ফরিদপুরে চলছে ডেঙ্গুর মৃত্যুর মিছিল, একদিনে আরও ৪ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
কোনোভাবেই থামছে না ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল।
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৪ জন।
বুধবার (২০ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
প্রতিদিনই মারা যাচ্ছে রোগী, সাথে শত শত মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলোর চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আবার, ডাক্তারদেরও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে অবহেলার অভিযোগ রয়েছে বিস্তর।
এরই ধারাবাহিকতায়, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ২১ জন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর (২৩), সালথা উপজেলার জুয়েল শেখের ছেলে কথান শেখ (৩২) ও বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মোস্তফা শেখের স্ত্রী শিউলি বেগম (৩৫)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াসিম নামের রোগী হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। গত শনিবার দুপুরে ভর্তি হন কথান শেখ, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বিকালে ভর্তি হয় শিশু সাবিহা, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শিউলি বেগম মঙ্গলবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে মারা যান তিনি।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩শ ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ২১ জন।
তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ ৪৫ জন, জেনারেল হাসপাতালে ৮৫ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯হাজার ২শ ৭৩ জন। এর মধ্যে ৮হাজার ৪শ ১৪ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।
এদিকে ডেঙ্গুর ভয়াবহতার খোঁজ খবর নিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
এসময় তিনি সকলকে ডেঙ্গু বিষয়ে সচেতন হতে বলেন। তিনি বলেন- “ডেঙ্গু হতে নিরাপদ থাকার জন্য সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।” এছাড়া তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মীদের সাথে সাক্ষাত করেন। রোগীদের সাথে উত্তম ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন- ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা