চিলাহাটি-ঢাকা নতুন ট্রেন ‘নীলফামারী এক্সপ্রেস’ ৪ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩১ মে ২০২৩, ১১:২৬ এএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১১:২৬ এএম
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে আরেকটি কোচ চালু হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয় থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এই আন্তঃনগর ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। ৫ জুন থেকে ট্রেনটি নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করবে।
দীর্ঘদিন থেকে এই জনপদের লোকজন রাতের বেলায় নীলসাগর ট্রেন চলাচলের পাশাপাশি দিনের বেলায় একটি ট্রেন চালানোর জোর দাবি জানিয়ে আসছিলো।ট্রেনটির নাম হিসেবে নীলসাগর দিবা এক্সপ্রেস, নীলকুঠি এক্সপ্রেসসহ একাধিক নাম প্রস্তাব করা হয়েছে।
এমনকি ৮০৬ নীলসাগর প্রভাতী ও ৮০৫ নীলসাগর গোধুলী নামে চলাচল করবে বলেও প্রচার চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সর্বশেষ নীলফামারী এক্সপ্রেস নামকরণ হয়েছে। ইতোমধ্যে নতুন ট্রেন ৩৮৩ কিলোমিটার দূরত্বের এই রেল রুটে ট্রায়ালও শেষ করেছে। বর্তমানে পার্বতীপুর রেল স্টেসনের ইয়ার্ডে রাখা আছে।
নতুন ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬ টায় আর ঢাকা পৌছবে বেলা ৩টা ১০ মিনিটে। আবার ঢাকা ছাড়বে বিকাল ৪টা ১৫ মিনিটে। চিলাহাটি পৌছবে রাত ১ টা ৪৫ মিনিটে। ট্রেনটি শনিবার বাদে ৬দিন চলাচল করবে।
যাওয়ার পথে ডোমারে সকাল ৬.২০ টা, নীলফামারী ৬.৪০, সৈয়দপুর ৭, পার্বতীপুর ৭.৩০, বিরামপুর ৮, জয়পুরহাট ৮.৩০, সান্তাহার ৯.১৫, নাটোরে সকাল ১১ টায় এবং বিমানবন্দর দুপুর ২.৩০ ও কমলাপুর ৩.১০ টায় পৌঁছাবে।
অপরদিকে ফেরার পথে ঢাকা থেকে বেলা ৪.১৫ মিনিটে ছাড়বে। বিমানবন্দরে ৪.৪৫, নাটোরে ৯, সান্তাহার ৯.৪৫, জয়পুরহাট ১০.২৫, বিরামপুর ১১, পার্বতীপুর ১১.৩০, সৈয়দপুর ১২, নীলফামারী ১২.৩০, ডোমার ১ টায় এবং চিলাহাটিতে ১. ৪৫ মিনিটে পৌঁছাবে।
উল্লেখ্য, সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে ২০০৭ সালে। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক ট্রেন চালু করা হয়। কিন্তু ঢাকা-চিলাহাটি রুটে একটিমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেনই চলাচল করছে।
এটি চলাচলের পর থেকে দারিদ্র পীড়িত জেলাটির মানুষের জন্য আর্থ-সামাজিক সম্ভাবনার সৃষ্টি হয়। এরপর রেলপথ সংস্কার করে ডুয়েলগেজ করার পর ওই ট্রেনটির গন্তব্য করা হয় নীলফামারী থেকে বাড়িয়ে চিলাহাটি পর্যন্ত।
এ রুটে যাত্রীদের চাপের কথা বিবেচনায় রেখে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন নীলসাগরের দ্বিতীয় র্যাক চালু করার কথা বলেছেন অনেকবার। সৈয়দপুরের রেলকারখানা পরিদর্শনের সময়েও তিনি ট্রেন চালুর আশ্বাস দিয়েছিলেন। অবশেষে নতুন ট্রেন চালু হওয়ার খবরে সৈয়দপুরসহ পুরো জেলায় আনন্দের ছোঁয়া লেগেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি