মোখার আঘাতে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ১০০০ ঘর ক্ষতিগ্রস্ত
১৫ মে ২০২৩, ১০:৪৫ এএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১০:৪৫ এএম
কক্সবাজারে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ১০০০টির মতো ঘর আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। রোববার বিকেলে মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় মোখার সাথে ছিল বৃষ্টি, তীব্র বাতাস ও ঝোড়ো হওয়া। রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী কিছু ঘর/শেড ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ঘরগুলো আসলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, বাতাসের বেগে বেশ কিছু আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারের মতো আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি । যার মধ্যে কোনোটি আংশিক, কোনোটি সম্পূর্ণ। দু-একটি জায়গায় গাছ পড়েছে। দু-একটি জায়গায় মাটি সরে গিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতে শেল্টার সেক্টর ইতিমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে শেল্টারগুলোর ক্ষতি হয়েছে সেগুলো মেরামতে আমাদের শেল্টার সেক্টর কাজ করছে। আমরা আগেই ধারণা করেছিলাম, বাতাসের গতিবেগ যা-ই হোক না কেন, এগুলো যেহেতু অস্থায়ী শেল্টার এবং এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া ছিল। পর্যাপ্ত শেল্টার কীট আছে এবং শেল্টার সেক্টর সেগুলো ক্ষতিগ্রস্তদের ডিস্ট্রিবিউট করবে।’
৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর জানান, ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের কাজ চলছে।
উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের জনৈক হামযা বলেন, ‘ দুপুরের পরে যখন বৃষ্টি ও বাতাস হচ্ছিল তখন আমাদের খুব ভয় কাজ করছিল। আমরা শুধু আল্লাহকে ডাকছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের ব্লকে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে দু-তিনটি গাছ পড়েছে, ঘরের চাউনি উড়ে গেছে।’
আবুল শামা পরিবারসহ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি কমিউনিটি সেন্টার আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার ঘর পাহাড়ের নিচে, তাই আমি পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খুজে এখানে চলে এসেছিলাম। এখন ঝড়-তুফান ও বৃষ্টি থেমেছে। এখন চলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। জানি না ঘর ঠিক আছে কি না।’
সুত্রে জানা যায়, প্রায় চার হাজারের অধিক স্বেচ্ছাসেবক রোহিঙ্গা ক্যাম্পে ঘূর্ণিঝড় চলাকালীন আশ্রিতদের সচেতন করা, নিরাপদে সরিয়ে নেওয়াসহ দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কাজে তৎপর ছিলেন। তাছাড়া ক্যাম্প প্রশাসন, এনজিও/আইএনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিটে কাজ করেছে।
সিপিপি স্বেচ্ছাসেবক মোহাম্মদ রফিক উদ্দিন বলেন, ‘মাইকিং করা, ঝুঁকিপূর্ণ শেল্টারে থাকা মানুষগুলোকে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়াসহ আমরা বিভিন্ন কাজে সব সময় ছিলাম। এখন ঘূর্ণিঝড়-পরবর্তী কোনো ক্ষতি হলে সেখানেও আমরা কাজ করব। ইতিমধ্যে ভেঙে পড়া গাছ সরানো হচ্ছে। ভুক্তভোগীদের নিরাপদ আশ্রিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আঘাতরাপ্ত ও অসুস্থদের মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।’
কুতুপালং ক্যাম্পের জনৈক মাঝি আবদুস সালাম বলেন, আল্লাহর অসীম রহমতে আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমরা মজলুম, তাই আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। না হয় যে মস্তবড় তুফান উঠেছিল, তা আমাদের আঘাত করলে আমরা কেহ বাঁচতে পারতাম না।আল্লাহর কাছে আমরা নামায পড়ে কান্নাকাটি করে বড় বিপদ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কথা শুনেছেন'।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা
২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা
মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে
২৪ এর আন্দোলনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে- মাহমুদুল হক রুবেল
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ঢাকা আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১২ ইরানি চলচ্চিত্র
বর্ষসেরা এশিয়ান স্কুলবয় বক্সার ইরানের আহমাদি
মানিকগঞ্জে খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নবীনবরন অনুষ্ঠান
লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার
৬৫ ডিআইজি-পুলিশ সুপারকে একযোগে বদলি
লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার