বাংলাদেশ আ’লীগের হাতে নিরাপদ নয় : খুলনায় ব্যারিষ্টার শাহজাহান ওমর
০১ জুন ২০২৩, ০৮:০৮ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১২:০৬ এএম
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার মোহাম্মদ শাহজাহান ওমর (বীরউত্তম) বলেছেন, একপ্রকারের মানুষ আছে, যারা অন্য মানুষ ধরে ধরে খায়; সেকারণে আমেরিকা যুক্তরাষ্ট্র কয়েকটি দেশকে ভিসা দেয়া বন্ধ করেছিল বহু আগেই- তারমধ্যে আফ্রিকার দেশ উগান্ডা, নাইজেরিয়া, কঙ্গোও সোমালিয়া। কারণ ওরা মানুষ খায়। আমাদের দেশে বর্তমানে আমেরিকা ভিসা দেবে না বলে সতর্কতা জারি করেছে। তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কি খায়? পেঁয়াজ খাইলো, রসুন খাইলো, আদা খাইলো, সয়াবিন খাইলো, তেল খাইলো, টেন্ডার খাইলো, ভোট খাইলো, ব্যবসা খাইলো, মানুষ খাইলো, সব খাইলো-তবুও ওদের ক্ষুধা মিটলো না। এই ক্ষুধা নিবারণ করতে অবিলম্বে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় দিতে হবে। ওদের হাতে রক্তে অর্জিত বাংলাদেশ নিরাপদ নয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সাবেক মন্ত্রী শাহজাহান ওমর আরও বলেন, এখন যার টাকা যতো বেশি, নৌকা তার। নৌকা প্রতীক এবার পেলে বিনাভোটে এমপি। যাদের নূন্যতম আত্মসম্মানবোধ আছে তারা দিনের ভোট রাতে করে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হতে পারেন না বলে মন্তব্য করে তিনি বলেন, ওদের তো লজ্জা নাই-ইনশআল্লাহ্ ডিসেম্বর মাসে আন্দোলনের মাধ্যমে বিনাভোটের সরকারকে উচিত শিক্ষা দেয়া হবে। বক্তৃতার শুরুতেই মেজর জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম এঁর সাথে মহান মুক্তিযুদ্ধকালীন ও স্বাধীনতা পরবর্তী সময়ের স্মৃতিচারণ করেন শহীদ জিয়ার অন্যতম সহচর রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা শাহাজান ওমর।
প্রধান বক্তার বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, সারাদেশে লোডশেডিং এখন উন্নয়ন নামক বিজ্ঞাপন বিরতি দিচ্ছে। সারাবছর রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে উন্নয়নের বিজ্ঞাপন দিয়ে যেয়ে সরকার, অথচ বাংলাদেশ আজ দেওলিয়াত্বের মুখে। তাই দেশ বাঁচাতে রাজপথে নামতে হবে। যেখানেই মুজিব কোট, সেখানেই প্রতিরোধ। নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সদস্য মোঃ মুজিবর রহমান ও জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। সম্মানিত আলোচক হিসেবে শহীদ জিয়ার বর্ণাঢ্য কর্ম ও রাজনৈতিক জীবনের উপর বক্তৃতা করেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এ্যাড. গাজী আব্দুল বারী, নগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আক্তার জাহান রুকু ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব ও বিএমএ খুলনার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সেখ মোঃ আক্তারুজ্জামান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান