আরাকানের পরিস্থিতি দেখতে গেলেন রোহিঙ্গা প্রতিনিধিদল
০৫ মে ২০২৩, ০৮:১৪ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম
দীর্ঘদিন পর অবশেষে খুলতে যাচ্ছে রোহিঙ্গা সমস্যার জট। আরাকান (রাখাইন) রাজ্যের পরিস্থিতি দেখতে আরাকান গেলেন একটি রোহিঙ্গা প্রতিনিধিদল। শুক্রবার সকালে ২০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদলটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া জেটিঘাট দিয়ে মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়। আরআরসির নেতৃত্বে ২০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদলটি শুক্রবার সকাল সাড়ে ৯টায় নাফ নদীর চৌধুরীপাড়া জেটি দিয়ে দ্রুতগতির দুটি স্পিডবোট চড়ে আরাকান রাজ্যের জেলা শহর মংডু পৌঁছালে সেখানে মিয়ানমার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। নাফ নদীতে প্রতিনিধিদলকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় বিজিবি ও কোস্টগার্ড বাহিনী।
দলটি মিয়ানমারের মংডু ট্রানজিট ক্যাম্পে পৌঁছার পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে রোহিঙ্গা প্রতিনিধিদের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম ও প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা অবকাঠামো দেখানো হয়। রোহিঙ্গা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
রোহিঙ্গা প্রতিনিধিদলকে সহযোগিতার জন্য আছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পররাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি সংস্থার আরও কয়েক সদস্য। তবে রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে আরাকান (রাখাইন) পরিস্থিতি দেখতে যাচ্ছেন না জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কোনো প্রতিনিধি।
মিয়ানমারের আরকান রাজ্য থেকে বাস্তুচ্যুত সেখানকার সেনা নির্যাতনের মুখে রোহিঙ্গারা ২০১৭ সালে বাংলাদেশে আসে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পর। গত ছয় বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। যদিও এর আগে দুইবার প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েও রোহিঙ্গাদের অনীহা এবং মিয়ানমারের অসহযোগিতার কারণে তা ভন্ডুল হয়েছিল।
মিয়ানমারের উদ্দেশে রওনা দেওয়া ২০ জন রোহিঙ্গা প্রতিনিধিকে গতকাল বৃহস্পতিবার রাতেই টেকনাফে তিনটি আশ্রয়শিবির থেকে গাড়িতে করে ১২ কিলোমিটার দূরের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় বন বিভাগের একটি বাংলোতে রাখা হয়। দলে নারী আছেন তিনজন। বাংলোতে রাতযাপনের ব্যবস্থা করা হয়। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে রোহিঙ্গা প্রতিনিধিদের বাসে করে নেওয়া হয় দেড় কিলোমিটার দূরে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার জেটিঘাটে।
আশ্রয়শিবির ত্যাগের আগে ক্যাম্প ইনচার্জের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, প্রত্যাবাসন শুরু হবে। তার আগে আরাকান (রাখাইন) রাজ্যের পরিস্থিতি এবং প্রস্তুতি ঠিক আছে কি না, দেখার প্রয়োজন আছে। সে কারণে তাঁদের পাঠানো হচ্ছে।
জেটিঘাটে রোহিঙ্গা প্রতিনিধিদলের রাখাইন সফর নিয়ে উপস্থিত গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি রোহিঙ্গা প্রতিনিধিদলের প্রধান আরআরসি মোহাম্মদ মিজানুর রহমান। তবে গতকাল রাতে তিনি বলেছিলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ ছয় বছর পর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ খুলতে যাচ্ছে। প্রথম ধাপে ১ হাজার ১৭৬ জন রোহিঙ্গাকে রাখাইনে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
একইদিন বেলা তিনটার দিকে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা প্রতিনিধিদলের সদস্যদের নাফ নদী অতিক্রম করে পুনরায় টেকনাফ ফিরে আসার কথা থাকলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পর্যবেক্ষকদের মতে রোহিঙ্গা সমস্যাটি মিয়ানমারের হলেও এখন তা বাংলাদেশের জন্য বড় বোঝা। এই বোঝা হালকা করার একমাত্র পথ প্রত্যাবাসন। তাই যত দ্রুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে প্রত্যাবাসন করা যায় বাংলাদেশ এবং রোহিঙ্গা জাতিগোষ্ঠী উভয়ের জন্যই কল্যাণ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ