নিরাপত্তার চাঁদরে ঢাকা বরিশাল মহানগরীর ভোট গ্রহনে ইসলামী আন্দোলন-এর কর্মী সমর্থকদের সাথে বিচ্ছিন্ন গোলযোগ
১২ জুন ২০২৩, ০২:২০ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ০২:২০ পিএম
নিরাপত্তার চাঁদরে ঢাকা বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহন সকাল থেকে সুষ্ঠুভাবে শুরুর হলেও বেলা বাড়ার সাথে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে কিছু গোলযোগ শুরু হয়েছে। এত ইসলামী আন্দোলনের কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। দুপুর ১২টার দিকে নগরীর নবগ্রাম রোড-চৌমহনীতে ছাবেরা খাতুন বালিকা বিদ্যালয় মহিলা কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিম ছাহেব পরিদর্শনে গেলে তার সাথে থাকা বিপুল সংখ্যক সমর্থক ও কর্মীদের প্রবেসে পুলিশ বাঁধা দেয়। এসময় আওয়ামী লীগের কিছু সমর্থকও পুলিশের সাথে একমত হয়ে ঐ মহিলা কেন্দ্রে এত পুরুষ লোকের প্রবেসে আপত্তি জানাতে থাকে। এসময় উভয় পক্ষের ম্লোগান, পাল্টা শ্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রার্থী মুফতি ফয়জুল করিম ছহেব দ্রুত এলাকা ত্যাগ করলেও তার কিছু সমর্থক পাশ^বর্তি রাস্তা অবরোধ করে শ্লোগান দিতে থাকে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকগন নবগ্রাম রোডÑচৌমহনী ও সংলগ্ন রাস্তা আটকে আইনÑশৃংখলা বাহিনীর সামনে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা পাশর্^বর্তি বরিশালÑফরিদপুরÑঢাকা জাতীয় মহাসড়কে যানবাহন চলাচলেও সাময়িক বাঁধা প্রদান করে। এসময় পুলিশ সহ আইন-শৃংখলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে মহাসড়ক অবরোধ মূক্ত করে।
পরে একজন ম্যাজিষ্ট্রেট ইসলামী আন্দোলনের দুজন প্রতিনিধিকে কেন্দ্রে তাদের এজেন্টদের দেখভাল সহ ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে কিনা দেখার জন্য ছাবেরা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যান। গোলযোগ শুরুর পরে প্রায় ২৫ মিনিট ঐ কেন্দ্রেটিতে ভোট গ্রহন সাময়িক বন্ধ থাকলেও কেন্দ্রের মধ্যের ভোটারগন সেখানেই অপেক্ষমান ছিলেন। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নবগ্রাম রোড-চৌমহনী ও সন্নিহিত এলাকায় ইসলামী আন্দোলন-এর সমর্থকগন সংগঠিতভাবেই অবস্থান করছিলেন। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। কেন্দ্রে ভোট গ্রহনও চলছে।
এদিকে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের আসমত মাষ্টার প্রাথমিক বিদ্যালয় সহ আরো কয়েকটি কেন্দ্রে ইসলামী আন্দোলনের হাত পাখার কর্মী ও এজেন্টদের বের করে দেয়া সহ কেন্দ্রের বাইরে তাদের অফিস ভেঙে দেয়ার বিষয় নিয়ে প্রার্থী মুফতি ফয়জুল করিম রিটার্নিং কর্মকর্তা ছাড়াও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন।
নগরীর ৩০টি ওয়ার্ডর ১২৬টি কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহন চলছে । প্রধান বিরোধী দলহীন এ নির্বাচনে ২ লাখ ৭৫ হাজার ২৬৭ নারী-পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগের কথা। দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রেগুলোতে গড়ে প্রায় ৩৭ভাগ ভোটার ভোট প্রদান করেছেন বলে নানা সূত্রে জানা গেছে। এ নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী ছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডে ১১৬ জন সাধারন কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত নারী আসনে ৪২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদন্ধীতায় রয়েছেন।
বরিশাল নগর পরিষদের ৫ম নির্বাচনে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম ছাহেবের মধ্যে ত্রিমুখি লড়াইয়ের হচ্ছে। এর বাইরেও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন ও আলী হোসেন’ও ভোটের মাঠে রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ