গৃহবধু হাফিজাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া স্বামী গ্রেফতার
২৭ আগস্ট ২০২৩, ০৯:৫৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
গাজীপুরে র্যাব-১ এর বিশেষ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাঞ্চল্যকর গৃহবধু হাফিজা আক্তার হত্যার আসামী মাসুদ রানাকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার রাতে আশুলিয়া থানাধীন কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার মাসুদ রানাকে গ্রেফতারের পর র্যাব-১ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।
ঘটনা সূত্রে জানা যায়, মাসুদ রানা (৪৬) আনুমানিক ৫ বছর পূর্বে তার আগের স্ত্রী থাকার বিষয়টি গোপন করে ভিকটিম হাফিজা আক্তার (২৮)কে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর থেকেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন ২৭ জুন তাদের মধ্যে উক্ত বিষয়ে পুনরায় ঝগড়া হয় এবং ২৮ জুন আসামী মাসুদ রানা ভিকটিমের ছোট ভাই সাব্বিরকে ফোন করে জানায় যে তার বোন অসুস্থ দ্রুত ভাড়া বাসায় যেতে বলে। ভিকটিমের ছোট ভাই সাব্বির তার ভগ্নিপতি বাসায় গিয়ে তার বোনকে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পান। মাসুদ রানা বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। এদিন ভিকটিমের পিতা মোঃ হাসেম সিকদার কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। কালিয়াকৈর থানা পুলিশ ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। ময়নাতদন্ত প্রতিবেদনে হাফিজাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে রিপোর্ট আসলে গত ২৫ জুলাই নিহত হাফিজার বাবা হাশেম সিকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাসুদ রানা(৪৬) সহ অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে মাসুদ রানা র্যাবকে জানায়, তার বুলবুলি (৩৬) নামে একজন স্ত্রী আছে, যিনি আসামীর নিজ বাড়ী জামালপুর বসবাস করেন। ওই সংসারে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সে প্রথম স্ত্রী বুলবুলি(৩৬) এর বিবাহের কথা গোপন করে পাঁচ বছর পূর্বে ভিকটিম হাফিজা আক্তারকে বিয়ে করে। বিয়ের বিষয় নিয়ে ভিকটিমের সাথে তার প্রায় ঝগড়া হত। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন রাত অনুমান ১০টার সময় মাসুদ রানাসহ আরও কয়েকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। বিষয়টিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বলেন, মামলা হওয়ার পর আসামী মাসুদ রানা পলাতক ছিলেন। এই ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের আসামী গ্রেফতারের জন্য র্যাবের একটি দল ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতা গত শনিবার রাত ৮টার দিকে র্যাব-১ এর আভিযানিকদল বিশেষ অভিযান চালিয়ে আশুলিয়ার কোন্ডলবাগের শাহাজউদ্দিন ভূইয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মাসুদের বিরুদ্ধে আশুলিয়া, গাজীপুর সদর, জয়দেবপুর থানায় ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা