টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম
একটা সবাইকে সবাইকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে একাই ছড়ি ঘুরিয়েছেন স্মিথ। রান,গড়,সেঞ্চুরি-সবকিছুতেই ছুটছিলেন দ্রুত গতিতে।তবে নিষেধাজ্ঞা ও করোনার বিরতির দুই দফায় ছন্দ হারান এই অজি ব্যাটসম্যান।
গত দুই বছর কম বেশি রাগ করলেও ছিল না স্মিথের ব্যাটে ছিলনা আগের ধার।ভারতের সঙ্গে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচেও ছিলেন নিষ্ক্রভ।টেস্টের বহুল চর্চিত 'ফ্যাব ফোরে’র বাকিদের থেকেও পড়ছিলেন পিছিয়ে।অনেকে দেখে ফেলছিলেন এই মহাতারকার শেষও।
তবে নামটা যে স্মিথ,এত সহজে যে আর হারিয়ে যাওয়ার পাত্র নন।টানা ব্যর্থতার বৃত্ত ভেঙে তৃতীয় টেস্টে পেয়ে যান শতকের দেখা।চাপের মুখে নিখুঁত ব্যাটিংয়ে শতক পূর্ণ করার পর স্মিথের উদযাপনই বলে দিচ্ছিল কতটা সস্তিদায়ক ছিল সে ইনিংস।
সেই শতক যেন ফের এই অজি তারকার আত্মবিশ্বাস তুঙ্গে তুলেছে।মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাকিয়েছেন স্মিথ।আগের সেঞ্চুরির চেয়েও এই ইনিংসে স্মিথ ছিলেন আরও সাবলীল।খেলেছেন অসাধারণ সব শট।
আগের দিন ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা এই ডান হাতি ব্যাটসম্যান খুব দ্রুতই পৌছে যান তিন অংকে।সেঞ্চুরি করতে খেলেছেন কেবল ১৬৭ বল।গত পাঁচ বছরে এবারই প্রথম টানা দুই টেস্ট সেঞ্চুরি দেখা পেলেন স্মিথ।
এ নিয়ে টেস্ট ক্রিকেটে স্মিথের সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ৩৪ এ। আর তাতে সাদা পোশাকে ইতিহাসে সব থেকে বেশি শতরানকারী ব্যাটারদের তালিকায় স্মিথ টপকে যান অ্যালেস্টার কুক (৩৩) ও কেন উইলিয়ামসনকে (৩৩)। তিনি এই নিরিখে ছুঁয়ে ফেলেন ইউনিস খান (৩৩), সুনীল গাভাসকর (৩৪), ব্রায়ান লারা (৩৪) ও মাহেলা জয়াবর্ধনেকে (৩৪) এবং সার্বিক তালিকায় যুগ্মভাবে উঠে এসছেম ১১ নম্বরে।
দারুণ এই ইনিংসে টেস্টে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি শতরান করার সর্বকালীন রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথের এটি ১১ নম্বর সেঞ্চুরি। তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৪৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১১টি সেঞ্চুরি করেন। স্মিথ এক্ষেত্রে জো রুটের রেকর্ড ভেঙে দেন। জো রুট ভারতের বিরুদ্ধে ৫৫টি ইনিংসে ব্যাট করে ১০টি টেস্ট সেঞ্চুরি করেছেন। যুগ্মভাবে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং। তিন তারকাই ভারতের বিরুদ্ধে ৮টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন।
বর্ডার-গাভাষ্কার ট্রফির ইতিহাসে সব থেকে বেশি শতরান করার নিরিখেও সর্বকালীন রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। তিনি বর্ডার-গাভাস ট্রফিতে এখনও পর্যন্ত মোট ১০টি সেঞ্চুরি করেন। এই নিরিখে স্মিথ পিছনে ফেলে দেন বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরকে। কোহলি ও সচিন বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট ৯টি করে শতরান করেছেন। উল্লেখ্য, স্মিথ ভারতের বিরুদ্ধে ১টি সেঞ্চুরি করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সন্তান প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিন
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
খানবাহাদুর আহ্ছানউল্লা : শিক্ষায় তার অবদান
ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে?
ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
না ফেরার দেশে সুজুকি কোম্পানির সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি
প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে
মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান
টুইটার থেকে এক্স, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ
সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা অক্ষত আছেন ডব্লিউএইচও প্রধান
জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন
ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
হুথি-ইসরাইল সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
প্রশ্ন : কেউ ৫০০০ টাকায় একটি আবাদী জমি ভাড়া নিল। বছরে ৫০০ টাকা ভাড়া বাবদ কাটা হবে। তিন বছর পর ১৫০০ টাকা ভাড়া কেটে বাকি ৩৫০০ টাকা ফেরত দিল। এ নিয়ম বৈধ কিনা?