ঘূর্ণিঝড় "মোখা" মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুত ৮৮৭ আশ্রয় কেন্দ্র
১২ মে ২০২৩, ০৬:৪১ পিএম | আপডেট: ১২ মে ২০২৩, ০৬:৪১ পিএম
।ঘূর্ণিঝড় "মোখা" মোকাবেলাসহ দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষের জানমাল রক্ষায় সাতক্ষীরায় ৮৮৭টির অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৬৯টি আশ্রয় কেন্দ্র ও ৭১৮ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। এছাড়া, ৪১৬ মেট্রিক টন চাল, ১০ লক্ষ ৩৭ হাজার ৫০০ নগদ টাকা ও ৫ হাজার সিপিপি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরা জেলায় ৮৮৭টি আশ্রয় কেন্দ্রের মধ্যে আশাশুনি উপজেলায় ১৬ টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯০টি, দেবহাটা উপজেলায় ১৫টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ৮৮টি, কলারোয়ায় ২টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ১৫০টি, কালিগঞ্জে ১০টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯৯টি, সাতক্ষীরা সদরে ২৫টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ১৩১টি, শ্যামনগরে ৮৭টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯৪টি এবং তালা উপজেলায় ১৪টি আশ্রয় কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯০টি স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ জনের ধারণা ক্ষমতা রয়েছে।
এদিকে, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পয়েন্টগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ডের কাছে পযাপ্ত জি ও বালুর বস্তা প্রস্তুতসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সকল উপজেলা নির্বাহী অফিসারদের ঝড়ের পূর্বেই মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ দিয়েছেন। জেলা সম্মেলন কক্ষে ও উপজেলায় প্রস্তুতি সভা করছেন। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও ঞরক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শ্যামনগর উপজেলায় ২ হাজার ৯৮০ জন এবং আশাশুনি উপজেলায় ১ হাজার ২০ জন সিপিপি-র উপজেলা স্বেচ্ছাসেবক এবং রেডক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপজেলা পর্যায়ে স্থানীয় বাজার কমিটির সহায়তায় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিকেন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পূর্ব প্রস্তুতি রাখতে বলা হয়েছে। দুর্যোগকালীন সহযোগী সংস্থাগুলোকে জরুরী ভিত্তিতে শুকনো ও অন্যান্য খাবার, বিশুদ্ধপানি স্যানিটেশানসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রস্তুত রাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সংগে সমন্বয় করে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ এবং উদ্ধার কার্যক্রমসহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পূর্বে প্রতিবন্ধী, বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীসহ ক্ষতিগ্রস্থ মানুষকে অগ্রাধিকারের ভিত্তিতে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা এবং শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করতে হবে।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উচ্চারকারী নৌযান স্পীডবোট, প্রয়োজনীয় সংখ্যক ইঞ্জিনচালিত নৌকা/ট্রলার এবং স্থলযান প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এছাড়া সকল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের ঝড়ের পরে রাস্তায় গাছ পড়লে তা অপসারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মী বাহিনীসহ প্রস্তুত রাখতে, প্রয়োজনে পুলিশ ও আনসার বিভাগের সহযোগিতা গ্রহণ করার কথা বলা হয়েছে। এছাড়া কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর উপজেলা হতে যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় জনবল শ্যামনগর উপজেলায় সাময়িকভাবে মোতায়েন করা, করাত কলের শ্রমিকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখতে হবে। দুর্যোগ সংঘটিত হলে দুর্যোগের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এলাকার দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সাতক্ষীরা জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আবুল বাসেত জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ৮৮৭ সাইক্লোন সেন্টার প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া ৪১৬ মেট্রিক টন চাল, ১০ লক্ষ ৩৭ হাজার ৫০০ নগদ টাকা ও ৫ হাজার সিপিপি সদস্য প্রস্তুতি রাখা হয়েছে
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা