নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে শান্তিতে বিদায় হন ফেনীতে রোডমার্চের পথসভায় মির্জা ফখরুল
০৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
সরকারকে উদ্দেশ্যে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদফা দাবি মেনে নিয়ে সংসদ বিলুপ্ত করুন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেন, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করুন। জনগণের হাতে ক্ষমতা তুলে দেন। আমরা বিএনপির হাতে ক্ষমতা চাইনা। জনগণের ক্ষমতা জনগণের কাছে যাবে। আর যদি আপনারা কথা না শুনেন ফায়সালা হবে রাজপথে। আজ বিকেলে জেলা বিএনপি আয়োজিত রোডমার্চ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আজকে বাংলাদেশ এক হয়ে গেছে, রাজনৈতিক দল,বাম-ডান সবাই এক হয়ে গেছে। এ সরকারের অধীনে আমরা কোনে নির্বাচনে যাবো না। আজ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে,রুখে দাঁড়াতে হবে।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরে যিনি স্বাধীনতার পতাকা হাতে তুলে ধরেছেন সে আমাদের মা, গণতন্ত্রের মা,আপনাদের মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ চিকিৎসার সুযোগ পায়না। ডাক্তাররা বলেছেন তার উন্নত চিকিৎসার জন্য তাকে বাহিরে পাঠানো দরকার। এ ভয়াবহ ফ্যাসিষ্ট,এ হায়নার দল, এ ডাকাতের দল তারা আমাদের নেত্রীকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায়। তারা খালেদা জিয়াকে সরিয়ে দিতে পারলে তাদের রাস্তা পরিস্কার হয়।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি ও সমগ্র বাংলাদেশের নেতা নয়,তিনি এশিয়া উপ-মহাদেশের প্রচলন মুসলিম দেশের প্রধানমন্ত্রী । এ জন্য সারা বিশ্বের লোক তাকে আলাদা চোখে দেখে। তিনি যখন রাজনীতির গণতন্ত্রকে মুক্ত করে এসেছিলেন,তখন তিনি মানুষের উপকার করতে চেয়েছিলেন। আমাদের মা বোনদেরকে লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। বেকারদের চাকুরীর ব্যবস্থা করেছেন। তিনি আমাদেরকে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়েছেন। সে নেত্রীকে আজকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখে তাকে এখন চিকিৎসা করতে দিচ্ছে না।
তিনি আরো বলেন, আজকে এ আওয়ামীলীগ জোর করে ক্ষমতা দখল করার পর থেকে ১৫ বছরে আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা সামনে আবারও একই কায়দায় একটি নির্বাচন করতে চায়। তারা চায় বিএনপি না আসুক, মানুষ না আসুক, আমরা আমাদের মতো করে নির্বাচন করব। আমরা বলতে চাই এবার আমরা হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দিবো না। একদফা এক দাবি তাকে পদত্যাগ করতে হবে,সংসদ ভেঙে দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে আমির খসরু মাহমুদ বলেন,বাংলাদেশের মানুষ আর একদিনও অপেক্ষা করতে রাজি না। এ সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন আছে শুধু তাদের মুখের জোর। তাদের মুখ দিয়ে অতি নিম্মমানের কথা বার্তা বের হচ্ছে। তারা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে। আমি বলতে চাই তাদের এসব কথার জবাব সময়মত দিবে এ বাংলাদেশের মানুষ।
অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করন,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে কুমিল্লা,ফেনী-মিরসরাই ও চট্টগ্রামে বিএনপির রোডমার্চ উপলক্ষে আজ ফেনীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এ পথসভায় বক্তব্য রাখেন রোডমার্চ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু,চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি,যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। রোডমার্চ উপলক্ষে সকাল থেকে ফেনী.নোয়াখালী,লক্ষীপুর জেলার হাজার হাজার নেতাকর্মী ফেনীর মহিপালে মহাসড়কের পাশে অবস্থান নেয়। রোডমার্চ উপলক্ষে পথসভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সঞ্চলনায় ছিলেন যুগ্ম আহবায়ক এম এ খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারী ও গাজী হাবীব উল্লাহ মানিক।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা