পুলিশী বাঁধার মধ্যে সিলেট জেলা বিএনপি কর্মসূচি পালিত
৩০ মে ২০২৩, ০৭:৪৭ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০১ এএম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশের নিরিহ মানুষের উপর গণহত্যা শুরু করে, তখন মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে দিশেহারা জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন তৎক্ষালিন মেজর জিয়াউর রহমান। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তলাবিহীন ঝুঁড়িতে পরিণত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক। দুটিকে আলাদা করার কোন সুযোগ নেই। যতই ষড়যন্ত্র করা হোক না কেন এদেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে দেয়া যাবে না।
আজ মঙ্গলবার বিকেলে শহরতলীর সালুটিকর এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় ও খাবার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দেশে আজ সেই গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, আইনের শাসন নেই। দ্রব্যমূল্যের কারনে দেশের সাধারণ মানুষ আজ অনাহারে অর্ধাহাতে দিন যাপন করছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকার দলের নেতাদের ভয়াবহ দুর্ণীতির মাধ্যেমে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার ফলে দেশের অর্থনীতি ভেঙ্গ পড়েছে। তীব্র গরমের মধ্যে লাগামহীন লোডশেডিংয়ের কারনে মানুষ আজ অতিষ্ঠ। একদিকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। লাগামহীন লুটপাটের কারনে দেশ আজ ভয়াবহ পরিস্থিতির সম্মূখিন। এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, গোলাম রব্বানী, যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, রফিকুল ইসলাম শাহপরান, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সাংগঠনিক সম্পাদক আল আসলাম মুমিন, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, জামাল উদ্দিন আহমদ প্রমূখ। আলোচনা সভা শেষে দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে, শহরতলীর সালুটির এলাকায় দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচিত আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে ব্যাপক বাঁধা দিয়েছে পুলিশ। প্রশাসনের বাঁধাকে উপক্ষা করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিকে বাস্তবায়ন করেন। এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহ জালাল (র.) এর দরগাহ প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান খোকো'র আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ কামনা, চলমান গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ