জকিগঞ্জে চাঁদাবাজী ও শিক্ষক লাঞ্চনার অভিযোগে গ্রেফতার ১
১১ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
জকিগঞ্জে চাঁদা না পেয়ে স্কুলে ডুকে প্রধান শিক্ষিকার কক্ষ ভাংচুর ও মারধরের অভিযোগে সফিকুর রহমান নামের স্কুলের এক অভিভাবক সদস্যকে থানাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। উপজেলার ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও শিক্ষকদের মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম বাদী হয়ে ও উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী হাজারীচক গ্রামের শিবির ক্যাডার সফিকুর রহমান ও দরিয়াবাজ গ্রামের আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৩১ জুলাই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাঠদানরত অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষের সবকিছু তছনছ করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিগুলো ছুড়ে ফেলে চিৎকার দিয়ে অরাজকতা সৃষ্টি করে। শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের মারধর করে আহত করে। সরকার কর্তৃক বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত ও মেন্টেনেন্টের টাকার ২৫% চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় রাগান্বিত হয়ে স্কুলের সকল আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে। এসময় তারা বিদ্যালয়ের রেজিষ্টারসহ বেশ কিছু কাগজপত্র নিয়ে যায় বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক।
ইতিপূর্বেও তারা বিদ্যালয়ে এসে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়ে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করলে, উপজেলা নির্বাহী অফিসার সরজমিন তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে বিদ্যালয়ের সীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। নারকীয় এ সন্ত্রসী হামলার সময় বিদ্যালয়ের পাঠদান চলছিল। আতঙ্কিত শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। এ সময় কয়েকজন শিশু ছাত্র ও শিক্ষক লাঞ্চিত হয়ে আহত হলে, ৫ জনকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ নিয়ে কয়েকদিন থেকে এলাকার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
জকিগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিও এ ঘটনায় ক্ষুভ ও নিন্দা জানিয়ে আসছিলেন। দ্রুত বিচার ও চাঁদাবাজি আইনের মামলার (মামলা নং-০৭) প্রধান আসামী সফিকুর রহমানকে গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে বলে শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার জানান। আলোচিত এ সফিকুর রহমানের বিরুদ্ধে আরও একটি বঙ্গবন্ধুর ছবি পুড়ানোর বিশেষ ক্ষমতা আইনের মামলা বিচারাধীনসহ আরও একাধিক মামলা রয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন পিপিএম বলেন, প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্র শিক্ষকদের লেখাপড়ার নিরাপত্তা নিশ্চিতসহ এলাকার আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে যা যা প্রয়োজন সবই করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ, থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
শেরপুরে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত
ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হচ্ছে
সাংবাদিক শাহ আলম চৌধুরী আর নেই