শেখ হাসিনাকে দুর্বল করা হলে ভারত ও আমেরিকাকে দুর্বল করা হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী
২০ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি ভারতের আনন্দ বাজার প্রত্রিকার উদ্বৃতি দিয়ে বলেছেন, দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে দূর্বল করা হলে ভারত ও আমেরিকাকে দূর্বল করা হবে। জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন। তিনি এখন সমগ্র বিশ্বের নেতা। কোভিড ১৯ করোনা ভাইরাসের সময় যেখানে বিশ্বের উন্নয়নশীল অনেক দেশ মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে যেখানে অনেক দেশে এর প্রভাব পড়েছে। সেই কঠিন সময় গুলো শেখ হাসিনার দূরদর্শিতা এবং সঠিক নেতৃত্বের কারণে আমরা মোকাবিলা করে চলছি। এত কিছুর পরেও দেশের উন্নয়ন এক দিনের জন্য থেমে থাকে নাই।
বঙ্গবন্ধুর বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষে পৌঁছে গেছে। এ সোনার বাংলাদেশকে ঠাকুরগাঁও এর কূখ্যাত রাজাকার চোখা মিয়ার ছেলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলেরা খামচে ধরে টেনে নামাতে চায়। তারা এখনো তাদের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভুন্ডুল করার পায়তারা করছে। তাদের এ আশা বাংলাদেশের জনগন কোন দিন পুরন হতে দিবেনা। কারণ বাংলাদেশ যে অবস্থায় গেছে এই বাংলাদেশকে আর টেনে নামানো যাবেনা।
প্রতিমন্ত্রী রবিবার বিকালে দিনাজপুরের বিরল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মতো বিপুল সংখ্যক দলের অংশগ্রহণের টুর্নামেন্ট পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না। এদিক দিয়ে এই টুর্নামেন্ট পৃথিবীতে ফুটবল ইতিহাসে একটি জায়গা করে নিয়েছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং গত ১৫ বছরে এগিয়ে গেছে, সেই সাথে বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে জাগরণ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা শিশুদের নিয়ে চিন্তা করেন বলেই এরকম একটি টুর্নামেন্ট তা প্রমাণ করে দেয়।
তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে আমরা জাতীয় সংগীত গাইতে পারছি, স্বাধীন দেশের পরিচয় দিতে পারছি। এ পরিচয় দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর যে অর্জন, সে অর্জনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের। এ দুজন মহামানব ও মহামানবীকে আমরা হারিয়েছি ১৯৭৫ সালের ১৫ আগস্ট। সাথে হারিয়েছি বঙ্গবন্ধুর শিশুপুত্রসহ পরিবারের অন্যান্য সদস্যদের। আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোকাবহ মাস। শোকের মাস অনেক কষ্টের মাস। এ কষ্ট বুকে ধারণ করে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের বেঁচে থাকা দুঃসন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের জন্য এবং শিশুদের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। তারা বলেছেন, এই পৃথিবীটাকে আমরা আগামী প্রজন্মের জন্য এবং আজকের শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর বসবাসযোগ্য করে তুলবো। সেখানে সকলেই বড় হবে সুনাম অর্জন করবে।
অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে বিশিষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহকারি কমিশনার (ভ’মিঃ) শেখ জহুরুল হক, উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রবিউল ইসলাম রবি (পিপি), থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ মুনিরুল ইসলাম। ফাইনাল খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বরাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিরল মডেল সরকারি বিদ্যালয় বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি অনুষ্ঠান শেষে ৮নং ধর্মপুর ইউপি শাখা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অথিতি হিসাবে যোগ দেন এবং বক্তব্য রাখেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবিতে মানববন্ধন
বিপিএলে অনিশ্চিত মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটাররাই বিপিএল তারকা: আফ্রিদি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
হেলিকপ্টার বিলাস নিয়ে ব্যাপক সমালোচনা ও উপদেষ্টা আসিফের কৈফিয়ত
উত্তরার তুরাগে নোহা গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে চিড়! অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে
নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ পাসের হার ৮৫.২৫ শতাংশ
ভারতে বড়দিন উদযাপন করায় ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন-মারধর
মুখ ফুটে মনের কথা বলতে পারছেন না মধুমিতা
জুতার জন্য চাকরি হারিয়ে পেলেন ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ!
সরকারি কর্মচারী ব্যবস্থাপনায় বৈষম্য নিরসন ও সংস্কারের প্রয়োজন
মানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত
কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার
হাসিনার সুবিধাভোগী আমলরা যেকোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে - আবু হানিফ
ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিবে: পীর সাহেব চরমোনাই
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা:মামলা হয়নি: নিহতদের লাশ দাফন
ভারত শেখ হাসিনার সকল গুম খুনের সাথে জড়িত- রুহুল কবীর রিজভী
ভেবেছিলাম ২ ওভারের মধ্যেই ওকে ৬-৭বার আউট করব: কনস্টাসকে নিয়ে বুমরাহ
বিএনপি নেত্রী কারাবরণ করেছেন আওয়ামী লীগ নেত্রী পালিয়েছেন -ড. ফরিদ