বরগুনায় হত্যার পরে ধর্ষণ: ধৃত তিন আসামির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান
৩০ জুন ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ৩০ জুন ২০২৩, ০৮:৫২ পিএম
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের এক বাড়িওয়ালার সম্পত্তি একচেটিয়া নিজের দখলে রাখার মানসে শ্বাসরোধ করে হত্যার পরে ধর্ষণ করেছে এক শিক্ষক। একটি ক্লুলেস হত্যাকান্ডের তদন্ত করতে গিয়ে বরগুনা গোয়েন্দা গোয়েন্দা পুলিশের হাতে উঠে এসেছে এমন নারকীয় ঘটনার সকল তথ্য। ধৃত তিন আসামি বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান জানান, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বিধবা বিলকিস বেগম (৫৫) হত্যা মামলার তদন্তের নির্দেশ আদালত হতে আসার ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হই। গত শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে সবকিছু তদন্ত করে ডাকাতি ও হত্যার মত এত ঘটনা ঘটে গেলে ভাড়াটিয়া আঃ রহমান জুয়েল ও তার পরিবার ঘুমিয়ে ছিল এমন ক্লু ধরে জুয়েল ও তার স্ত্রীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিলকিস বেগমকে হত্যা ও হত্যার পরে ধর্ষণের ঘটনা প্রকাশ করে দেয়।
ডিবি ওসি শহিদুল ইসলাম খান আরও জানান, বাসা মালিক বিলকিস বেগম ঈদ উল আযহা উৎযাপন উপলক্ষে ঘটনার দুই দিন আগে ঢাকা থেকে নিজ গ্রামে আসেন। তার স্বামী আঃ মান্নান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকুরীরত অবস্থায় ২০২০ সালে করোনায় মারা যান। তার দুই ছেলেও ঢাকা সিটি কর্পোরেশনে চাকুরী করেন। ছেলে ও তাদের স্ত্রী এবং নাতিরা গ্রামের বাড়িতে যাবে বলে বাড়িঘর গোছাতে বাড়িতে আসে। বাড়ী এসে বাড়িঘর নোংরা করে রাখায় ভাড়াটিয়া ও বাড়ি দেখাশোনা করার দায়িত্বে থাকা মোকামিয়ার জোয়ার করুনা নূরানী মাদ্রাসার শিক্ষক আঃ রহমান জুয়েল (৩৩) এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় জুয়েল বলে তার স্ত্রী অসুস্থ থাকায় বাড়িঘর নোংরা হয়েছে। তারপরও ঝগড়াঝাটি করায় জুয়েল বিলকিস বেগমের সঙ্গে ঝগড়াঝাটির বিষয়টি নিয়ে আঃ রহমান তার প্রতিবেশী নির্মাণ শ্রমিক হিরু (৩৮) কে জানায় এবং বলে প্রতিবার ঢাকা থেকে এসে ঝগড়াঝাটি করবে তা আরভালো লাগেনা। তখন হিরু বলে 'উপরে পাঠিয়ে দাও। মহিলা মরলে জমিজমা তোমার হয়ে যাবে। তার ছেলেরা ঢাকায় থাকে, ঢাকায় চাকুরি করে। চাকুরী ছেড়ে তারা আর জমিজমা খেতে গ্রামে আসবেনা। এই জমিজমা তোমার হয়ে যাবে।' ওই সময়ই তারা বিলকিস বেগমকে হত্যা করার পরিকল্পনা নেয়। হত্যা শেষে বাড়িতে ডাকাতি হয়েছে বলে প্রচার করে দেবে যাতে তারা ধরাছোঁয়ার বাহিরে থেকে যাবে। এই কিলিং মিশন সফল করতে তারা তাদের ঘনিষ্ঠজন স্হানীয় মুদি দোকানদার মাসুদ মিয়ার সঙ্গে শেয়ার করে। পরিকল্পনায় তারা মোবাইল ট্রাকিংয়ের ফাদে যাতে না পরে তাই বিলকিস বেগমের বাড়ির উঠানে টিউবয়েলে কয়েকটি চাপ দিলে তাদের উপস্থিতি সংকেত নিশ্চিত হবে।
শুক্রবার রাতে জুয়েল তার অসুস্থ স্ত্রীকে জ্বরের ঔষধের পাশাপাশি ঘুম পাড়িয়ে রাখার জন্য এলার্জির ঔষধ খাইয়ে জোড়ে ফ্যান ছেড়ে এবং চার্জার ফ্যান ছেড়ে স্ত্রীকে ঘুম পাড়িয়ে দেয়। মধ্যরাতে হিরু এসে টিউবয়েলে জোড়ে জোড়ে কয়েকটি চাপদিলে জুয়েল দরজা খুলে হিরুকে নিয়ে প্রবেশ করে এবং বাহিরে পাহারা হিসেবে মাসুদ অবস্থান করে। ঘরের মধ্যে ঢুকে জুয়েল বিলকিস বেগমের বুকের উপরে উঠে গলাটিপে ধরে আর হিরু পা চেপে ধরে। এসময় ধস্তাধস্তি হলে বিলকিস বেগমের বুক থেকে কাপড় সরে যায়। তখন যাতে বিলকিস বেগম কোনো শব্দ করতে না পারে তাই মুখে তোয়ালে পেচিয়ে নেয় এবং শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।
জুয়েল ও হিরুর কিলিং মিশন শেষে ঘরের মালপত্র তচনছ করে ছড়িয়ে ছিটিয়ে রাখে এবং জানালার গ্রীল কেটে মেঝেতে রাখে যাতে সকলে বুঝতে পারে বাড়িতে ডাকাতি হয়েছে। ঘটনা শেষে জুয়েল বিলকিস বেগমের স্বর্ণালঙ্কার হিরুকে দিয়ে দেয়। হিরু চলে যাওয়ার পর জুয়েল পুনরায় বিলকিস বেগমের ঘরে ঢুকে মৃত বিলকিস বেগমকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর বিলকিস বেগমের মরদেহের উপর আঘাত করে যাতে বুঝতে পারে ডাকাতরা বিলকিস বেগমকে মারধর ও ধর্ষণ করেছে।
ধর্ষণ করা শেষে জুয়েল এসে অসুস্থ স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকে এবং সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে জুয়েল ও তার স্ত্রী বিলকিস বেগমকে ডাকাডাকি করে এবং হিরুকে ফোন দেয়। হিরু আসলে পরে প্রথমে বেতাগী স্বাস্থ্য বিভাগের কর্মরত বিলকিস বেগমের জামাতাকে খবর দেয়। পরে ঢাকায় ছেলেদের জানানো হয় বাড়িতে ডাকাতি হয়েছে এবং বিলকিস বেগমকে ডাকাতরা হত্যা করেছে।
বরগুনা গোয়েন্দা পুলিশ আ: রহমান জুয়েলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে জেল হাজতে প্রেরণ করে। রবিবার রাতেই তারা অভিযান চালিয়ে মামলার অন্যতম সহযোগী হিরুকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। হিরুর বক্তব্য মতে মঙ্গলবার রাতে পুনরায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করে। এসময় মাসুদের ট্রাংক থেকে বিলকিস বেগমের কানের দুল জব্দ করে। হিরু ও মাসুদের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে