চট্টগ্রামসহ চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
২২ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
ভ্যাপসা গরম, অনাবৃষ্টি, খরা পরিস্থিতি ক্রমেই কাটছে। আজ মঙ্গলবার ভাদ্রের প্রথম সপ্তাহ পার হতেই বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের উপর আবারও সক্রিয় হয়ে উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে মেঘমালার বিস্তার ও মৌসুমী বায়ু সক্রিয়। এর ফলে সারা দেশে তৈরি হয়েছে মেঘ-বৃষ্টি-বাদল, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার ঘনঘটা। ভাদ্র মাস পর্যন্ত ‘স্বাভাবিক’ মেঘলা আবহাওয়া, বর্ষা-বাদলের এই ঘনঘটা বিরাজমান থাকে। আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জেলা-উপজেলায় স্থানভেদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। সিক্ত হয়েছে ফল-ফসলের মাঠ, খাল-বিল, পুকুর। বর্ষণের সাথেই গত কয়েকদিনে চলা অসহনীয় উচ্চ তাপমাত্রা কমে আসছে। আবহাওয়া বিভাগ এক বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামসহ উক্ত চারটি বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে । যার কারণ মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠা। অতি ভারী বর্ষণ হলে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা ও ঝুঁকি তৈরি হতে পারে। তাছাড়া চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াল পাহাড়ি ঢল-বন্যা, পাহাড় ধসের ধকল ও ক্ষত এখনো কাটেনি। আজ থেকে সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়। আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড অতি ভারী বৃষ্টিপাত, যা ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে ৮০ মি.মি. ভারী বর্ষণসহ, মহানগরীতে ২ মি.মি., ফেনীতে ৫৭ মি.মি., হাতিয়ায় ২৭ মি.মি., রাঙ্গামটিতে ১৯ মি.মি.সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাভেদে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সমেয় ঢাকায় মাত্র এক মি.মি. বৃষ্টিপাত হয়। তবে ঢাকা বিভাগে এবং দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরুর সুবাদে তাপদাহের দাপট কমছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ এবং সর্বনি¤œ চট্টগ্রামের সন্দ্বীপে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার থেকে রাজধানীসহ ঢাকা অঞ্চলের আবহাওয়ায় আরও পরিবর্তন এবং বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাতের আবহ তৈরি হচ্ছে। কেটে যাচ্ছে ভ্যাপসা গরম ও অনাবৃষ্টি, অসময়ের খরাদশা। এতে করে দেশের অধিকাংশ জায়গায় আজ থেকে আগামী শনিবার-রোববার পর্যন্ত প্রায় এক সপ্তাহ ভাদ্রের ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া বিভাগ (বিএমডি) এবং আন্তর্জাতিক একাধিক আবহাওয়া পূর্বাভাস সংস্থার পূর্বাভাস থেকে আবহাওয়ায় পরিবর্তন ও বৃষ্টিপাতের উপরোক্ত আভাস মিলেছে। গেল তিন মাসে (মে, জুন, জুলাই) বিশেষ করে ভরা বর্ষা মৌসুমেই সারা দেশে সার্বিকভাবে গড়ে স্বাভাবিকের চেয়ে ৬৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ভরা বর্ষায় খরা অনাবৃষ্টির কারণে ফল-ফসল, কৃষি খামার, প্রকৃতি-পরিবেশ এবং জনস্বাস্থ্যসহ সার্বিক জনজীবনে তীব্র বিরূপ প্রভাব পড়েছে। আগামীকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলের জন্য বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে পতেঙ্গা প্রধান আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ^জিত চৌধুরী জানান, বন্দরনগরীসহ চট্টগ্রাম অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত-বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে ঢাকায় আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ পুর্বাভাসে জানিয়েছে। আজ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ও বিভাগের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকে। আজ সন্ধ্যা পর্যন্ত স্থানভেদে হালকা থেকে মাঝারি বর্ষণ, সন্দ্বীপসহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। # শ/আলম, ২২/০৮/২০২৩ইং
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সৈয়দপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী জাহাঙ্গীর টঙ্গী থেকে গ্রেফতার
যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাস্তব জীবনে ভালো রেসপন্স পাচ্ছে অলংকারের 'চেয়ারম্যান'
পর্যটক-অনাহারে থাকা কলকাতার ‘মিনি বাংলাদেশে' যে হাহাকার চলছে
জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ
জর্জিয়ায় রাজনীতিতে উত্তেজনা, প্রতিবাদে হাজারো মানুষ
এবার ৬৮ সদস্যের ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি’ করল নাগরিক কমিটি
হাওয়াই আগ্নেয়গিরিতে অল্পের জন্য শিশুর জীবন বিপদমুক্ত , পর্যটদের সতর্কতা
বায়ুদূষণে আজ বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষে ঢাকা
৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে: আসিফ মাহমুদ
মাওয়া টোলপ্লাজায় ৭ জন নিহত: সেই বাসমালিক গ্রেপ্তার
মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
দখলমুক্ত হচ্ছে ঢাকার ৫৮ পুকুর
রাশিয়া মলদোভায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে
হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি শহিদ পরিবারের
অস্ট্রেলিয়ার সন্তানকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
প্রতিশোধ নিয়েছে তালেবান, পাক-আফগান সীমান্ত উত্তেজনা চরমে
ব্রাজিলে সন্দেহজনক বড়দিনের কেক বিষক্রিয়া, ৩ জনের মৃত্যু
আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
আজ ৪৭তম বিসিএসের আবেদন শুরু