ভাসুরের লাঠির আঘাতে আহত গৃহবধূর মৃত্যু
০৫ মে ২০২৩, ০৯:৪১ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম
নীলফামারীতে পারিবারিক কলহের জেরে ভাসুরের লাঠির আঘাতে আহত গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধূ জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের (৩২) স্ত্রী। এ ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ ওই গৃহবধূর শ্বশুর ও জাকে আটক করেছে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবা আক্তারের সঙ্গে একই উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের দোলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের (৩২) বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈত্রিক ভিটা নিয়ে জয়নাল আবেদীন এবং তার বড়ভাই আফজাল হোসেনের (৪০) মধ্যে প্রায় সময়ে ঝগড়া বাধতো। এরই জেরে গত ২১ এপ্রিল দুপুরে বড়ভাই আফজাল হোসেন ছোট ভাইয়ের স্ত্রী রাকিবা আক্তারকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করেন। আফজালের স্ত্রী এবং তার (আফজালের) বাবা মফিজ উদ্দিন ওই হামলার সময় সঙ্গে ছিলেন।
নিহতের মেজ ভাই এরশাদ আলী অভিযোগ করে বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতি জয়নালের বড় ভাই আফজাল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) আমার বোনকে লাঠি দিয়ে বেদম মারধর করেন। আফজাল হোসেনের বাবা মফিজ উদ্দিনসহ অন্যান্যরা এ সময় আমার বোনকে মারতে উৎসাহী করেন। এ অবস্থায় আমার বোন অসুস্থ হলে তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতে ফেলে রাখেন।'
তিনি আরো বলেন, 'ঈদের পর গত ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে আসলে গুরুতর অসুস্থ অবস্থায় আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গত ২ মে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক সমর চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর মফিজ উদ্দিন ও আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শনিবার নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম