উখিয়া টেকনাফের গহীন অরণ্য যেন অপহরণকারীদের অভয়ারণ্যঃ গত ৬ মাসে ৬০ জনের অধিককে অপহরণ
১০ মে ২০২৩, ০১:৫২ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ০১:৫২ পিএম
কক্সবাজারের উখিয়া টেকনাফের বিস্তীর্ণ পাহাড়ের গহীন অরণ্যকে রীতিমতো অভয়ারণ্য তৈরি করে তুলেছে মাদককারবারি, সন্ত্রাসী ও অপহরণকারী চক্র। এ চক্রে রোহিঙ্গা জনগোষ্টির সাথে স্থানীয় মাদককারবারী, দুর্বৃত্ত, দুষ্কৃতকারী, তথাকথিত জনপ্রতিনিধিরা সমানতালে অপহরণ করে মুক্তিপণ আদায় করে যাচ্ছে।
কক্সবাজারের উখিয়া টেকনাফের সীমান্তবর্তী এলাকার পৃথক কয়েকটি ইউনিয়নে বারবার অপহরণের ঘটনা ঘটেছে। কোন অবস্থাতেই এ অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশসহ মাদক, ইয়াবা ও আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত অন্যান্য বাহিনী। সুত্রে জানা যায়, গত ৬ মাসে উখিয়া টেকনাফের ভিন্ন ভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় অর্ধশত স্থানীয় ও রোহিঙ্গা অপহরণের ঘটনা ঘটেছে। বেশির ভাগই উখিয়া টেকনাফের সীমান্তবর্তী এলাকাসহ টেকনাফের হ্নীলা, বাহারছড়া, সাবরাং, উনচিপ্রাং, শাহপরীর দ্বীপ ইউনিয়ন এলাকায় ঘটেছে। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৫ জনকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়েছে ভুক্তভোগী পরিবার।
সর্বশেষ গত ২৩-এপ্রিল-২০২৩, রবিবার সকালে টেকনাফের বাহারছড়া এলাকায় পানের বরজে কাজ করার সময় স্কুলছাত্রসহ দুইজন অপহরণের শিকার হয়েছে। এরা হচ্ছেন, ৬নং ওয়ার্ডের জাহাজপুরার বাসিন্দা বাছা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও মো. সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৯)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এ সময় আরো দুইজনকে অপহরণকারীরা কুপিয়ে রক্তাক্ত করেছে। তারা হচ্ছেন-একই এলাকার বাসিন্দা দুই সহোদর আবদুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৭)।
ইতিপুর্বে গেল ১৬ মার্চ-২৩, সকালে জাহাজপুরা এলাকা থেকে কলেজ শিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৭), রশিদ আলম (২৬), জানে আলম, (৪৫), জাফর আলম (৪০), জাফরুল ইসলাম (৩০), ফজল করিম (৩০) ও আরিফ উল্লাহ (৩০) অপহরণের শিকার হন। ১৯ মার্চ-২৩, জাদিমুড়ার জুম্মা পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ ছৈয়দ ও ২৪ মার্চ-২৩ রহমত উল্লাহ নামে আরেকজন অপহরণের শিকার হন। ২ মার্চ-২৩ অপহরণের শিকার হন, টেকনাফ বাহারছড়ার মারিশবনিয়া এলাকা থেকে প্রবাসী হোসন আলীর ছেলে মো. সালমান (৫) এবং মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৩)। অবশ্য তারা ৪ মার্চ-২৩, ৭০ হাজার টাকায় মুক্তিপণে ফিরে আসেন।
২৪ এপ্রিল-২৩, দুপুরে হ্নীলা দমদমিয়া ন্যাচার পার্কে ঘুরতে গিয়ে রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), মো. উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪) এবং ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫) অপহরণের শিকার হন। তারা ২৮ এপ্রিল-২৩, মুক্তিপণ দিয়ে ফিরে আসেন বলে স্থানীয় সুত্রে জানা যায়।
২৮ জানুয়ারি-২৩, বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকা থেকে অপহরণ হন নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও আলী আকবর এর ছেলে আব্দুল হাফিজ।
৮-জানুয়ারী-২৩, ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত চার কৃষক-আবুল হোসেনের ছেলে আব্দু সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিমকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, গেল শনিবার রাতে স্থানীয় কৃষকের রোপিত ও চাষাবাদের ভূট্টা ক্ষেতে বন্যহাতীর দল নামে।পাহারারত কৃষকরা হাতিদের পাহাড়ের দিকে তাড়িয়ে নিয়ে গিয়ে ফিরে এসে টং ঘরে ঘুমিয়ে যায়। রাত প্রায় দেড়টার দিকে স্থানীয় পাহাড় থেকে অস্ত্র শস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জনের দল অস্ত্রের মুখে ঐ কৃষকদের অপহরণ করে নিয়ে যায়। এরপর মুক্তিপণ হিসেবে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে ২০ লাখ দাবি করে আসছিল। অবশেষে মঙ্গলবার (১০-জানুয়ারি) রাত ৮টার দিকে হ্নীলা পাহাড়ি এলাকা থেকে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত ৩ জন ছাড়া পান। কিন্তু আব্দুস সালাম নামে একজনকে তখনও অপহরণকারীদের কাছে জিম্মি করে রাখলেও পরে মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়।
গত ১৮ ডিসেম্বর-২২, বিকেল সাড়ে ৪ টায় টেকনাফের বাহারছাড়া ইউনিয়নের জাহাজ পোড়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে খালে মাছ ধরতে গেলে একদল অস্ত্রধারী অপহরণকারীচক্র এক কলেজ শিক্ষার্থী সহ ৮ জনকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। তারা হচ্ছেন, টেকনাফের বাহারছাড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবসার, নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ। পরে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে বন্ধীদশা থেকে মুক্ত করা হয় বলে স্থানীয়সুত্রে জানা যায়। সন্ত্রাসীদের হাত থেকে ফিরে অপহৃতরা জানিয়েছেন, গহীন পাহাড়ের ভাজে ভাজে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ গুলোই সুন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। অপহৃতদের নিষ্টুর অত্যাচারের কাহিনি তারা বর্ণনা করেছেন।
১০ নভেম্বর-২২ টেকনাফের মহেশখালী পাড়া থেকে অপহৃত ১১ জন রোহিঙ্গা কে উদ্ধার করে অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয় এপিবিএন পুলিশ। অপহরণ চক্রের তিনজন রোহিঙ্গা ও একজন স্থানীয় ছিল বলে এপিবিএন নিশ্চিত করেছিল।
স্থানীয় সুত্রমতে জানা যায়, টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এবং হোয়াইক্যং ইউনিয়নে বারবার অপহরণের ঘটনা ঘটছে। কখনো স্থানীয় আবার কখনো রোহিঙ্গারা অপহরণের শিকার হচ্ছে। অনেকে মুক্তিপণ দিয়ে ফিরে এলেও অনেকে আর ফিরে আসেননি। এসব এলাকার কিছু চিহ্নিত অপরাধী ও জনপ্রতিনিধি এ অপরাধের সাথে সরাসরি যুক্ত রয়েছে। স্থানীয় ও রোহিঙ্গা অপরাধীচক্র এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এসব অপরাধের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ যথাযথ তৎপর হলে, নিরবিচ্ছিন্নভাবে এসব অপকর্ম করে পার পেয়ে যাবার কোন সুযোগ থাকার কথা ছিলনা।
স্থানীয় সুত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার শাহ আলম গ্রুপের মো. ইউনুস এর ছেলে ইয়াসিন আরাফাত, দিল মোহাম্মদের ছেলে সাদেক এবং বাইদুল প্রকাশ ওদুল্লাহ অপহরণের সাথে জড়িত। কিন্তু গহীন পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করায় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সহজে এসব অপরাধী চক্রের নাগাল পায়না। এটি যেন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে অন্য এক অপরাধী ও সন্ত্রাসী গোষ্টীর অন্য দেশ! সম্প্রতি অপহরণকারী চক্রের গ্রুপ প্রধান শাহ আলম পুলিশের হাতে আটক হয়েছেন। রয়েছে গিয়াস উদ্দিন গ্রুপ নামে আরো একটি গ্রুপ। সম্প্রতি অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন গিয়াস উদ্দিন। স্থানীয় এ চক্রের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। গেল ৬ মাসে (অর্থাৎ গত নভেম্বর থেকে) এসব ইউনিয়ন থেকে কৃষক ও ছাত্রসহ প্রায় ৬০ অধিক লোক অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা জনগোষ্টী বলে স্থানীয় সুত্রে জানা যায়।-
ঘন ঘন অপহরণের ব্যাপারে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন-জাহাপুরা পাহাড়ি এলাকায় কিছু বসতি আছে। তারা পানের বরজ, সুপারি, সবজি বাগান করে। বাগান পরিচর্যার জন্য গেলে অপহরণের শিকার হন তারা। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, স্থানীয় কিছু চক্র জড়িত আছে বলে আমরাও শুনেছি। তাদের চিহ্নিত করার পাশাপাশি অভিযোগের তদন্ত করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ভুক্তভোগী কেউ সহজে পুলিশকে তথ্য দিতে চায় না।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মো. আলী বলেন, গেল কয়েক মাসে আমার এলাকা থেকে অন্তত ২০ জন অপহরণের শিকার হয়েছেন। রঙ্গীখালী এলাকায় কিছু অপরাধী রয়েছে। তাদের সাথে রোহিঙ্গাও জড়িত। এসব অপরাধীকে আইনের আওতায় আনা গেলে অপহরণসহ সব ধরনের অপরাধ কমে আসবে। কিন্তু শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, যেহেতু এলাকাগুলো দুর্গম, তাই কৃষকদের আমরা বলেছিলাম, তারা যেন পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ থাকে। কিন্তু তারা বিষয়টি আমলে না নিয়ে যে যার মতো কাজে যায়। আর সুযোগ বুঝে তাদের অপহরণ করে অপরাধীরা। এতে আমদেরও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তারপরও আমাদের সীমাবদ্ধতার মাঝে অপহরণকারীদের চিহ্নিত করে কিভাবে অপরাধ নির্মূল করা যায় তা নিয়ে কাজ করছি আমরা। গত ৬-মে-২৩ তারিখে অপহরণ চক্রের সদস্য রোহিঙ্গা শরনার্থী আমানুল্লাহ (২০), মো শফি ( ২২) কে অপহৃত ফয়সালের মোবাইলসহ হাতে নাতে আটক করা হয়।
ইতিমধ্যেও ১১-জানুয়ারি-২৩ তারিখে, টেকনাফ মডেল থানা পুলিশ-টেকনাফ সদর থানাধীন সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসত বাড়ি থেকে ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা, ৫ জন শিশুসহ মোট ২৬জন অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে অপহরণকারী সদস্যের ৪ জন পুরুষ ও ১ জন নারিসহ মোট ৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই।মাদক, ইয়াবা, অপহরণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছি। সাথে এলাকার আইন শৃংখলা ও শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে কাজ করে যাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়