তিন মেয়র প্রার্থী বরিশালকে ভোটের নগরীতে পরিণত করলেও নগরবাসীর তেমন আগ্রহ সৃষ্টি হয়নি
১৯ মে ২০২৩, ০৪:৫৮ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ০৪:৫৮ পিএম
বরিশাল নগর পরিষদের মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র বাছাইয়ের পরের জুমাবারেই নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে সবার কাছে দোয়া চাইলেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মূল ৩ প্রার্থী শুক্রবারে নগরীর তিন মসজিদে নামাজ আদায় করে মুসুল্লীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি নির্বাচিত হলে নগরীতে অনৈসলামিক কোন কর্মকান্ড প্রশয় দেয়া হবেনা বলেও জানিয়েছেন।
এদিকে আসন্ন এ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে জেলা সভাপতি ও মন্ত্রীর মর্জাদা সম্পন্ন আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি’কে প্রধান করে ৭ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহও তার বড় ভাই আবুল হাসনাতকে প্রধান করে নির্বাচন পরিচালনায় একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন। তবে আবুল খায়েরের নির্বাচন পরিচালনা কমিটি বা উপদেষ্টা কমিটিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর এবং সাধারন সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নাম নেই।
কেন্দ্র ঘোষিত এ কমিটি কি কাজ করবেন, সে সম্পর্কে অবশ্য আওয়ামী লীগের স্থানীয় পর্যায় থেকে কিছু বলা হয়নি। যেহেতু আবুল হাসনাত আবদুল্লাহ একজন এমপি ও মন্ত্রীর পদমর্জাদা সম্পন্ন, সেহেতু কোন নির্বচনী প্রচার অভিযানে তার অংশ গ্রহনের সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। নির্বাচন কমিশনেরও একই মত।
আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ শুক্রবার নগরীর ঐতিহ্যবাহী মুসলিম গোরস্থান মসজিদে জুমা নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লীদের কাছে দোয়া চেয়েছেন। এসময় অনেক মুসুল্লীও তার সাথে কুশল বিনিময় করেন। বিকেল নগরীর বগুড়া রোডের একটি কমিউনিটি সেন্টারে আবুল খায়ের হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পষিদর নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন। তিনি জুমা বাদ মসজিদের মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করে দোয়া চাওয়ার পাশাপাশি হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের কাছেও সহযোগীতা ও সমর্থন কামনা করেন।
এদিকে জাতীয় পার্টি প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস শুক্রবার নগরীর ৩নম্বর ওয়ার্ড জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এখানে নামাজের আগে-পড়ে তিনি মুসুল্লীয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ দোয়া কামনা করেন। প্রকৌশলী ইকবাল শুক্রবার সকালে নগরীর বগুড়া রোডে মুন্সির গ্যারেজ এলাকায় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় শেষে তার বাস ভবনে বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিকেলে তিনি নগরীর ২নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রধান সড়কের মহিলা মাদ্রাসা এলাকা এবং সন্ধার পরে ২১ নম্বর ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনময় করেন।
ইসলামী আন্দোলন প্রার্থী ফয়জুল করিম ছাহেবও নগরীর রূপাতলী হাউজিং মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ তাদের কুশলাদি সম্পর্কে খোজ খবর নেন। তিনি রাতে নগরীর চাঁদমারী এলাকায় দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথেও মতবিনিময় সহ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আগামী ২৫ মে সিটির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পরে প্রতিক বরাদ্ধ নিয়ে সব প্রার্থীরা বরিশালের ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন। তফসিল ঘোষনার সাথেই মূল ৩ মেয়র প্রার্থী বরিশালকে ভোটের নগরীতে পরিনত করলেও এখনো এনগরীর ভোটার সহ আমজনতার তেমন কোন আগ্রহ সৃষ্টি হয়নি প্রধান বিরোধী দলহীন আসন্ন নগর পরিষদের নির্বাচনে। তবে আসন্ন ভোটের চেয়েও বর্তমান মেয়রের মনোনয়ন না পাওয়া সহ তার কিছু অনুসারীদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া এখন এ নগরবাসীর কাছে মূখ্য আলোচিত বিষয়। সরকারী দলের প্রার্থীকে যথেষ্ঠ প্রতিকুলতা অতিক্রম করেই ভোটের দিন পর্যন্ত নির্বাচনের মাঠে টিকে থাকতে হতে পাড়ে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম