সিসিকে আ’লীগ প্রার্থীর `প্রার্থিতা` চ্যালেঞ্জ করে হাইকোর্টে এক যুবলীগ নেতার রিট, আজ শুনানি !
২১ জুন ২০২৩, ০৮:৩৩ এএম | আপডেট: ২১ জুন ২০২৩, ০৮:৩৩ এএম
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আজ। শুরু হয়েছে ভোট গ্রহণ। কিন্তু নতুন এক অস্বস্থির মধ্যে পড়েছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক যুবলীগ নেতা। তার নাম এ কে এম আবু হুরায়রা সাজু। রিটে নির্বাচন কমিশন, আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তবে রিট আবেদনে ভোট স্থগিত চাওয়া হয়নি। গতকাল মঙ্গলবার (২০ জুন) সিলেট সদরের বাসিন্দা এ কে এম আবু হুরায়রা সাজুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
যুবলীগ নেতা এ কে এম আবু হুরায়রা সাজু এক সময় ছিলেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। এর আগে গত ১২ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে হলফনামায় জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ করেন তিনি। রিটে নির্বাচন কমিশন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিবাদী করা হয়েছে সংশ্লিষ্টদের।
ব্যারিস্টার খাজা তানভীর রিট বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ায় সিলেট সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে হাইকোর্টে রিট। আনোয়ারুজ্জামান চৌধুরীর কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসির সনদে জন্ম তারিখের সঙ্গে কোনো মিল নেই নির্বাচন কমিশনে দাখিল করা জন্ম তারিখের। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতার জায়গায় লিখেছেন বিএ অনার্স ব্যবসা। আসলে বিএ অনার্স ব্যবসা বলে নেই কোন ডিগ্রি। এসব বিষয় উল্লেখ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। আজ বুধবার (২১ জুন) সকালে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
এছাড়া ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ আরও বলেন, যদিও রিট আবেদনে ভোট স্থগিত চাইনি আমরা। আমরা কেবল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচন কমিশনের দেওয়া বৈধতাকে চ্যালেঞ্জ করেছি। আজ (২১ জুন) সিলেট সিটির নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো আপত্তি নেই আমাদের। রিট আবেদনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামানকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী ঘোষণাকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির জানানো হয়েছে আর্জি। এর আগে গত ১৯ জুন এ বিষয়ে ই-মেইলে প্রধান নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়ে আইনি নোটিশ। সে নোটিশের বিষয়ে কোনো সাড়া না পেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে জানান রিটকারীর আইনজীবী খাজা তানভীর আহমেদ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অনুপ্রবেশকারীদের টার্গেট নরসিংপুর সীমান্ত!