নেতাবিহীন দল হওয়ায় দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না : স্বাস্থ্যমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
আগামী নির্বাচন নিয়ে মানিকগঞ্জে এক আলোচনা সভায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন। বিএনপি জামায়েতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস আর গ্রেনেড হামলা করা। তারা মানুষের উন্নয়ন চায় না, তারা মানুষকে পুড়িয়ে মারে। তারা দেশের স্বাধীনতাও চায়নি। বিএনপি অপপ্রচার ও মিথ্যা কথার রাজনীতি করে। তাদের কাজই হলে মিথ্যাকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করা।
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিবেন, তারা আরা বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে চায় না। কারণ, বিএনপি এখন হচ্ছে নেতা বিহীন একটি দল। নেতা বিহীন দল আর চালক ছাড়া গাড়ী একই কথা। ওই চালক ছাড়া গাড়ীতে মানুষ চড়তে চায় না।
শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজে ডে উপলক্ষে হাসপাতালের অন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু ঢাকা সিটিতে নয়, সারা দেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এডিস মশা সারাদেশে ছড়িয়ে গেছে। আপনারা জানেন সারা দেশে দেড় লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এপর্যন্ত সাতশর মতো রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন করতে হবে।
এসময় তিনি ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো করে সেবা দিন। আপনাদের সেবার উপর নির্ভর করবে এই হাসপাতালের মানোন্নয়ন। সরকারি বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই। তবে কেউ কেউ বলছে, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সাত লক্ষ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানী করার অনুমোদন দিয়েছি। আজ কালের মধ্যে সাড়ে তিন লক্ষ ব্যাগ স্যালাইন দেশে এসে যাবে। বাকীটা পরের দিন আসবে, এর বেশী লাগলেও আমরা আনার ব্যবস্থা করবো।
স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনো মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃতু্যও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃতু্যও কমবে না। অন্যান্য দেশে ভালো করে স্প্রে করেছে ও সারা বছর পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এর জন্য ওই সব দেশে মশাও কম ও মৃত্যুও কম। আমরা এই পরামর্শ দিয়েছি সিটি করপোরেশন ও পৌরসভা গুলোকে আগামী দিনে এই ব্যবস্থা নেয়ার জন্য। পাশাপাশি বলেছি, যে সমস্ত ঔষধ তৈরী করে ও আমদানী করে ব্যবহার করে সেই ঔষধ গুলো যেন সঠিক মানের হয়। যারা মশা নিধনের ঔষধ ক্রয় ও ব্যবহার করে তাদের ওই ঔষধ পরীক্ষা করা প্রয়োজন। অনেকেই বলেন, এই ঔষধে মশা মরে না, কিছুক্ষনের জন্য নির্জ্জীব হয়ে পড়ে থাকে। এতে মশা মড়ছে না, যে কারণে ওই মশা আবার উড়ে গিয়ে মানুষকে কামড়ায় ও মানুষ আক্রান্ত হয়ে পড়ে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পুরুষ ও নারী রোগীদের চিকিৎসার খোঁজ খরব নেন।
কর্নেল মালেক মেডিকেল হাসপাতাল প্রাঙ্গনে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ, জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশ্বাদ উলস্নাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন।
পরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ছাত্র শিক্ষকদের র্যালিতে অংশ নেন ও কেক কেটে এবং গাছের চারা রোপন করে কর্নেল মালেক মেডিকেল কলেজের ডে"র উদ্বোধন করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন
দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম