ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম
১৮ মাসের চুক্তিতে ২০২৫ সালের প্রথম দিন থেকে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন টমাস টুখেল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মান এই কোচের সাথে চুক্তি করেছে ইংল্যান্ড
অক্টোবরে ইংলিশ ফুটবল এসোসিয়েন গ্যারেথ সাউথহেটের উত্তরসূরী হিসেবে টুখেলের নিয়োগ নিশ্চিত করে, যা কার্যকর করা হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। চেলসি ও বায়ার্ন মিউনিখে একসাথে কাজ করা এন্থনি ব্যারি টুখেলের সহকারী হিসেবে কাজ করবেন।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইংল্যান্ড লড়বে সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া ও এ্যান্ডোরার বিপক্ষে। আগামী বছর মার্চে এটাই হবে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজির সাবেক কোচ টুখেলের প্রথম এ্যাসাইনমেন্ট।
ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত বাছাইপর্বের ড্র শেষে টুখেল বলেছেন, ‘সার্বিয়া ও আলবেনিয়ার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তারা সবসময় প্রতিপক্ষকে বিস্মিত করে। টেকনিক্যাল ফুটবলে তাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দলে রয়েছে আবেগি সব খেলোয়াড়, তাদের ভক্তরাও দারুন আবেগপ্রবণ। দু’জন সাবেক তারকা খেলোয়াড় দলের কোচ হিসেবে কাজ করছেন। যে কারণে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
এছাড়া ইংল্যান্ড কখনই লাটভিয়ার বিপরীতে খেলেনি, যে কারণে এটা আমাদের সবার জন্য নতুন অভিজ্ঞতা। এরপর এ্যান্ডোরা তো রয়েছেই। কিন্তু সবকিছুর পরেও ফেবারিট হিসেবেই আমরা মাঠে নামবো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বাছাইপর্বের বাঁধা পেরুতে হবে। সব গুরুত্ব এখানেই দিতে হবে। এছাড়া ভিন্ন কোন চিন্তা নেই। আমাদের অবশ্যই পুরো বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।’
টুখেল আরো বলেন, ‘ইংল্যান্ডের সেই মানের খেলোয়াড় রয়েছে। কিন্তু বাছাইপর্বে নিজেদের প্রমান করাই বড় কথা। প্রতি টুর্নামেন্টেই এমন কিছু দলের সামনে পড়তে হয় যাদের হারানো কঠিন হয়ে পড়ে। তাদের সাথে সাধারণত খেলার সুযোগ হয়না।’
আগামী ২১ ও ২৪ মার্চ ওয়েম্বলিতে আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুখেল ইংল্যান্ডের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন।
২০২১ সালে চেলসির কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন টুখেল। শিরোপা জয়ী ঐ দলে বেশ কিছু ইংলিশ তারকা ছিলেন যাদের মধ্যে রেসি জেমস, বেন চিলওয়েল ও ম্যাসন মাউন্ট অন্যতম। এছাড়া বায়ার্ন মিউনিখে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সাথে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে টাচেলের। এ পর্যন্ত টুখেল ক্লাব ফুটবলে ১১টি বড় শিরোপা জয় করেছেন।
সাউথগেটের বিদায়ের পর অন্তর্বর্তীকালীণ কোচ হিসেবে কাজ করা লি কার্সলির থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন টুখেল। কার্সলির অধীনে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়ী হয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
মাটি, কৃষি ও দেশ বাঁচান শ্লোগানে কৃষকদের কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা সেমিনার
আমরা কি সুন্দর তাই না?
ইথিওপিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প ,আতঙ্কে জনজীবন
দেবহাটায় তিনটি বিদেশি পিস্তল -গুলিসহ একজন আটক
হরিরামপুরে নাশকতা মামলার আসামী দিনমজুর কাঠমিস্ত্রির নিত্য সরকারের কারাগারে মৃত্যু
টঙ্গীবাড়ীতে রাস্তার উপরেই বিদ্যুতের খুঁটি!
চীনে চাকরির বাজারের সংকট ,উচ্চশিক্ষিত যুবকরা কম যোগ্যতার চাকরি নিচ্ছে
রাজবাড়ীতে এফিডেভিট এর ফাঁদে বাল্য বিয়ে
বিয়ে এখনও হয়নি,কেবল ছবি তোলা হয়েছে: তাহসান খান
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
ওবায়দুল কাদের ও তার ভাই এ জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল-ফখরুল ইসলাম
মধ্যরাতে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
হাত পা বেধে একটি কারখানায় ডাকাতি ৪০ লাখ টাকার মালামাল লুট
চলতি মৌসুমে শতকোটি টাকার ফুল বিক্রির আশা গদখালীর চাষিদের
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে
মালয়েশিয়ার দুই রাজ্যে বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী আটক
নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে বন্দী অ্যারন ব্রায়ান গাঞ্চেসের আবেদন