ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

বুমরাহকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড উপহার দেওয়া কনস্টাসের দিন

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পিএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

ছবি: ফেসবুক

মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে কোন দল এগিয়ে তা বলা মুশকিল। তবে নিশ্চিতভাবেই দিনের সবচেয়ে আলোচিত নাম স্যাম কনস্টাস। বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড উপহার দিয়ে এই টিনএজার অভিষেকেই যা করলেন তাতে মেলবোর্ন টেস্টের সবচেয়ে আলোচিত নাম তো তিনিই।

৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৬৫ বলে ৬০ রানের ছোট্ট ইনিংস খেলেছেন কনস্টাস। ৬৮ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। প্যাট কামিন্স ১৭ বলে ৮ রান নিয়ে তার সাথে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করবেন।

কনস্টাস ও স্মিথের সাথে উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেনের ফিফটিতে একটা পর্যায়ে খুব শক্ত অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ২ উইকেটে ২৩৭ রান থেকে ৯ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে অজিদের লাগাম টেনে ধরে ভারত। আর এই কাজে নেতৃত্ব দেন বুমরাহই। দিনের শেষ সময়ে অ্যালেক্স কেয়ারির উইকেটটিও দিন শেষে অস্ট্রেলিয়াকে এগিয়ে থাকতে দেয়নি।

টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া অস্ট্রেলিয়ার শুরুটা ছিল সাবধানী, বিশেষ করে কনস্টাস। ক্রিকেটের অভিজাততম সংস্করণের শুরুতেই তাকে দিতে হয় সবচেয়ে কঠিন পরীক্ষা। নিজের প্রথম ১৮ বলই তাকে মোকাবেলা করতে হয় বিশ্বের সেরা বোলার বুমরাহকে। এসময় কেবল ২ রান নিতে পারেন কনস্টাস। পরের ১৫ বলে নেন ৩২ রান!

সময়ের সাথে সাথে ডানা মেলতে থাকেন ১৯ বছর ৮৫ দিন বয়সী এই তরুণ। একটি করে ছক্কা-চারে বুমরাহর এক ওভারে নেন ১৪ রান। টেস্টে নিজের সর্বশেষ ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও হয় বুমরাহর।

অবস্থা বেগতিক দেখেই কিনা কনস্টাসের সঙ্গে ইচ্ছাকৃত ধাক্কা লাগিয়ে সমালোচনার জন্ম দেন বিরাট কোহলি। কনস্টাসের সনোযোগে চিড় ধরাতে কোহলি এমন কাণ্ড করেছেন কিনা বোঝা মুশকিল। তবে ব্যাপারটা ভালোভাবে নেননি ধারাভাষ্যকারেরাও।

ভারতীয় ব্যাটিং গ্রেটের এমন অশোভন আচরণের পরই বুমরাহর উপর ঝড় বইয়ে দেন কনস্টাস। সিরিজ জুড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগানো বুমরাহর ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কায় ১৮ রান নেন তেতে থাকা এই তরুণ। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুমরাহর। আজকের আগে টেস্টে দুবার এক ওভারে সর্বোচ্চ ১৬ রান খরচ করেছিলেন তিনি। প্রথমবার ২০২০ সালে, মেলবোর্নেই নাথান লায়ন ও হশ হ্যাজলউড মিলে যা করেছিলেন। পরের ১৬ রানের ওভারটা এ বছর ফেব্রুয়ারিতে। বিশাখাপট্টনমে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ওই ১৬ রান নিয়েছিলেন চারটি চারে।

বুমরাহকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড উপহার দেওয়া কনস্টাস ৫২ বলে স্পর্শ করেন ফিফটি। গড়েন অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করে।

অভিষেকে আরেকটি রেকর্ডও গড়েছেন কনস্টাস। এই ইনিংসে কনস্টাসের স্ট্রাইক রেট ৯২.৩০। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে এক নম্বরে ব্যাট করে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এটিই। তিনি ভেঙেছেন ভারতেরই এক ব্যাটারের রেকর্ড। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম ব্যাট করতে নেমে ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংসে পৃথ্বী শর স্ট্রাইক রেট ছিল ৮৭.০১।

কনস্টাসের বিদায়ে ভাঙে ১৯.২ ওভারে ৮৯ রানের ওপেনিং জুটি। আরেক ওপেনার খাওয়াজা আউট হন দ্বিতীয় সেশনে। প্রথম দুই সেশনে একটি করে এই দুটি উইকেটই হারায় অস্ট্রেলিয়া।

১২১ বলে ৬ চারে ৫৭ রান করা খাওয়াজার বিদায়ে ভাঙে লাবুশেনের সঙ্গে তার ১৫০ বলে ৬৫ রানের দ্বিতীয় উইকেট জুটি।

পরে স্মিথ-লাবুশেন জুটি থেকে আসে ১২৭ বলে ৮৩ রান। ১৪৫ বলে ৭ চারে ৭২ রান করে লাবুশেনের বিদায়ের মধ্য দিয়ে মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার ছোট্ট এক ধ্বসের শুরু। জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর।

দুর্দান্ত ছন্দে থাকা ট্রাভিস হেডকে পরের ওভারেই বোল্ড করে দেন বুমরাহ। নিজের পরের ওভারে এই পেসার টিকমে দেননি মিচেল মার্শকেও। তিন ওভারের মধ্যে ম্যাচের নিয়স্ত্রণ নেয় ভারত।

তবে কেয়ারিকে নিয়ে আবার দলকে লড়াইয়ে ফেরান স্মিথ। দুজনে গড়েন ৮০ বলে ৫৩ রানের জুটি। ৪১ বলে ৩১ রান করা কেয়ারিকে ফিরিয়ে জুটি ভাঙেন নীতিশ কুমার রেড্ডি। দিনের বাকিটা কামিন্সকে নিয়ে কাটিয়ে দেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩১১/৬ (কনস্টাস ৬০, খাওয়াজা ৫৭, লাবুশেন ৭২, স্মিথ ৬৮*, হেড ০, মার্শ ৪, কেয়ারি ৩১, কামিন্স ৮*; বুমরাহ ২১-৭-৭৫-৩, সিরাজ ১৫-২-৬৯-০, আকাশ ১৯-৫-৫৯-১, জাদেজা ১৪-২-৫৪-১, নিতিশ ৫-০-১০-০, ওয়াশিংটন ১২-২-৩৭-১)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টিভিতে দেখুন
কোহলির ধাক্কা সামলে কনস্টাস বীরত্ব
বিজয় দিবসের খেলা
গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে চান জামিলা
২০২৬ বিশ্বকাপ ঘিরে স্বপ্ন বুনছে স্পেন
আরও

আরও পড়ুন

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

শুধু নামেই জিমনেসিয়াম

শুধু নামেই জিমনেসিয়াম