বিদেশীদের গালি দিয়ে লাভ নেই সময় থাকতে পদত্যাগ করুন: ফারুক
১৮ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম
বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক সরকারের উদ্দেশ্য বলেছেন, সময় থাকতে পদত্যাগ করুন। বুড়িগঙ্গা শীতলক্ষা নদী পার হতে পারবেন না। এক দফা দাবি মানতেই হবে। বুলি উড়িয়ে বিএনপিকে গালি দিয়ে বিদেশীদের গালি দিয়ে লাভ নেই। পালানোর পথ পাবেন না।
শুক্রবার (১৮ আগষ্ট) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে সড়কে গনমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৪ সালে আমরা মিছিল করি বোমা ফাটায় আওয়ামী লীগ। বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক লীগ। এবার আর তা হবে না। নির্বাচন নির্বাচন খেলা আর খেলতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের আগে বিএনপির এক দফা দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যে সরকার বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার, দিনের ভোট রাতে করি না, আমরা গনতন্ত্রের সরকার, মৃত ব্যক্তির ভোটে জয়ী হয়নি। সে সরকারের নাম ভোট চোর সরকার।
বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উল্লেখ করে এই বিএনপি নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। অথচ তিনি কোন দুর্নীতি করেননি।
আগামীতে বতর্মান সরকারের এক পয়সারও হিসাব নেওয়া হবে উল্লেখ করে জয়নাল আবেদীন ফারুক বলেন, আন্দোলনের ব্যাপারে বিএনপি কৌশলী। কেউ কেউ আন্দোলন নিয়ে হতাশ হতে পারেন না। কিন্তু হতাশ হবার কিছু নেই। বিএনপি এবার সফল হবেই। তবে যে সব বিএনপি নেতা খালেদা জিয়ার মুক্তির মিছিলে অংশ নেন না, শুধু এমপি হতে আসেন এমন নেতা বিএনপির দরকার নেই। হিসেব লিখে রাখবেন, যারা গ্রেফতার, হামলা মাথায় নিয়ে খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনে অংশ নিবে বিএনপি তাদের মনে রাখবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এক দফা দাবিতে দেশের জেগে উঠেছে। এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে।
বিএনপি ঘোষিত এক দফা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপি এই গনমিছিলের আয়োজন করে।
এর আগে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, এম.এ হান্নান খান, মাহাবুবুল আলম মাহাবুব, লিটন আকন্দ, শামীম আজাদ, ফারজানা রহমান হুসনা প্রমূখ।
পরে দলীয় কার্যালয় থেকে গনমিছিলটি শুরু হয়ে আমলাপাড়া মোড়ে পৌঁছলে বিপুল সংখ্যক পুলিশ বাঁধা দেয়। এ সময় বিএনপি নেতারা মিছিলটি ঘুরিয়ে ফের নতুন বাজার মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন।
# মো: শামসুল আলম খান, বিশেষ সংবাদদাতা, দৈনিক ইনকিলাব, ময়মনসিংহ ব্যুরো।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম