কাশীপুরে ফ্লাটে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬ জন
১৮ আগস্ট ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ০৩:২৬ পিএম
ফতুল্লার কাশিপুরে হোসাইনি নগর এলাকার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্লাটে গ্যাস বিস্ফোরণ ঘটেছে। এতে আগুনে চারজন দগ্ধসহ আহত হয়েছেন ছয়জন৷বিকট শব্দে বিস্ফোরণের ফলে ভেঙে চুরমার হয়ে গেছে পঞ্চমতলার দেয়াল। দেয়াল ভেঙে পড়ে পাশের একটা ভবনে টিনের চালসহ ঘরের আসবাবপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আসলাম সিকদারের মালিকানাধীন লক্ষী নিবাসে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ওই এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, পোশাককারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার, তাদের এক কন্যা শিশু। এছাড়া স্থানীয় ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির হোসেন নামে দু’জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানায়, রাত ১২টার দিকে লক্ষী নিবাসের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। আবু কালাম নামে অন্য আরেক জনকে নেয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে৷ এছাড়া জাকির নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।স্থানীয় বাসিন্দা ফরিদা বেগম জানান, ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই শুনতে পারি বিকট আওয়াজ। ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিলাম না। অনেক চেষ্টার পর খুলেই দেখি বাড়ির উঠানে বিশাল এক ভাঙা দেয়াল পরে আছে।
মো. সোহেল জানান, খুব জোরে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি। মাথা ব্যাথা করছে। ভাবছিলাম হয়তো বাড়ির পাশে কোনো ট্রান্সফরমার এর বøাস্ট হইছে। বাহিরে বের হয়ে দেখি, আসলাম মিয়ার বাড়ির ৫ তলার দেয়াল ভেঙ্গে উঠানে পরে আছে।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়া আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের একটি আধাপাকা ঘরের চালসহ আসবাবপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাসহ ঘরের আসবাপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্তের পর ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম