কুবি ছাত্রলীগের শীর্ষ দুই পদে আসতে তৎপর বয়স্ক, অছাত্র, ব্যবসায়ী!

Daily Inqilab কুবি সংবাদদাতা

০৭ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম

 

 

 

 

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে আগামী ৯ অক্টোবর (সোমবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সম্মেলনকে সামনে রেখে নতুন কমিটির শীর্ষ দুই পদে আসতে তৎপর রয়েছেন শাখাটির প্রায় অর্ধশতাধিক নেতা।

 

এরইমধ্যে গত ৫ই অক্টোবর সুষ্ঠুভাবে কর্মীসভা আয়োজনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ শাখা ছাত্রলীগের নেতাদের নিয়ে মতবিনিময় সভাও করেছেন। এতে অংশগ্রহণ করেন প্রায় অর্ধশত পদপ্রার্থী। সভাপতি-সম্পাদক পদে আসতে কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতাদের দ্বারস্থ হচ্ছেন অনেকে। তবে খোঁজে নিয়ে দেখা যায়, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরলেও অবমূল্যায়িত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেকে।

 

কারণ শীর্ষ দুই পদে আসতে যারা তৎপর রয়েছেন তাদের মধ্যে অছাত্র, বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। এদের মধ্যে আবার অনেকেই ছাত্রত্ব টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড কোর্সে ভর্তি আছেন।

 

পদপ্রত্যশীদের মধ্যে উল্লেখযোগ্য হলো- কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের সভাপতি ইসরাত জাহান জেরিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সভাপতি তাহারাতবির পাপন মিয়াজী, ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী, সাবেক সহসভাপতি মেহেদী হৃদয়, কাজী নজরুল ইসলাম হলের সাবেক সভাপতি ইমরান হোসেন, কুবি শাখার সাবেক

যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস,

সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত, ইকবাল খান, মুমিন শুভ, ফয়সাল আহমেদসহ প্রায় অর্ধশত নেতা।

 

খোঁজ নিয়ে জানা যায়, ইমরান হোসাইন বাংলা বিভাগের স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তারও ছাত্রত্ব নেই। রকিবুল হাসান রকি মার্কেটিং বিভাগের স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তারও স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হয়েছে। রেজা ২০১০-১১ শিক্ষাবর্ষে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়ে ২০১৬ সালে স্নাতক পাস করে বেরিয়ে যান। শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী তার বয়স বর্তমানে ৩১। তার বিরুদ্ধে ২০২০ সালের ৮ মার্চ বরুড়ার তালুকপাড়া গ্রামের এক নারীকে ধর্ষণ চেষ্টা, ভাঙচুর, জালিয়াতি ও লুটতরাজের একটি মামলাও বিচারাধীন রয়েছে। তিনি মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ হত্যারও এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তা ও বহিরাগত কর্তৃক ক্যাম্পাসে হামলাসহ নানা অভিযোগ রয়েছে। স্বজন নৃবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। তিনিও খালেদ সাইফুল্লাহ হত্যার ২ নম্বর চার্জশিটভুক্ত আসামি। এই মামলায় ৫৫ দিন জেলও খেটেছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মাদকসেবন ও চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০১৮ সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়।

 

ইকবাল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের কোনো পর্যায়ের কর্মী বা সমর্থক ছিলেন না এবং কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রমে সংযুক্ত ছিলেন না বলেও অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে ক্যাম্পাসে বহিরাগতদের মোটরবাইক শোডাউন ও বঙ্গবন্ধু হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। মমিন শুভর ছাত্রত্ব থাকলেও তাকে সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেয় শাখা ছাত্রলীগ।

 

আরেক পদপ্রার্থী ফয়সল আহমেদ। যিনি একটি কলেজ থেকে ডিগ্রি শেষ করেছেন। বর্তমানে তিনি ব্যবসা করছেন।ছাত্রত্ব টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি আছেন। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কোথাও নেই যে সান্ধ্যকালীন কোর্সের কেউ কমিটিতে আসতে পারবে না। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী সেহেতু আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে যুক্ত থেকে শ্রম দিয়েছি ও ত্যাগ স্বীকার করেছি। আমি নেতৃত্বে আসতে পারলে প্রথমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করব এবং শিক্ষার মানোন্নয়ন করার চেষ্টা করব। তাদের দাবি আদায়ের জন্য আমি কাজ করব। হলে খাবারের মান বৃদ্ধির জন্য ভর্তুকির ব্যবস্থা করব।

 

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী অনূর্ধ্ব-২৯ বয়সী বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারেন। তবে সদস্যপদ ঠিক রাখার মূল শর্ত হলো শিক্ষাজীবন অব্যাহত থাকা। কিন্তু কুবি ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মধ্যে অনেকেরই ছাত্রত্ব নেই এবং বয়স উত্তীর্ণ।

 

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, বঙ্গবন্ধুর হাতেগড়া ছাত্রলীগ দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছায়া হয়ে ছিল। ভবিষ্যতেও থাকবে। আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আতুড়ঘর। ভৌগোলিক অবস্থানের কারনে নির্বাচনে সংগঠনের এই ইউনিট বৃহৎ ভূমিকা রাখতে পারে। কাজেই বঙ্গবন্ধু তনয়ার হাতকে আরও শক্তিশালী করতে আমি চাই যোগ্য নেতৃত্ব উঠে আসুক। আমি বিশ্বাস করি, আদর্শের জায়গায় থেকে একজন ছাত্রনেতাকে ন্যায়নীতিবান হতে হয়। তবেই শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগের ইমেজ বৃদ্ধি পাবে। আমি চাইব কুবিতে তেমনি নেতৃত্ব আসুক। আপনারা জানেন আমি বহুবার বিএনপি জামাতের ষড়যন্ত্র রুখতে গিয়ে রাজপথে আহত হয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে এসব ত্যাগ তুচ্ছ। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার সহযোদ্ধা হয়ে থাকতে চাই।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সভাপতি তাহারাতবির পাপন মিয়াজী বলেন, ছাত্রলীগ দেশ গড়ার কারিগর৷ দীর্ঘ সময় সংগঠনের জন্য শ্রম ঘাম ঝরিয়েছি। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য নেতৃত্ব দরকার। কিন্তু যখন দেখতে পাই বয়স ৩০ বছরের বেশি, বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কেউ টাকার গরম দেখিয়ে নেতৃত্বে আসতে চায়। তখন আমরা হতাশাগ্রস্ত হই। ছাত্রলীগ তারুণ্যের সংগঠন। আমার দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় নির্বাহী সংসদ এসব বিষয় বিবেচনায় রেখে নেতা নির্বাচন করবেন। কারন আমাদের মতো তরুণেরা হতাশ হলে কর্মী সংকটে ভুগবে ছাত্রলীগ।

 

২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, আমার ছাত্রত্ব বা বয়স আছে কি নেই এটা কেন্দ্রীয় ছাত্রলীগ বিবেচনা করবে। কমিটি দেওয়ার ক্ষেত্রে তাঁরা অবশ্যই যোগ্যদেরকে বিবেচনা করবে। নেতৃত্বে আসতে পারলে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পাশে থাকবো।

 

কর্মীসভার সমন্বয়ক কোহিনূর আকতার রাখি বলেন, কর্মীসভার পরেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি নিয়ে ভাববো। কমিটি দেওয়ার ক্ষেত্রে আমরা গঠনতন্ত্র মেনে নিয়মিত ছাত্র ও যোগ্যদেরকে বিবেচনা করব। কেউ যদি কর্মীসভায় বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা নেতাকর্মীদেরকে ডেকে বলেছি যাতে তারা কর্মীসভা সফল করতে সবাই মিলেমিশে কাজ করেন।

 

জানা যায়, ২০১৭ সালের ১৩ মে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৮ মে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত ৬ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির প্রায় সাড়ে ৭ মাস পর কর্মীসভা আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
আরও

আরও পড়ুন

চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক

চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫

রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি

৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন

উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব

উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার

তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার

মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান

জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান

নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়

নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়

মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি

মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি

ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা

না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড

না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড

বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন

বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত

সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত

নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়

নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়