সরকার জনগণের সমর্থন হারিয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে- ঝিনাইদহে বিএনপির সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী
২০ মে ২০২৩, ০৯:০১ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
ঝিনাইদহে বিএনপির সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনগণের সমর্থন হারিয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিদেশী কুটনৈতিকদের সমর্থন হারিয়ে তাদের দোয়ারে দোয়ারে ঘুরছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর তারই অংশ। এ জন্য কখনও কুটনৈতিকদের সাথে গোপনে বৈঠক করছে আবার তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে। মানুষের কন্ঠস্বর কেড়ে নিতে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট করেছে। এটা তাদের জনবিচ্ছিন্নতারই অংশ এবং খড়কুটো ধরে বাচার চেষ্টা।
উচ্চ আদালতের নির্দেশনা, সরকারের অবজ্ঞা, গায়েবী মামলা, পুলিশী হয়রানী, দ্রব্য ব্যমুল্যের উর্ধ্বগতি, সরকারের দুর্নীতি ও ১০ দফা দাবিতে ঝিনাইদহে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে শহরের ওয়াজের আলী স্কুল মাঠে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সেসময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ দলের বিপুল সংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান তিথির বক্তব্যে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকার আবারও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না।
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, সরকার আজ জনবিচ্ছিন্ন হয়েছে, জনগন তাদের সাথে নেই। দেশের আপামর জনগনকে সাথে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে বিএনপি। এই আন্দোলনের ভয়ে সরকার তাদের আগ্গাবহ আইনমৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, তাদের হয়রানী করছে। তারা প্রায় ৪০ হাজার বিএনপি নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানী করেছে। এই পরিবারগুলো জেগে উঠেছে। তারা সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে।
তিনি আইনমৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সরকারকে টিকিয়ে রাখতে , আপনাদের অস্তিত্ব রক্ষায় এভাবে মানুষকে হয়রানী করবেন না। পুলিশের যেসকল অফিসার সরকারেরকথায় মানুষকে হয়রানী করছেন তারা সাবধান হয়ে যান। আগামীতে সকল কর্মের হিসাব দিতে হবে। জনগন তাদের হিসাব বুঝে নেবে। তাই সাবধান হন, হয়রানী বন্ধ করুন।
সর্বোপরি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে কাজ করার আহবান জানান তিনি। এছাড়া তিনি বলেন, বিদ্যুতের ভোগান্তি, দ্রব্যমুল্যে উর্ধ্বগতি সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে নইলে জনগণই একসময় তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
এদিকে সমাবেশ শুরুর আগ থেকেই মডার্ণ মোড়, আপারপুর, প্রেসক্লাব, হাটের রাস্তা সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম