খালেদা জিয়া মাঠে থাকলে তাদের এ দেশে দাঁড়াবার স্থানটুকু থাকবে না-মির্জা ফখরুল
২৪ জুন ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০২ এএম
বরিশালে তারুণ্যের সমাবেশ মঞ্চে প্রধান অতিথি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দফা এক দাবী এক শেখ হাসিনার পদত্যাগ । ব্যতিক্রমী এই সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি ছিল বিপ্লবী গান, কবিতা পাঠ ও ভুক্তভোগী প্রত্যক্ষ নির্যাতনের শিকার মা বোন ও ভাইদের অভিজ্ঞতা বর্ণনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবেত ছাত্র যুব ও জনতাকে সাথে নিয়ে বার বারই শ্লোগান তোলেন ‘দফা এক, দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ’।
শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেল’স পার্ক) জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের সমন্বয়ে আয়োজিত এই তারুণ্যের সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল জাহান শ্রাবণ এর সভাপতিত্ব বিএসপি মহাসচিব জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি করেন। তার সাথে বঙ্গবন্ধু উদ্যানের হাজার হাজার সমবেতও বিদ্রহী কবির কবিতা আবৃত্তি করেন,
"দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!"
বিএনপি মহাসচিব তার বক্তব্যের প্রথমেই বরিশালের সন্তান হারানো মা ফিরোজা বেগমকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। কালু আর মিরাজ তার দুই সন্তান ২০০৮ সালে নিখোঁজ হয়। তাদের তুলে নিয়ে যায় সাদা পোশাকের লোকেরা। মির্জ ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় এসেই এই গুম খুনের রাজনীতি শুরু করে। তিনি বলেন, সিলেটের ইলিয়াস আলীর শিশু কন্যার বয়স আজ ১১ বছর। কত মায়ের বুক এভাবে খালি করেছে তারা। পুলিশ হেফাজতে মৃত্যু, আর গুম করে মৃত্যু। এজন্য দেশ স্বাধীন হয় নাই।
তিনি বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি করতে বাধা দিচ্ছে। কারণ, তারা জানে, খালেদা জিয়া মাঠে থাকলে তাদের এ দেশে দাঁড়াবার স্থানটুকু থাকবে না। মিথ্যা মামলা দিয়ে তারা তারেক রহমানকেও দেশে আসতে দেয়না। কারণ তাকেও ভয় পায় এই সরকার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছুদিন আগে পত্রিকায় এসেছে সুইজারল্যান্ডের ব্যাংকে তাদের কোটি কোটি টাকা। প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড গেলেন, সাথে সাথে সেখানের সুইজ ব্যাংক থেকে বাংলাদেশের সব টাকা উধাও হয়ে গেল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রশ্ন করেন, বিদ্যুৎ এর টাকা কোথায় গেল। আপনি আমি সবাই বিদ্যুৎ বিল দেই, তাহলে, এরা আবার নিজেদের বৈধ সরকার দাবী করে। তিনি বলেন, বৈধ সরকার নও তোমরা, ‘তোমরা অবৈধ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাই। তেল, চিনি, মাংস সবকিছুর দাম দিগুণ-তিনগুণ বেড়েছে। মানুষ কিনতে পারেনা কিন্তু ওরা পারে, যাদের চুরির টাকা আছে তাদের ক্রয় ক্ষমতা আছে।
এর আগে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আওয়ামী লীগের বাকশাল গঠনের ইতিহাস তুলে ধরে বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই সরকার। এই সরকার ভোট চোর উল্লেখ করে টুকু শ্লোগান তোলেন -"তারেক রহমান আসলে দেশে-আওয়ামী লীগ যাবে ভেসে" এবং তিনি তরুণদের নিয়ে সরকারের পতন ও তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সবাইকে নিয়ে শপথ করেন।
তারুণ্যের এই সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুসুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, শফিকুল ইসলাম মিল্টন, রাজিব আহসান, সাঈফ মাহমুদ জুয়েল সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শণিবার বরিশাল বেল পাকেল তারুন্যের এ সমাবেশে যোগ দিতে মহানগরীর বাইরে থেকেও বিপুল সংখ্যক নেতা কর্মী সমবেত হন। গত ডিসেম্বরে বরিশালের একই স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রায় ৬ মাস পরে শনিবার এ তরুন্যের সমাবেশ দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মদের আরো উদ্দিবিত করল।
এদিকে শণিবার তারুণ্যের সমাবেশের পাল্টা কর্মসূচী হিসেবে মহানগরীর ফজলুল হক এভেনিউতে নগর ভবনের সামনে আওয়ামী যুব লীগ এক শান্তি সমাবেশের আয়োজন করে। ২৪-৬-২০২৩.
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শীতে কাহিল উত্তরাঞ্চল
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
ক্রিসমাসকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত স্পেন
সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১২ মাসে ১২ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
বেনাপোলে আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
গফরগাঁওয়ে বালুভর্তি লড়ি চাপায় যুবকের মৃত্যু
‘ধর্ম যার যার উৎসব সবার’ উক্তি সম্পূর্ণ ইসলামবিরোধী'
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে সমালোচনা ট্রাম্পের
সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে
জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন
অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন
লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
৭২ সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন শেখ মুজিব মাওলানা মামুনুল হক
নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: জয়শঙ্কর
ঠাকুরগাঁও সুগার মিলে মাড়াই কার্যক্রম উদ্বোধন
তাহেরির মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ
শিক্ষার্থীরা যেমন ছাত্ররাজনীতি চায়