পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ এএম
দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার দিল্লি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে এইমস হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যের কারণেই সাম্প্রতিক বছরগুলিতে রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। চলতি বছরের শুরু থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তাঁর মেয়ের বই প্রকাশ অনুষ্ঠানে তাঁকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত।
বৃহস্পতিবার রাতে এইমস হাসপাতালের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন সাবেক প্রধানমন্ত্রী। এদিন বাড়িতেই আচমকা সংজ্ঞা হারান তিনি। বাড়িতেই তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে, রাচত ৮টা নাগাদ তাঁকে এইমস-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের একটি দল জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা শুরু করেছিল। তাঁকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
মনমোহন সিংয়ের স্ত্রী গুরসরণ কওর-সহ তাঁর পরিবারবর্গ এইমস হাসপাতালেই আছেন বলে খবর পাওয়া গিয়েছে। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এ দিন এক দলীয় কর্মসূচির ব্যস্ততায় কর্নাটকের বেলগাভিতে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাতেই এক বিশেষ বিমানে তাঁরা নয়াদিল্লি ফিরে আসেন বলে খবর পাওয়া গিয়েছে।
তাঁকে বলা হতো ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, পশ্চিম পাঞ্জাবের (বর্তমানে পাকিস্তানে) গাহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। চ-ীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২০০৪ সালের ২২ মে থেকে ২০১৪ সালের ২৬ মে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদই ছিল দীর্ঘতম। তবে রাজনীতিতে আসার আগে, সরকারি চাকুরিজীবী হিসেবেও বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি।
১৯৭১ সালে বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে যাত্রা শুরু করেছিলেন মনমোহন সিং। সরকারি চাকরিতে তাঁর দ্রুত পদোন্নতি হয়েছিল। ১৯৭৬ সালে তিনি অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হন। এর পাশাপাশি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের গভর্নর এবং অ্যাটমিক এনার্জি অ্যান্ড স্পেস কমিশনের অর্থনীতি বিষয়ক সদস্য-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি।
তবে ভারত তাঁকে মনে রাখবে অর্থমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদকালে তাঁর করা অর্থনৈতিক সংস্কারগুলির জন্য। ১৯৯১ সালে নরসীমা রাও মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর সংস্কার ভারতের অর্থনীতিকে পাল্টে দিয়েছিল। ভারতীয় অর্থনীতির পালে লেগেছিল উদারপন্থার হাওয়া।
তাঁর অবদান অবশ্য শুধু অর্থনীতিতে আবদ্ধ নয়। প্রধানমন্ত্রী হিসাবে, তিনি অর্ছথনৈতিক বৃদ্ধির পাশাপাশি সামাজিক কল্যাণ এবং কূটনীতিকে অগ্রাধিকার দিয়েছিলেন। ২০০৮ সালে যখন বিশ্বব্যাপী মন্দা নেমে এসেছিল, সেই কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে তিনি ভারতকে মসৃণভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। মন্দার আঁচ পড়েনি ভারতে। যা মুগ্ধ করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও। সামগ্রিকভাবে তাঁর দূরদর্শিতা, সততা এবং নেতৃত্ব ভারতের ইতিহাসে এক চিরন্তন ছাপ রেখে গিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে
সচিবালয়ে আগুন টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা: মাওলানা মামুনুল হক
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
আত্মসমর্পণ করবেন না: মিয়ানমার সেনাদেরকে জান্তা প্রধান