বাংলাদেশ স্বাস্থ্য সেবায় অনেকদূর এগিয়ে গেছে - কক্সবাজারে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক
৩০ মে ২০২৩, ০৭:২৬ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৭:২৬ পিএম
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন,
স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশে অনেক অগ্রগতি লাভ করেছে। আজ বাংলাদেশ স্বাস্থসেবায়
অনেকদূর এগিয়ে গেছে।
তিনি (আজ) মঙ্গলবার কক্সবাজারে হোপ ফাউন্ডশন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আজ বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। তিনি করোনার সময় মৃত্যুর হার কমে থাকার জন্য স্বাস্থ্য সেবার অগ্রগতির কারণ বলে উল্লেখ করেন। তিনি সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারী হাসপাতাল গুলোর স্বাস্থ্য সেবার প্রশংসা করেন।
তিনি বলেন, ডা. ইফতিকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এই হাসপাতালটি শুধু কক্সবাজারবাসীর জন্য নয়, গোটা
বাংলাদেশের মানুষের জন্য অনন্য।
মঙ্গলবার বিকেলে ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফউন্ডশনের চেয়ারম্যান ডা. ইফতেখার উদ্দিন মিনার।
হোপ ফাউন্ডেশনের মেটারনেটি এন্ড ফিসটুলা সেন্টার এর উদ্বোনী অনুষ্ঠানে ফাউন্ডশনের চেয়ারম্যান ডা. ইফতেখার উদ্দিন মিনার
স্বাগত বক্তব্যে প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কক্সবাজােরর একজন ছেলে গত ৩৩ বছর আগে আমেরিকায় গিয়ে তার বাবার অনুপ্রেরণায় তিনি গত ২৩ বছর ধরে বাংলাদেশের গ্রামে গঞ্জে হোপ ফাউন্ডশনের মাধ্যমে মানব সেবা করে যাচ্ছেন।
তিনি বলেন, দেশে ২০ হাজারেরও বেশী ফিস্টুলা রোগী কষ্টকর জীবন যাপন করছে। হোপ ফাউন্ডেশন দেশের ১১ টি জেলায় এখন ফিস্টুলা চিকিৎসা দিয়ে যাচ্ছে। সরকার দেশকে ফিস্টুলামুক্ত করতে চায়। এলক্ষ্য অর্জনে হোপ ফাউন্ডেশন বাংলাদেশকে ফিস্টুলামুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।
এই অঞ্চলে হোপ ফাউন্ডেশন মায়েদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি ফিস্টুলা বিষয়ে চিকিৎসায় জনগণের ভালবাসা অর্জন করেছে।
তিনি হোপ ফাউন্ডেশনের শুরু দিকে দায়িত্ব পালনকারী তার পিতা মরহুম জহির উদ্দিন ও প্রফেসর মরহুম জানে আলমসহ যারা এর সাথে ছিলেন এবং আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কক্সবাজার শহরতলীর চাইন্দায় মাও শিশু হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এমপি কমল বলেন, ১৯৯৯ সালে ডা. মিনার এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন এলাকার মায়েদের সেবা করার জন্য। ডা. মিনার ৩৩ বছর আমেরিকা কাটিয়েও দেশের কথা ভুলেননি। তিনি ডাক্তার মিনারের শিশু ইউনিট করার জন্য ২০ লাখ টাকার অনুদান ঘোষণা দেন।
তিনি বলেন, ১৫ বছর আগেও উপজেলা সদরে একজন ডাক্তার পাওয়া যেতনা। এখন অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, পাকিস্তান এখন একটি দরিদ্র দেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনায় এটি সম্ভব হয়েছে। আমাদের রিজার্ভ পাকিস্তান ভারতের চেয়েও বেশী।
তিনি বলেন, গণতন্ত্রের সঙ্ঘা হচ্ছে কোন বিদেশীর কথায় বাংলাদেশ চলবেনা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বশর মোহাম্মদ খুরশেদ আলম বলেন, তার চাকরী জীবনে মহেশখালীতে ৮০'র দশকে যে অবস্থা ছিল তা আজ নেই। এটি পরিবর্তন হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে।
অতিরিক্ত সচিব হাশমত আলী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এমপি আশেকুল্লাহ রফিক বলেন, সরকার জনগণের দুরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার যে পরিকল্পনা হোপ ফাউন্ডেশন সেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হোপ ফাউন্ডেশন মিডওয়াইফারী প্রশিক্ষণ দিয়ে মায়েদর স্বাস্থ্য রক্ষায় কাজ করে। এই হোপ ফাউন্ডেশন মহেশখালী-কুতুবদিয়াতেও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার কাজ করছে।
এনজিও বিষয়ক পরিচালক শেখ মুহাম্মদ মুনিরুজ্জামান বলেন, ডা. মিনারের হোপ ফান্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আমেরিকায় থেকে এত বর কাজ করছেন। তার এই ভালো কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন মাহবুবুর রহমান ও রামুর ইউএনও ফাহমিদা মোস্তফা এবং বিদেশী কয়েকজন প্রতিনিধি ও ফিস্টুলা ফাউন্ডশন ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মালানের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন তামিম
কালিগঞ্জে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল
ব্যাংকারদের জন্য সুখবর
ধর্মীয় অবমাননার অভিযোগে পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড
ভক্তদের জন্য নতুন সুখবর দিলেন টম ক্রুজ
আসাদ দিবস : দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের
শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার