কুড়িগ্রামে হিটস্ট্রোকে ব্যাপক হারে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি
১৭ এপ্রিল ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৪৬ পিএম
প্রচন্ড তাপদহে কুড়িগ্রামের পোল্ট্রি খামারে হিটস্ট্রোক হানা দিয়েছে। অতিরিক্ত গরমে প্রতিদিন তাপ জনিত অসুস্থতায় স্ট্রোক আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। গরম নিয়ন্ত্রণে খামারিরা বৈদ্যুতিক পাখা সংযুক্ত করলেও লাগামহীন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাতেও কোনও কাজে দিচ্ছে না বলে অভিযোগ খামারিদের। এ অবস্থায় বড় ধরণের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।
সোমবার (১৭এপ্রিল) কুড়িগ্রাম সদরের একাধিক ব্রয়লার মুরগির খামারে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ব্রয়লার খামারি শাহীনুর রহমান জানান, তিনি বর্তমানে এক হাজার ব্রয়লার মুরগি পালন করছেন। তাপদহের কারণে তার খামারে গত চারদিনে হিটস্ট্রোকে অন্তত ৩০টি মুরগি মারা গেছে। এক সপ্তাহের মধ্যে তার মুরগি বাজারজাত করার কথা রয়েছে। কিন্তু প্রতিদিন স্ট্রোকে মৃত্যুর কারণে তিনি বড় ধরণের লোকসানের মুখোমুখি হয়েছেন।
ভুক্তভোগী এই খামারি বলেন, গত চারদিন ধরে প্রতিদিন ৫ থেকে ৮ টি করে মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। গরম নিয়ন্ত্রণে ফ্যানের ব্যবস্থা করেছি। কিন্তু বারবার লোড শেডিংয়ের কারণে কোনও কাজ হচ্ছে না। আমি এবার বড় ধরণের লোকসানের মুখে পড়ব মনে হচ্ছে।
প্রত্যেকটা মুরগি প্রায় দুই কেজি হয়েছে। আরও চার পাঁচদিন পর বাজারজাত করার কথা। কিন্তু প্রতিদিন যে হারে হিটস্ট্রোকে মুরগি মারা যাচ্ছে তাতে শেষ পর্যন্ত কত লোকসান হবে সে চিন্তা করছি। আমার এলাকার সব খামারে একই অবস্থা দেখা দিয়েছে।
সদরের হরিশ্বর কালোয়া গ্রামের ব্রয়লার খামারি মেহেদি হাসান বলেন, প্রচন্ড গরমের কারণে হিটস্ট্রোক শুর“ হয়েছে। গত দুই দিনে হিটস্ট্রোকে আমার খামারে ১৫ টি মুরগি মারা গেছে। প্রতিটি মুরগি দুই কেজি ওজনের । প্রচন্ড গরমের কারণে কোনও ভাবেই হিটস্ট্রোক থেকে রক্ষা করা যাচ্ছে না। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফ্যান চালিয়েও কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে লোকসান কোথায় ঠেকবে বলা মুশকিল।
খামারিরা বলছেন, শুধু হিটস্ট্রোক নয়, তাপদহের কারণে ব্রয়লার মুরগির পাতলা পায়খানা দেখা দিয়েছে। এতে করে আক্রান্ত মুরগি দুর্বল হয়ে পড়ছে। নিয়মিত ভ্যাকসিন ও মেডিসিন প্রয়োগ করার পরও তেমন কোনো কাজ হচ্ছেনা।অতিরিক্ত গরমের কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে বলে বলছেন খামারিরা।
তবে প্রাণিসম্পদ দপ্তর বলছে, গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়লেও এ ধরণের সমস্যা নিয়ে খামারিরা তাদের সাথে এখনও যোগাযোগ করেননি। তারপরও তারা হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউনুছ আলী বলেন, আমাদের কাছে এমন সমস্যা নিয়ে এখনও কেউ আসেননি। হিটস্ট্রোক থেকে বাঁচতে প্রাণির খামারের ঘরের ছাদ কিংবা টিনের চালে ভেজা চট দিলে উপকার পাওয়া যাবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালাচ্ছি।
জেলা প্রাণি সম্পদ দপ্তরের তথ্য মতে, জেলার ৯ উপজেলায় লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগির খামার রয়েছে ১ হাজার ৪৩২টি। এরমধ্যে নিবন্ধিত খামার ২১১টি এবং অনিবন্ধিত খামার ১ হাজার ২২১টি। এসব খামারের মধ্যে ব্রয়লার মুরগির নিবন্ধিত খামার রয়েছে ১৭৪টি ও অনিবন্ধিত ১ হাজার ১৯টি। এসব খামারের কতটি খামার বন্ধ রয়েছে সে হিসাব দিতে পারেনি প্রাণিসম্পদ দপ্তর। তবে খামারিদের দাবি, পোলট্রি কোম্পানিগুলোর সিন্ডিকেট ব্যবসার কারণে লাগাতার লোকসানের মুখে পড়ে প্রায় এক হাজার পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে গোল্ডেন লাইনের আটক
গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় নয়
সচেতনতা হাজার হাজার শিশুকে বাঁচাতে পারে অন্ধত্ব থেকে: কর্মশালায় বক্তারা
হত্যা মামলার আসামি হয়েও ধরাছোয়ার বাইরে পুলিশ কর্মকর্তারা
৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি -আবুল হোসেন আজাদ
গণ-অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না - রাজশাহীতে সারজিস আলম
বুদ্ধিজীবী হত্যার রহস্য আজও উন্মোচিত হয়নি- এড. মুয়াযযম হোসাইন হেলাল
মানিকগঞ্জে ডিএফএ'র নতুন কমিটির সভাপতি ইলিয়াস, সম্পাদক আলাউদ্দিন
পশ্চিমবঙ্গের একই জেলায় ‘বাবরি মসজিদ’ ও রাম মন্দির গড়তে চায় তৃণমূল-বিজেপি
মুসলিম উম্মাহর ঐক্য কামনা চেয়ে মৌলভীবাজারে শেষ হলো তাবলীগের তিন দিনের জেলা ইজতেমা
ফুটবলার থেকে জর্জিয়ার প্রেসিডেন্ট, কে এই মিখাইল কাভেলাশভিলি?
তিন খেলোয়াড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ১৮ বছর বাদে মিথ্যা স্বীকার
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বিশ্বকাপ জিতেছে সউদী
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বুদ্ধিজীবী দিবসের শহীদ পরিবারের তালিকা করে স্বীকৃতির দাবি'
ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকপ শীত বাড়ছে মৌসুমি রোগবালাই
ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে
‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম
রুশ সেনাকে ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইউক্রেনের কমান্ডার বরখাস্ত