উন্নয়নের মহাসড়কে পাল্টে গেছে মসিকের যোগাযোগ অবকাঠামো
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
‘উন্নয়ন মহাসড়কে’ উঠেছে ময়মনসিংহ নগরীর যোগাযোগ অবকাঠামো। পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হবার সাড়ে চার বছরের মাথায় নগরীর পুরাতন ও নতুন মিলিয়ে মোট ৩৩ টি ওয়ার্ডে ১৮১ কোটি টাকা খরচায় বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে প্রায় দেড়শ কিলোমিটার আরসিসি বা বিসি সড়ক। এই অর্থবছরে সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প আরও বেশি গতি পেয়েছে। নানামুখী অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর জীবনমান বদলে দিতে দিন-রাত একাকার করেই কাজ করে চলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.ইকরামুল হক টিটু।
জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশন ঘোষণা করা হয়। এর আগে ২১.৭৩ বর্গকিলোমিটার আয়তনের ছিল বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভা। এই পৌরসভার ২১ টি ওয়ার্ডের সঙ্গে সদর উপজেলার গুরুত্বপূর্ণ দু’টি ইউনিয়ন আকুয়া ও বয়ড়ার পুরো অংশ এবং সদর উপজেলার চর ঈশ্বরদিয়া, খাগডহর, সিরতা, ভাবখালী, দাপুনিয়া, চরনিলক্ষীয়া ইউনিয়ন নিয়ে গড়ে উঠে নতুন ১২ টি ওয়ার্ড। মোট ৩৩ টি ওয়ার্ড নিয়ে দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি করপোরেশন। বর্তমানে করপোরেশনের মোট আয়তন ৯০ দশমিক ১৭৩ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ১০ লক্ষ। অবশ্য এর মধ্যে প্রায় ৬৯ বর্গকিলোমিটারের নতুন ওয়ার্ড রয়েছে মোট ১২ টি।
সূত্র জানায়, ২০১৯ সালের ২০ জুন ময়মনসিংহ সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরের বছরের ডিসেম্বরে একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় ১৮১ কোটি টাকা ব্যয়ে নতুন ওয়ার্ডসমূহে আরসিসি বা বিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। একই সূত্র জানায়, এই সিটি করপোরেশনের নতুন প্রায় ১২ টি ওয়ার্ডের প্রতিটি মূল সড়ক ও অলিগলিতে চলছে সড়ক নির্মাণ কাজ। তৈরি হচ্ছে ৯৭ কিলোমিটার আরসিসি, ৭৮ কিলোমিটার বিসি এবং ২ কিলোমিটার সিসি সড়ক ও ৭ কিলোমিটার ফুটপাত। শুধু তাই নয়, পুরাতন ২১ টি ওয়ার্ডেও সড়ক প্রশস্তকরণ কাজ পেয়েছে নতুন মাত্রা। যানজট নিরসন ও জনভোগান্তি নিরসনে নগরীর স্টেশনরোড, বড়বাজার, কাশররোড, বাউন্ডারি রোড, বাঘমারা রেলক্রসিং রোড, মেহগনি রোড, আবুল মনসুর সড়কসহ নগরের ১৫টি গুরুত্বপূর্ণ সড়কপ্রশস্তকরণ কাজ শেষ হয়েছে আরও আগেই। এসবে নির্মাণ হয়েছে প্রায় ৮০ কিলোমিটার সড়ক।
সরেজমিনে দেখা গেছে, পুরোপুরি গ্রামীণ আবহের চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষিয়া, সিরতাসহ বিভিন্ন এলাকা চরাঞ্চল হওয়ায় সড়ক অবকাঠামো ছিল বেশ নাজুক। ওয়ার্ডে ওয়ার্ডে যন্ত্রণা ছিল পায়ে পায়ে। কিন্তু পরিকল্পিত সড়ক অবকাঠামো নতুন ওয়ার্ডসমূহের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। নাগরিক ভোগান্তি হ্রাস করেছে ওয়ার্ডে ওয়ার্ডে আধুনিক সব সুযোগ-সুবিধা। ময়মনসিংহ সিটি করপোরেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো ২১ টি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে নতুন ১২ টি ওয়ার্ডে সড়ক অবকাঠামোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন মেয়র মো.ইকরামুল হক টিটু। অনুন্নত ও চলাচল অনুপযোগী এসব ওয়ার্ডে শক্তিশালী সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে নগরজুড়ে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে নিজের নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছেন। নির্মিত সড়কের কাজের অগ্রগতি নিজেই পর্যবেক্ষণ করছেন। গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখতে তিনি তীক্ষè দৃষ্টি রেখেছেন।
জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু ইনকিলাবকে বলেন, দৃশ্যমান পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নতুন ১২ টি ওয়ার্ডে নতুন যাত্রার সূচনা হয়েছে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার ধকল কাটিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
পানিবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনার মিলেছে সুফল
সঠিক পরিকল্পনা আর সময়োপযোগী নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পানিবদ্ধতা নিরসন করতে সক্ষমতার পরিচয় দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। নগরীকে পানিবদ্ধতামুক্ত করতে প্রায় ৮০ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ করছে সিটি করপোরেশন। ইতোমধ্যেই প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ৪৩ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আন্ডারগ্রাউণ্ড পাইপ ড্রেন নির্মাণের ফলে ব্রহ্মপুত্র নদে পানি নিষ্কাশন হচ্ছে। আরসিসি সড়কের মাঝখান বরাবর মাটির নিচ দিয়ে বড় আকৃতির পাইপ বসিয়েও বৃষ্টির পানি নিষ্কাশন করা হচ্ছে নদে। ফলে নগরীর নতুন বাজার, রামবাবু রোড, সিকেঘোষ রোড, দুর্গাবাড়ী রোড, গাঙিনাপাড়, স্টেশন রোড, মহারাজা রোড, স্বদেশী বাজার, মেছুয়া বাজার, ছোট বাজার ও বড় বাজারসহ বাণিজ্যিক এলাকাগুলোর পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে। এখন নগরীর রেললাইনের উত্তর পূর্বাংশের বাণিজ্যিক ও আবাসিক এলাকায় বর্ষায় জলাবদ্ধতার দৃশ্যমান কোনো ভোগান্তি নেই বললেই চলে।
সূত্র মতে, পানিজট থেকে নগরবাসীকে মুক্ত করতে টেকসই সমাধানের পথে হাঁটছেন সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু। তিনি নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ৫ টি গুরুত্বপূর্ণ খালকে পুনরুদ্ধারের মাধ্যমে টেকসই পানিপ্রবাহ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যে বিভিন্ন খালের অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু করেছে মসিক। দখলমুক্ত করা হয়েছে প্রায় ৮ কিলোমিটার খাল। এসব বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু ইনকিলাবকে বলেন, ‘আমরা দীর্ঘদিনের পানিবদ্ধতার ক্ষত অনেকটাই সারিয়ে তুলতে সক্ষম হয়েছি। এছাড়া বিভিন্ন এলাকায় এখনও কমবেশি পানিবদ্ধতার সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। আমরা আশাবাদী এই সমস্যারও সমাধান হবে। তবে পানিবদ্ধতাকে চিরতরে দূর করতে সম্মানিত নাগরিকদেরও সচেতন হতে হবে। তাদের সহযোগিতাও একান্ত কাম্য।’
নগরীতে টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার মেয়রের
এক বছর আগে নগরীর ব্রাহ্মপল্লীতে যাত্রা শুরু করে ‘নগর মাতৃসদন’। মা ও শিশুর স্বাস্থ্যসেবায় শ্রমজীবী মানুষের ভরসা হয়ে উঠেছে এই মাতৃসদন। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে দু:স্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা। এখানে নামমাত্র টাকায় মিলছে সেবা। ৩০ শতাংশ লাল কার্ডধারী সেবা পাচ্ছেন একেবারেই স্বল্পমূল্যে। অন্যরা সরকার নির্ধারিত মূল্যেই পারছেন সেবা। ১৫০ প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন হয়েছে এখানে। ১৫ থেকে ৪৯ বছর বয়সী সব মহিলাদের টিটি টিকা দেওয়া হচ্ছে। শিশুদের ১০টি রোগের টিকাসহ সকল ধরনের মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার রক্ষায় এছাড়াও নগরীর খাগডহর, শম্ভুগঞ্জ ও জামতলায় মোট তিনটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে মসিক। এসব সেবাকেন্দ্র থেকে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষ সেবা গ্রহণ করেছেন। পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, ডেলিভারি অপারেশন, স্বাস্থ্যশিক্ষা, চিকিৎসকের পরামর্শ সবই মিলছে এখানে। সম্পূর্ণ ও সমন্বিত প্রাথমিক সেবার লক্ষ্যে স্বাস্থ্য অবকাঠামোতে নজর দিয়েছেন মেয়র টিটু। সেবার মান ও পরিসর বাড়াতে নগরীর বাগমারা এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ‘নগর মাতৃসদন’র ৬ তলা নিজস্ব ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সম্প্রতি নগরী গুলকিবাড়িতে ‘দ্বিতীয় নগর মাতৃসদন’র কাজ শুরু হয়েছে। নগরীর প্রান্তিক অঞ্চলের নাগরিকরা নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার কাক্সিক্ষত সুফল পাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমছে।
জানা যায়, করোনা মহামারির সময় সিটি কর্পোরেশনের টিকা পাওয়ার যোগ্য জনসংখ্যার প্রায় ৯৫ ভাগ মানুষকে দুই ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। সেই সময় করপোরেশনের উদ্যোগে চালু হওয়া টেলিমেডিসিন সেবায় প্রায় ১০ হাজার মানুষ ঘরে বসেই চিকিৎসা সেবা গ্রহণ করেন। ওই সময় নগরীর ৩৩টি ওয়ার্ডে মেয়র ইকরামুল হক টিটু চালু করেন প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ খাদ্য কর্মসূচি। প্রায় ৭৫ হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসেন। সরকার থেকে পাওয়া বরাদ্দ ও সিটি কর্পোরেশনের অর্থায়নে ১ হাজার ৩২৭ টন চাল বিতরণ করেন। সরকারি প্রায় এক লক্ষ ও মেয়রের ব্যক্তিগত তহবিলের প্রায় এক লক্ষ ব্যাগ খাদ্যপণ্য বিতরণ করা হয় করোনাকালীন সময়ে।
ডেঙ্গু প্রতিরোধেও ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ময়মনসিংহ মহানগরীতে যেন ডেঙ্গুর প্রাদুর্ভাব না বাড়তে পারে সেজন্য প্রতি বছরই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দেয় করপোরেশন। নগরীর ৩৩ টি ওয়ার্ডে নিজের করপোরেশনের কর্মীদের ঘুম হারাম করে মশার প্রজননস্থল সনাক্ত ও ধ্বংস করতে পুরোদমে কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন মেয়র। নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সার্বিক জনসচেনতা সৃষ্টি করে নাগরিকদের সচেতন করছেন। হাতে হাতে তুলে দিয়েছেন প্রচারপত্র, পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
সার্বিক বিষয়ে জানতে চাইলে মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু ইনকিলাবকে বলেন, ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মহামারি করোনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। নাগরিকদের সুস্থতা, নিরাপত্তাসহ সার্বিক জীবনমানের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। ময়মনসিংহ সিটি করপোরেশনের
নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নে যতটুকু অগ্রগতি হয়েছে করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থা না থাকলে এর থেকে আরও বেশি উন্নয়ন করা সম্ভব হতো।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি