বিএনপি ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে- ওবায়দুল কাদের
২৩ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার কারনে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তারা এখন ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে। বেসামাল এ বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে, গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে। তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না। কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবেনা। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছে, তাদের সাথেও কথা বলেছি, তাদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তারাও তত্ত্বাবধায়ক বুঝেনা।
রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমূখ।
ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে বলেন, তিনি একজন শিক্ষক ও স¦জ্জন ব্যাক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কিভাবে এত বিশ্রি ভাষায় গালি দিতে পারেন। তিনি একজন প্যাথলজিক্যাল লায়ার। ২০০৮ সালে খালেদাÑফখরুল বলেছিলো, আওয়ামী লীগ ৩০আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তারা এবং তাদের জোট পেয়েছিল ৩০আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০সিট পাবে। অথচ দেশের ৭০শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রিব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। নালিশ করতে করতে বিদেশীদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এ দলটি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবেনা বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়।
তিনি আরও বলেন, এ উপকূলীয় জনপদের মানুষের জন্য নদী ভাঙ্গনরোধে কেউ ক্রসড্যাম করতে পারেনি, শেখ হাসিনাই পেরেছেন। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার মানুষ অন্ধকারে ছিল। শেখ হাসিনা অন্ধকারের মধ্যে আলো জালিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলরা দিনের আলো দেখেনা। দিনেও রাতের আঁধার দেখে। বৃহত্তম নোয়াখালী এলাকায় এ সরকার উন্নয়ন করে আলোকিত করেছে। একসময় এ এলাকা বিএনপির ঘাঁটি থাকলেও এখন আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে।
ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে অগ্নিসংযোগ ভাঙ্গচুর সহ্য করা হবেনা। যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, সে হাত ভেঙ্গে দেয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে