক্সার ভাড়া একটু কম হয়। সে কারনে রিক্সা চালিয়ে সংসার খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে। এরই মধ্যে গরমে আরো অসুবিধায় পড়তে হচ্ছে। ভাড়া একেবারে নেই বললেই চলে।
চুয়াডাঙ্গায় গত ৩ এপ্রিল থেকে দিন জুড়ে টানা তাপ প্রবাহে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এ জেলায় বর্তমানে তীব্র তাপ প্রবাহ চলছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, খুব সহসায় বৃষ্টি হবেনা এ জেলায়। সকালে সুর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র তাপ মাত্রা অনুভূত হচ্ছে। বেলা যত বাড়ছে রোদের তীব্রতা তত আগুনের ফুলকির মত ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেঁজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। এ অবস্থা বিরাজ করছে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত।
চলমান তীব্র তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকেরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছেনা কৃষক ও দিনমজুর। রাস্তায় ভাড়া পাচ্ছেনা রিক্সা-ভ্যান চালকরা।
প্রতিদিন সেচ দিতে হচ্ছে বোরো ধান ও সবজি ক্ষেতে। কৃষক আরিফুল বলেন, ধানে সেচ দিয়ে আর পারছিনা। দাম বেশি ডিজেলের। কিনতে গিয়ে আর পেরে উঠছিনা। আল্লাহ একটু পানি দিলে বাঁচতাম। ভ্যান চালক ছাদেক আলী বলেন, রোদে সব পুড়ে যাচ্ছে। দুপুর বেলা মনে হচ্ছে আগুন বের হচ্ছে। রাস্তায় বের হওয়া যাচ্ছে না।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রী সেলসিয়াস,এদিন বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রী সেলসিয়াস। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় এ জেলায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি ও এদিন বেলা ৩টায় ৩৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় ৩৭ দশমিক ৭ ও বেলা ৩টায় ৩৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ ৩৭ ও বেলা ৩টায় ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার (৯ এপ্রিল) জেলায় দুপুর ১২টায় ৩৬ দশমিক ৬ ডিগ্রী ও বেলা ৩টায় ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ৩৬ দশমিক ৬ ডিগ্রী ও বেলা ৩টায় ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় ৩৬ দশমিক ৫ ডিগ্রী ও বেলা ৩টায় ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহ¯পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি ও বেলা ৩টায় ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় ৩৫ দশমিক ৮ ডিগ্রী ও বেলা ৩টায় ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় ৩৪ দশমিক ২ ডিগ্রী ও বেলা ৩টায় ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় ৩৩ দশমিক ২ ডিগ্রী ও বেলা ৩টায় ৩৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।
ইনচার্জ জামিনুর রহমান আরো বলেন, প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হচ্ছে। গত ১১ দিন ধরে জেলায় সর্ব্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। দু’তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নোয়াখালীতে র্যাব-১১ হাতে অস্ত্রসহ যুবক আটক ; এলজি উদ্ধার

কর্ণফুলীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

দুদকেরও বদনাম রয়েছে, সেগুলো আপনারা দেখিয়ে দেবেন : চেয়ারম্যান মোমেন

গাজার ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের শিকার: : মিসরের কপটিক পোপ

সদরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু পুড়ে ছাই

আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে ডিএসসিসিকে চিঠি

নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু ইউএস-বাংলার

ফ্যাসিস্ট হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

কর্ণফুলীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা বিচার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

এমসিকিউর উত্তর বলে দেওয়ায় শাহরাস্তিতে হল সুপার আটক : ৩ শিক্ষককে অব্যাহতি

পানি নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে,রোগীদের ভোগান্তির শেষ কোথায়,দেখার যেন কেউ নেই

ইতিহাস গড়লো ইমরান হাশমির 'গ্রাউন্ড জিরো'

পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া

রসুনের দাম বাড়তে শুরু করেছেi

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা ইয়াকুব গ্রেফতার

মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কাউন্সিলে দুদকের অভিযান

ভূমিকম্পে ভবন ধসের দায়, গ্রেপ্তার চীনা কর্মকর্তা

বেনাপোল বন্দরে স্ক্যানিং ছাড়াই চলছে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য

শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার